Milks For Skin: গরমে ত্বকের দফারফা? হাল ফেরাতে ভরসা রাখুন দুধের উপর, জানুন ব্যবহার

Milk For Tan Remove: বাজার চলতি ময়েশ্চারাইজার ব্যবহার করেন কমবেশি সকলেই। তবে জানেন কি দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার? দুধের সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে মাখলেই কেল্লাফতে।

| Edited By: | Updated on: Jun 02, 2023 | 3:58 PM
 দূষণ ও তাপমাত্রার কারণে ত্বকের দফারফা। এই সময় অনেকেই বুঝে উঠতে পারছেন না কীভাবে যত্ন নেবেন ত্বকের।

দূষণ ও তাপমাত্রার কারণে ত্বকের দফারফা। এই সময় অনেকেই বুঝে উঠতে পারছেন না কীভাবে যত্ন নেবেন ত্বকের।

1 / 8
গরমে বেড়েছে ট্যানের সমস্যাও। এই অবস্থায় দাঁড়িয়ে ত্বকের যত্ন নিতে ফেসিয়াল বা নান ক্রিমের উপর ভরসা রাখছেন অনেকেই। তবে জানেন কি এই সমস্যার প্রতিকার লুকিয়ে হাতের কাছেই।

গরমে বেড়েছে ট্যানের সমস্যাও। এই অবস্থায় দাঁড়িয়ে ত্বকের যত্ন নিতে ফেসিয়াল বা নান ক্রিমের উপর ভরসা রাখছেন অনেকেই। তবে জানেন কি এই সমস্যার প্রতিকার লুকিয়ে হাতের কাছেই।

2 / 8
দুধ কে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। সুস্থ থাকতে তাই নিয়মিত দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে জানেন কি দুধ রূপচর্চাতেও ব্যবহার করা যায়? ত্বকের জন্য দুধ ভীষণভাবে উপকারি। জানুন ব্যবহার...

দুধ কে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। সুস্থ থাকতে তাই নিয়মিত দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে জানেন কি দুধ রূপচর্চাতেও ব্যবহার করা যায়? ত্বকের জন্য দুধ ভীষণভাবে উপকারি। জানুন ব্যবহার...

3 / 8
দুধ একটি ভীষণ ভাল এক্সফ্লয়েটর। দুধের সঙ্গে বেসন মিশিয়ে মাখলে দারুণ উপকার পাওয়া যায়। এই মিশ্রণ ত্বকের মৃত কোষ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা দুধের সঙ্গে দু'চামচ বেসন মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ফলাফাল নিজের চোখেই দেখতে পাবেন।

দুধ একটি ভীষণ ভাল এক্সফ্লয়েটর। দুধের সঙ্গে বেসন মিশিয়ে মাখলে দারুণ উপকার পাওয়া যায়। এই মিশ্রণ ত্বকের মৃত কোষ দূর করে ও উজ্জ্বলতা বাড়ায়। কাঁচা দুধের সঙ্গে দু'চামচ বেসন মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ফলাফাল নিজের চোখেই দেখতে পাবেন।

4 / 8
ই তীব্র গরমে মুখ, হাত, পিঠ কোথাও ট্যান পড়তে বাকি নেই। জানেন কি দুঝ ট্যান তুলতে সাহায্য করে? দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। যা রোদে পোড়া দাগ নিমেষে দূর করে। রোদ থেকে ফিরে কাঁচা দুধ ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।

ই তীব্র গরমে মুখ, হাত, পিঠ কোথাও ট্যান পড়তে বাকি নেই। জানেন কি দুঝ ট্যান তুলতে সাহায্য করে? দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। যা রোদে পোড়া দাগ নিমেষে দূর করে। রোদ থেকে ফিরে কাঁচা দুধ ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।

5 / 8
ত্বককে আর্দ্র রাখতে দুধের জুড়ি নেই। আপনার যদি ত্বকে শুষ্কতার সমস্যা থাকে তবে দুধের সঙ্গে লেবু ও গ্লিয়ারিন মিশিয়ে মাখুন। এতে ত্বকের জেল্লা বাড়ার পাশাপাশি দূর হবে আর্দ্রতার সমস্যা।

ত্বককে আর্দ্র রাখতে দুধের জুড়ি নেই। আপনার যদি ত্বকে শুষ্কতার সমস্যা থাকে তবে দুধের সঙ্গে লেবু ও গ্লিয়ারিন মিশিয়ে মাখুন। এতে ত্বকের জেল্লা বাড়ার পাশাপাশি দূর হবে আর্দ্রতার সমস্যা।

6 / 8
বাজার চলতি ময়েশ্চারাইজার ব্যবহার করেন কমবেশি সকলেই। তবে জানেন কি দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার? দুধের সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে মাখলেই কেল্লাফতে।

বাজার চলতি ময়েশ্চারাইজার ব্যবহার করেন কমবেশি সকলেই। তবে জানেন কি দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার? দুধের সঙ্গে চন্দন গুঁড়ো মিশিয়ে মাখলেই কেল্লাফতে।

7 / 8
এছাড়াও মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে মাখলেও ত্বকে প্রাণ ফেরে। শুধু তাইৃই নয়, চত্বক টানটান ও সুন্দর হয়। দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ শেষ।

এছাড়াও মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে মাখলেও ত্বকে প্রাণ ফেরে। শুধু তাইৃই নয়, চত্বক টানটান ও সুন্দর হয়। দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ শেষ।

8 / 8
Follow Us: