AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dehradun Mussoorie Cable Car: ৩৩ কিমি রাস্তা এবার রোপওয়েতেই পার! ২০ মিনিটের দুরন্ত অভিজ্ঞতার সাক্ষী হবেন কীভাবে?

Dehradun Mussoorie Cable Car: মুসৌরি স্কাই কার প্রাইভেট লিমিটেড-এর সূত্রে খবর তারাও নাকি একটি মনোরম রোপওয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যা চালু হওয়ার পরে ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রোপওয়ে হতে চলেছে। ৩০০ কোটি টাকার এই প্রকল্পটি অস্ট্রিয়ার ইনসব্রুকে ইন্টারালপিন ২০২৩-এ উন্মোচিত হয়েছিল।

| Updated on: May 15, 2025 | 7:59 PM
বরফে ঢাকা সাদা পাহাড়। তারত উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন। প্রকৃতির মায়া উপভোগ উপভোগ করতে করতে। এই গরমে এমন দৃশ্যের কথা ভাবলেও জুড়িয়ে যায় প্রাণ মন। সেই 'রাইড' যদি হয় রোপওয়েতে করে তাহলে তো কথাই নেই। বিশাল বিস্তৃত আকাশ ভেদ করে যেন আপনি উড়ে চলেছেন রোপওয়ে তে করে।

বরফে ঢাকা সাদা পাহাড়। তারত উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন। প্রকৃতির মায়া উপভোগ উপভোগ করতে করতে। এই গরমে এমন দৃশ্যের কথা ভাবলেও জুড়িয়ে যায় প্রাণ মন। সেই 'রাইড' যদি হয় রোপওয়েতে করে তাহলে তো কথাই নেই। বিশাল বিস্তৃত আকাশ ভেদ করে যেন আপনি উড়ে চলেছেন রোপওয়ে তে করে।

1 / 8
জম্মুর গুলমার্গে গন্ডোলা রোপওয়ে, উত্তরাখন্ডের আউলি রোপওয়ে বা সিকিমের গ্যাংটকে অবস্থিত গ্যাংটক রোপওয়ে। সারা বছর শুধু এই আনন্দ অভিজ্ঞতা উপভোগ করতেই ভিড় করেন হাজার হাজার পর্যটক। বিশেষ করে জশিমঠ থেকে আউলি অবধি ৪ কিলোমিটার দীর্ঘ সেই রোপওয়ে তো এশিয়ার অন্যতম দীর্ঘ রোপওয়ে।

জম্মুর গুলমার্গে গন্ডোলা রোপওয়ে, উত্তরাখন্ডের আউলি রোপওয়ে বা সিকিমের গ্যাংটকে অবস্থিত গ্যাংটক রোপওয়ে। সারা বছর শুধু এই আনন্দ অভিজ্ঞতা উপভোগ করতেই ভিড় করেন হাজার হাজার পর্যটক। বিশেষ করে জশিমঠ থেকে আউলি অবধি ৪ কিলোমিটার দীর্ঘ সেই রোপওয়ে তো এশিয়ার অন্যতম দীর্ঘ রোপওয়ে।

2 / 8
এবার সেই তালিকায়তেই যুক্ত হতে চলেছে আরও এক নাম। মুসৌরি স্কাই কার প্রাইভেট লিমিটেড-এর সূত্রে খবর তারাও নাকি একটি মনোরম রোপওয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যা চালু হওয়ার পরে ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রোপওয়ে হতে চলেছে। ৩০০ কোটি টাকার এই প্রকল্পটি অস্ট্রিয়ার ইনসব্রুকে ইন্টারালপিন ২০২৩-এ উন্মোচিত হয়েছিল।

এবার সেই তালিকায়তেই যুক্ত হতে চলেছে আরও এক নাম। মুসৌরি স্কাই কার প্রাইভেট লিমিটেড-এর সূত্রে খবর তারাও নাকি একটি মনোরম রোপওয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। যা চালু হওয়ার পরে ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রোপওয়ে হতে চলেছে। ৩০০ কোটি টাকার এই প্রকল্পটি অস্ট্রিয়ার ইনসব্রুকে ইন্টারালপিন ২০২৩-এ উন্মোচিত হয়েছিল।

3 / 8
জানা যাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে চালু হতে পারে এই রোপওয়ে। এই রোপওয়ের দৈর্ঘ্য হবে ৫.২ কিলোমিটার। উচ্চতা হবে প্রায় ১,০০০ মিটার। দেরাদুন থেকে মুসৌরিকে যুক্ত করবে এই রোপওয়ে। প্রসঙ্গত, বলে রাখা ভাল এই রোপওয়ে চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। কমবে দেরাদুন থেকে মুসৌরি যাত্রার সময়ও।

