Reuse Expired Makeup Products: মেকআপের জিনিসের মেয়াদ শেষ? ফেলে না দিয়ে কাজে লাগান এইভাবে

Makeup Products: নেক সময়ই কম ব্যবহারের ফলে মেয়াদের সময় হয়ে যাওয়ার পরও মাসকারা শেষ হয় না। ফলে আর তা চোখে লাগানো যায় না। কিন্তু এটিকে আপনি লিপ স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

| Edited By: | Updated on: Jun 03, 2023 | 11:55 AM
 মেকআপের জিনিস মানেই মেয়েদের কাছে ভীষণ পছন্দের। যত্ন করে তাদের আগলে রাখে মেয়েরা। কিন্তু অনেকসময়ই সেসব জিনিসের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে যায়।

মেকআপের জিনিস মানেই মেয়েদের কাছে ভীষণ পছন্দের। যত্ন করে তাদের আগলে রাখে মেয়েরা। কিন্তু অনেকসময়ই সেসব জিনিসের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে যায়।

1 / 9
ফলে আর কিছু করার থাকে না। এই সব জিনিসতো আর ব্যবহার করা যায় না। কিন্তু একটা উপায় রয়েছে যার দ্বারা এই সব জিনিসকে পুনরায় ব্যবহার করা সম্ভব।

ফলে আর কিছু করার থাকে না। এই সব জিনিসতো আর ব্যবহার করা যায় না। কিন্তু একটা উপায় রয়েছে যার দ্বারা এই সব জিনিসকে পুনরায় ব্যবহার করা সম্ভব।

2 / 9
মেয়াদ উর্ত্তীর্ণ মেকআপের জিনিস কে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। তার জন্য বেশি কিছু করতে হবে না। জানুন সহজ উপায়...

মেয়াদ উর্ত্তীর্ণ মেকআপের জিনিস কে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন। তার জন্য বেশি কিছু করতে হবে না। জানুন সহজ উপায়...

3 / 9
 অনেক সময়ই কম ব্যবহারের ফলে মেয়াদের সময় হয়ে যাওয়ার পরও মাসকারা শেষ হয় না।  ফলে আর তা চোখে লাগানো যায় না। কিন্তু এটিকে আপনি লিপ স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

অনেক সময়ই কম ব্যবহারের ফলে মেয়াদের সময় হয়ে যাওয়ার পরও মাসকারা শেষ হয় না। ফলে আর তা চোখে লাগানো যায় না। কিন্তু এটিকে আপনি লিপ স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

4 / 9
হাতে কিছুটা মাসকারা নিন। এবম তাতে অলিভ অয়েল মেশান। এবার পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করার মতো করে ঘষে নিন। উপকার পাবেন।

হাতে কিছুটা মাসকারা নিন। এবম তাতে অলিভ অয়েল মেশান। এবার পুরো মিশ্রণটি ভাল করে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করার মতো করে ঘষে নিন। উপকার পাবেন।

5 / 9
একইভাবে মেয়াদ উর্ত্তীর্ণ হওয়া আইশ্যাডো ব্যবহার করবেন কীভাবে? পছন্দের রঙের আইশ্যাডো গুঁড়ো করে নিন। এবার তা নেলপলিশের সঙ্গে মিশিয়ে নখে লাগান। সুন্দর রঙ আসবে।

একইভাবে মেয়াদ উর্ত্তীর্ণ হওয়া আইশ্যাডো ব্যবহার করবেন কীভাবে? পছন্দের রঙের আইশ্যাডো গুঁড়ো করে নিন। এবার তা নেলপলিশের সঙ্গে মিশিয়ে নখে লাগান। সুন্দর রঙ আসবে।

6 / 9
টোনারে অ্যালকোহল থাকে। যা মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার পর সহজেই আয়না, কাঁচের সামগ্রী, মোবাইলের স্ক্রিন ইত্যাদি মোছার কাজে লাগাতে পারেন।

টোনারে অ্যালকোহল থাকে। যা মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার পর সহজেই আয়না, কাঁচের সামগ্রী, মোবাইলের স্ক্রিন ইত্যাদি মোছার কাজে লাগাতে পারেন।

7 / 9
লিপস্টিক মেয়েদের কাছে ভালবাসা। কিন্তু পছন্দের লিপস্টিকের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে কী করবেন ফেলে দেবেন? একেবারেই নয়। লিপস্টিককে গুঁড়ো করে ফুটিয়ে নিন।

লিপস্টিক মেয়েদের কাছে ভালবাসা। কিন্তু পছন্দের লিপস্টিকের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে কী করবেন ফেলে দেবেন? একেবারেই নয়। লিপস্টিককে গুঁড়ো করে ফুটিয়ে নিন।

8 / 9
তাতে ব্যাকটেরিয়া দূর হবে। এবার তা পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে লিপ বাম। এবার ব্যবহার করুন রঙীন লিপ বাম।

তাতে ব্যাকটেরিয়া দূর হবে। এবার তা পেট্রোলিয়াম জেলির সঙ্গে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে লিপ বাম। এবার ব্যবহার করুন রঙীন লিপ বাম।

9 / 9
Follow Us: