AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Darjeeling: মাত্র ৫,০০০ টাকা দার্জিলিং ভ্রমণ সম্ভব, শুধু এই ৫ টোটকা মানুন

Low Budget Trip: দার্জিলিংয়ের নৈসর্গিক ছবি দেখে অনেকেরই ইচ্ছে হয় শৈলশহরে বেড়াতে যাওয়ার। কিন্তু পকেটের কথা ভেবে পিছ পা হন। তাছাড়া আজকাল দার্জিলিং গেলে কোথা দিয়ে প্রায় হাজার দশেক টাকা খরচ হয়ে যায়, কেউ টের পায় না। কম খরচেও দার্জিলিং ঘুরে দেখা যায়।

| Updated on: May 30, 2024 | 12:46 PM
Share
দার্জিলিঙে লোকসভায় কেন খারাপ ফল তৃণমূলের?

দার্জিলিঙে লোকসভায় কেন খারাপ ফল তৃণমূলের?

1 / 8
দার্জিলিংয়ের নৈসর্গিক ছবি দেখে অনেকেরই ইচ্ছে হয় শৈলশহরে বেড়াতে যাওয়ার। কিন্তু পকেটের কথা ভেবে পিছ পা হন। তাছাড়া আজকাল দার্জিলিং গেলে কোথা দিয়ে প্রায় হাজার দশেক টাকা খরচ হয়ে যায়, কেউ টের পায় না। 

দার্জিলিংয়ের নৈসর্গিক ছবি দেখে অনেকেরই ইচ্ছে হয় শৈলশহরে বেড়াতে যাওয়ার। কিন্তু পকেটের কথা ভেবে পিছ পা হন। তাছাড়া আজকাল দার্জিলিং গেলে কোথা দিয়ে প্রায় হাজার দশেক টাকা খরচ হয়ে যায়, কেউ টের পায় না। 

2 / 8
কম খরচেও দার্জিলিং ঘুরে দেখা যায়। মাথাপিছু পাঁচ থেকে ছ'হাজারটা খরচ করলেই আপনি দু'রাত্রি তিন দিনে দার্জিলিং ঘুরতে পারবেন। শুধু আপনাকে সঠিকভাবে ট্রিপ প্ল্যান করতে হবে।

কম খরচেও দার্জিলিং ঘুরে দেখা যায়। মাথাপিছু পাঁচ থেকে ছ'হাজারটা খরচ করলেই আপনি দু'রাত্রি তিন দিনে দার্জিলিং ঘুরতে পারবেন। শুধু আপনাকে সঠিকভাবে ট্রিপ প্ল্যান করতে হবে।

3 / 8
আজকাল অনেকেই লাক্সারি বাসেও শিলিগুড়ি যান। সস্তায় উত্তরবঙ্গ যেতে হলে ট্রেনের স্লিপার কামরাই উপযোগী। যে কোনও শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনের স্লিপার কামরায় উঠে পড়ুন।

আজকাল অনেকেই লাক্সারি বাসেও শিলিগুড়ি যান। সস্তায় উত্তরবঙ্গ যেতে হলে ট্রেনের স্লিপার কামরাই উপযোগী। যে কোনও শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনের স্লিপার কামরায় উঠে পড়ুন।

4 / 8
নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ভুলেও কোনও প্রাইভেট গাড়ি বুক করবেন না। টোটো ধরে চলে আসুন তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে। এখান থেকে মাত্র ১০০ টাকা খরচ করে বাসে চেপে পৌঁছে যান দার্জিলিং।

নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ভুলেও কোনও প্রাইভেট গাড়ি বুক করবেন না। টোটো ধরে চলে আসুন তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে। এখান থেকে মাত্র ১০০ টাকা খরচ করে বাসে চেপে পৌঁছে যান দার্জিলিং।

5 / 8
দার্জিলিং পৌঁছে সস্তার আস্তানা খুঁজুন। সরকারি লজ বা হোটেলে থাকতে পারেন। প্রতিদিন মাথাপিছু ৮০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে। ম্যালের কাছে হোটেলগুলোর ভাড়া বেশি। ম্যাল থেকে একটু দূরে থাকার জন্য হোমস্টে খুঁজে নিন।

দার্জিলিং পৌঁছে সস্তার আস্তানা খুঁজুন। সরকারি লজ বা হোটেলে থাকতে পারেন। প্রতিদিন মাথাপিছু ৮০০ থেকে ১৫০০ টাকা খরচ হবে। ম্যালের কাছে হোটেলগুলোর ভাড়া বেশি। ম্যাল থেকে একটু দূরে থাকার জন্য হোমস্টে খুঁজে নিন।

6 / 8
গ্লেনারিজ়ে বসে ব্রেকফাস্ট করলে অনেক খরচ বাড়বে। তার চেয়ে দার্জিলিংয়ের ম্যালের স্ট্রিট ফুডের স্বাদ নিন। ছোটখাটো রেস্তোরাঁতেও যেতে পারেন। খরচ কম হবে। আর শৈলশহরে বসে তিব্বতীয়, ভুটানি, নেপালি খাবারের স্বাদ নিতে পারবেন।

গ্লেনারিজ়ে বসে ব্রেকফাস্ট করলে অনেক খরচ বাড়বে। তার চেয়ে দার্জিলিংয়ের ম্যালের স্ট্রিট ফুডের স্বাদ নিন। ছোটখাটো রেস্তোরাঁতেও যেতে পারেন। খরচ কম হবে। আর শৈলশহরে বসে তিব্বতীয়, ভুটানি, নেপালি খাবারের স্বাদ নিতে পারবেন।

7 / 8
দার্জিলিং গিয়ে নিশ্চয়ই সাইটসিন করবেন। ম্যালে হেঁটেই ঘুরে নিতে পারবেন। টাইগার হিল, মহাকাল মন্দির, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক ইত্যাদি জায়গা ঘুরে দেখার জন্য ট্যাক্সি বা গাড়ি বুক করে নিতে পারেন। 

দার্জিলিং গিয়ে নিশ্চয়ই সাইটসিন করবেন। ম্যালে হেঁটেই ঘুরে নিতে পারবেন। টাইগার হিল, মহাকাল মন্দির, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক ইত্যাদি জায়গা ঘুরে দেখার জন্য ট্যাক্সি বা গাড়ি বুক করে নিতে পারেন। 

8 / 8