জানা যাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে চালু হতে পারে এই রোপওয়ে। এই রোপওয়ের দৈর্ঘ্য হবে ৫.২ কিলোমিটার। উচ্চতা হবে প্রায় ১,০০০ মিটার। দেরাদুন থেকে মুসৌরিকে যুক্ত করবে এই রোপওয়ে। প্রসঙ্গত, বলে রাখা ভাল এই রোপওয়ে চালু হলে সাধারণ মানুষ উপকৃত হবেন। কমবে দেরাদুন থেকে মুসৌরি যাত্রার সময়ও।

4 / 8
এমনিতে দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার।  পাহাড়ি রাস্তায় যা অতিক্রম করতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। তবে নতুন এই রোপওয়ে চালু হলে দূরত্ব কমে হয়ে যাবে ৫.২ কিলোমিটার। ফলে যাত্রার সময় কমে আসবে মাত্র ২০ মিনিটে।

এমনিতে দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। পাহাড়ি রাস্তায় যা অতিক্রম করতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। তবে নতুন এই রোপওয়ে চালু হলে দূরত্ব কমে হয়ে যাবে ৫.২ কিলোমিটার। ফলে যাত্রার সময় কমে আসবে মাত্র ২০ মিনিটে।

5 / 8
এই রোপওয়ে নির্মাণের দায়িত্বে যৌথভাবে রয়েছে ফ্রান্সের FIL ইন্ডাস্ট্রিজ, SRM ইঞ্জিনিয়ারিং এবং POMA SAS। সারা বছর চলবে এই রোপওয়ে। সম্পূর্ণ বিদ্যুতে চলবে এই রোপওয়ে। জানা গিয়েছে এই রোপওয়ের কিছু উপাদান ভারতে তৈরি করা হবে। ফলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে।

এই রোপওয়ে নির্মাণের দায়িত্বে যৌথভাবে রয়েছে ফ্রান্সের FIL ইন্ডাস্ট্রিজ, SRM ইঞ্জিনিয়ারিং এবং POMA SAS। সারা বছর চলবে এই রোপওয়ে। সম্পূর্ণ বিদ্যুতে চলবে এই রোপওয়ে। জানা গিয়েছে এই রোপওয়ের কিছু উপাদান ভারতে তৈরি করা হবে। ফলে দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে।

6 / 8
ইউরোপীয় নিরাপত্তা মান (CEN) মেনে তৈরি করা হচ্ছে রোপওয়ে। সাধারণের জন্য খোলার আগে হবে বারবার নিরাপত্তা পরীক্ষা। জানা যাচ্ছে এই রোপওয়ে প্রতি ঘন্টায় প্রতিটি দিকে প্রায় ১,৩০০ জন যাত্রী পরিবহন করবে।

ইউরোপীয় নিরাপত্তা মান (CEN) মেনে তৈরি করা হচ্ছে রোপওয়ে। সাধারণের জন্য খোলার আগে হবে বারবার নিরাপত্তা পরীক্ষা। জানা যাচ্ছে এই রোপওয়ে প্রতি ঘন্টায় প্রতিটি দিকে প্রায় ১,৩০০ জন যাত্রী পরিবহন করবে।

7 / 8
বিলাসিতা এবং আরাম প্রদানের ক্ষেত্রেও এগিয়ে থাকবে এই নতুন রোপওয়ে। থাকবে স্বয়ংক্রিয় দরজা। প্রত্যেকটি কেবলে থাকবে ১০-আসনের সজ্জিত ডায়মন্ড কেবিন। থাকবে পর্যাপ্ত বায়ুচলাচল সুবিধা। তবে চিন্তা নেই বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ থাকলে থাকবে তার হাত থেকে সুরক্ষার ব্যবস্থাও। জানা গিয়েছে পরিবেশ বান্ধব ভাবেই তৈরি করা হয়েছে এই রোপওয়ে। কমাবে কার্বন নিঃসরণও। সব ছবি - প্রতীকী

বিলাসিতা এবং আরাম প্রদানের ক্ষেত্রেও এগিয়ে থাকবে এই নতুন রোপওয়ে। থাকবে স্বয়ংক্রিয় দরজা। প্রত্যেকটি কেবলে থাকবে ১০-আসনের সজ্জিত ডায়মন্ড কেবিন। থাকবে পর্যাপ্ত বায়ুচলাচল সুবিধা। তবে চিন্তা নেই বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ থাকলে থাকবে তার হাত থেকে সুরক্ষার ব্যবস্থাও। জানা গিয়েছে পরিবেশ বান্ধব ভাবেই তৈরি করা হয়েছে এই রোপওয়ে। কমাবে কার্বন নিঃসরণও। সব ছবি - প্রতীকী

8 / 8
Follow Us: