Dark Elbows: কনুইয়ের কালো দাগ কিন্তু চোখে পড়ছে, এই ৫ টোটকা দিয়ে ঢাকুন দাগছোপ

Home Remedies: মুখে একটা ব্রণ বেরোলে অস্থির হয়ে পড়েন। কীভাবে কমানো যায় ব্রণর ফোলাভাব, দাগ। কিন্তু কনুইয়ের কালো ছোপ নিয়ে কি আপনি একইভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন? কনুইয়ের কালো ছোপ দূর করতে কোনও ক্রিমের দরকার নেই। ঘরোয়া টোটকার সাহায্যেই আপনি কনুইয়ের কালো দাগ দূর করতে পারেন।

| Updated on: Jun 04, 2024 | 9:00 AM
মুখে একটা ব্রণ বেরোলে অস্থির হয়ে পড়েন। কীভাবে কমানো যায় ব্রণর ফোলাভাব, দাগ। কিন্তু কনুইয়ের কালো ছোপ নিয়ে কি আপনি একইভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন?

মুখে একটা ব্রণ বেরোলে অস্থির হয়ে পড়েন। কীভাবে কমানো যায় ব্রণর ফোলাভাব, দাগ। কিন্তু কনুইয়ের কালো ছোপ নিয়ে কি আপনি একইভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন?

1 / 8
মৃতকোষের স্তর জমে জমে কনুই কালো হয়ে যায়। এছাড়া ওই অংশের ঠিকমতো যত্ন না নেওয়া, সানস্ক্রিন না মাখার কারণেও কনুইয়ে কালো ছোপ পড়ে।

মৃতকোষের স্তর জমে জমে কনুই কালো হয়ে যায়। এছাড়া ওই অংশের ঠিকমতো যত্ন না নেওয়া, সানস্ক্রিন না মাখার কারণেও কনুইয়ে কালো ছোপ পড়ে।

2 / 8
কনুইয়ের কালো ছোপ দূর করতে কোনও ক্রিমের দরকার নেই। ঘরোয়া টোটকার সাহায্যেই আপনি কনুইয়ের কালো দাগ দূর করতে পারেন। এসব টোটকা ঘাড়ের কালো ছোপ ও হাঁটুর দাগ দূর করতেও কাজে লাগাতে পারেন।

কনুইয়ের কালো ছোপ দূর করতে কোনও ক্রিমের দরকার নেই। ঘরোয়া টোটকার সাহায্যেই আপনি কনুইয়ের কালো দাগ দূর করতে পারেন। এসব টোটকা ঘাড়ের কালো ছোপ ও হাঁটুর দাগ দূর করতেও কাজে লাগাতে পারেন।

3 / 8
পাতিলেবুর খোসা গুঁড়ো করে রেখে দিন। এতে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে কনুইতে ঘষে নিন। ২-৩ মিনিট ঘষে ধুয়ে ফেলুন। ৭ দিন এই টোটকা কাজে লাগালেই ফারাক দেখতে পাবেন।

পাতিলেবুর খোসা গুঁড়ো করে রেখে দিন। এতে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে কনুইতে ঘষে নিন। ২-৩ মিনিট ঘষে ধুয়ে ফেলুন। ৭ দিন এই টোটকা কাজে লাগালেই ফারাক দেখতে পাবেন।

4 / 8
প্রতিদিন কনুইয়ের উপর অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে কফি মিশিয়ে কনুইয়ের উপর লাগান। সপ্তাহে ২-৩ বার এই টোটকা কাজে লাগালে কনুইয়ের কালো ছোপ পরিষ্কার হয়ে যাবে।

প্রতিদিন কনুইয়ের উপর অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে কফি মিশিয়ে কনুইয়ের উপর লাগান। সপ্তাহে ২-৩ বার এই টোটকা কাজে লাগালে কনুইয়ের কালো ছোপ পরিষ্কার হয়ে যাবে।

5 / 8
রোজ স্নানের আগে কনুইয়ের উপর টমেটো ঘষুন। টমেটোর মধ্যে ট্যান দূর করার এবং স্কিন টোন উজ্জ্বল করার ক্ষমতা রয়েছে। চাইলে টমেটোর সঙ্গে হলুদ মিশিয়েও ব্যবহার করতে পারেন।

রোজ স্নানের আগে কনুইয়ের উপর টমেটো ঘষুন। টমেটোর মধ্যে ট্যান দূর করার এবং স্কিন টোন উজ্জ্বল করার ক্ষমতা রয়েছে। চাইলে টমেটোর সঙ্গে হলুদ মিশিয়েও ব্যবহার করতে পারেন।

6 / 8
কালো দাগছোপ দূর করার ক্ষেত্রে হলুদ অব্যর্থ উপায়। কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে কনুইয়ের উপর লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

কালো দাগছোপ দূর করার ক্ষেত্রে হলুদ অব্যর্থ উপায়। কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে কনুইয়ের উপর লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

7 / 8
যে কোনও দাগছোপ দূর করতে দুর্দান্ত কাজ করে নারকেল তেল। কনুইয়ের উপর দু'ফোঁটা নারকেল তেল নিয়ে ভাল করে মালিশ করুন। এতে থেকে ভিটামিন ই ত্বকের খেয়াল রাখে। 

যে কোনও দাগছোপ দূর করতে দুর্দান্ত কাজ করে নারকেল তেল। কনুইয়ের উপর দু'ফোঁটা নারকেল তেল নিয়ে ভাল করে মালিশ করুন। এতে থেকে ভিটামিন ই ত্বকের খেয়াল রাখে। 

8 / 8
Follow Us: