Aloevera Facepack: গরমে হারিয়েছে ত্বকের জেল্লা? ফিরে পেতে ব্যবহার করুন এই সব ঘরোয়া অ্যালোভেরা ফেসপ্যাক

Homemade Aloe Vera Gel: ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, অ্যালোভেরা ত্বককে তরতাজা রাখার পাশাপাশি ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।

| Edited By: | Updated on: May 20, 2023 | 7:45 AM
বাড়ির উঠোনে গজানো অ্যালোভেরার গুণের শেষ নেই। ত্বক থেকে চুল সবের যত্নেই ব্যলহৃত হয় এই অ্য়ালোভেরা। তাই অনেকেই নিয়মিত রূপচর্চায় যোগ করেন এই গাছকে।

বাড়ির উঠোনে গজানো অ্যালোভেরার গুণের শেষ নেই। ত্বক থেকে চুল সবের যত্নেই ব্যলহৃত হয় এই অ্য়ালোভেরা। তাই অনেকেই নিয়মিত রূপচর্চায় যোগ করেন এই গাছকে।

1 / 8
Aloevera Facepack: গরমে হারিয়েছে ত্বকের জেল্লা? ফিরে পেতে ব্যবহার করুন এই সব ঘরোয়া অ্যালোভেরা ফেসপ্যাক

2 / 8
অ্যালোভেরা যুক্ত ক্রিম, জেলের চাহিদা তাই তুঙ্গে। তবে জানেন কি বাড়িতেই বানানো সম্ভব অ্যালোভেরা জেল। পয়সা খরচ করে বাজার চলতি অ্যালোভেরা জেল না কিনে জানুন ঘরোয়া উপায়।

অ্যালোভেরা যুক্ত ক্রিম, জেলের চাহিদা তাই তুঙ্গে। তবে জানেন কি বাড়িতেই বানানো সম্ভব অ্যালোভেরা জেল। পয়সা খরচ করে বাজার চলতি অ্যালোভেরা জেল না কিনে জানুন ঘরোয়া উপায়।

3 / 8
গাছ থেকে অ্যালোভেরার একটি বা দুটি পাতা তুলে নিন।এবার তা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পর পাতাগুলি  জল থেকে তুলে নিন। এবার পাতা থেকে তরল থকথকে অংশটি বেড় করে নিন। এবার তা ফ্রিজে রাখুন ১০ মিনিট। ব্যাস তৈরি আপনার অ্যালোভেরা জেল।

গাছ থেকে অ্যালোভেরার একটি বা দুটি পাতা তুলে নিন।এবার তা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পর পাতাগুলি জল থেকে তুলে নিন। এবার পাতা থেকে তরল থকথকে অংশটি বেড় করে নিন। এবার তা ফ্রিজে রাখুন ১০ মিনিট। ব্যাস তৈরি আপনার অ্যালোভেরা জেল।

4 / 8
এছাড়াও বানাতে পারেন আরও একটি ফেস প্যাক। এটি তৈরি করার জন্য লাগবে  দু'চামচ অ্যালোভেরা জেল। ১ টি ভিটামিন ই ক্যাপসুল এবং পরিমাণ মতো গোলাপ জল।

এছাড়াও বানাতে পারেন আরও একটি ফেস প্যাক। এটি তৈরি করার জন্য লাগবে দু'চামচ অ্যালোভেরা জেল। ১ টি ভিটামিন ই ক্যাপসুল এবং পরিমাণ মতো গোলাপ জল।

5 / 8
ফ্রিজে রাখা ঠান্ডা অ্যালোভেরা জেল নিয়ে তাতে ভিটামিন ই ক্যাপসুল ও গোলাপ জল মিশিয়ে ভাল করে গুলে  নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

ফ্রিজে রাখা ঠান্ডা অ্যালোভেরা জেল নিয়ে তাতে ভিটামিন ই ক্যাপসুল ও গোলাপ জল মিশিয়ে ভাল করে গুলে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

6 / 8
সপ্তাহে দু' থেকে তিনদিন ব্যবহার করতে পারেন এই জেল। উপকার পাবেন। বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে, এই ফেস প্যাক ত্বকের অকাল বলিরেখার সমস্যা রুখে দেয়। এছাড়া ট্যান তুলতেও সাহায্য করে।

সপ্তাহে দু' থেকে তিনদিন ব্যবহার করতে পারেন এই জেল। উপকার পাবেন। বিভিন্ন গবেষণায় উল্লেখ রয়েছে, এই ফেস প্যাক ত্বকের অকাল বলিরেখার সমস্যা রুখে দেয়। এছাড়া ট্যান তুলতেও সাহায্য করে।

7 / 8
তবে এই ফেস প্যাক ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে আরও একটি বিষয়। যাঁদের সংবেদবনশীল ত্বক তাঁরা এই ফেসপ্যাক ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর এই ধরনের কোনও সমস্যা না থাকলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।

তবে এই ফেস প্যাক ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে আরও একটি বিষয়। যাঁদের সংবেদবনশীল ত্বক তাঁরা এই ফেসপ্যাক ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর এই ধরনের কোনও সমস্যা না থাকলে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।

8 / 8
Follow Us: