দিনের পর দিন মুখে সুগন্ধি সাবান ঘষছেন, হিতে বিপরীত হচ্ছে না তো?
Soap Side Effects On Face: শীতের দিনে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তার কারণ আর্দ্রতার অভাব। কিন্তু শুষ্ক ত্বকের সমস্যা সাবান ব্যবহারের কারণেও হতে পারে। সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। শীতে এই সমস্যা আরও বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। তাই ভুলেও এই কাজ আর করবেন না।
1 / 8
বাজারে একাধিক নামী-দামি ফেসওয়াশ থাকা সত্ত্বেও দিনের পর দিন মুখে সাবান ব্যবহার করছেন? কিংবা বাড়ি ফিরে হাত-মুখ ধোওয়ার সময় একেবারে মুখেও সাবান দিয়ে দিচ্ছেন?
2 / 8
জানেন কি, কত বড় বিপদ ডেকে আনছেন? শীতের দিনে এমনিতেই ত্বক শুষ্ক হয়ে যায়। তার কারণ আর্দ্রতার অভাব। কিন্তু শুষ্ক ত্বকের সমস্যা সাবান ব্যবহারের কারণেও হতে পারে।
3 / 8
যদি আপনি মুখ সাবান দিয়ে পরিষ্কার করেন, তাহলে ত্বক খসখসে হয়ে যাওয়ার সম্ভবনা আরও বেড়ে যায়। আর এই সমস্যা শুধু শীতে নয়, বরং সারা বছরই ত্বক শুষ্ক দেখায়।
4 / 8
সাবান ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। শীতে এই সমস্যা আরও বেশি মাথা চাড়া দিয়ে ওঠে। তাই ভুলেও এই কাজ আর করবেন না। আজ থেকেই এই অভ্যাস ছেড়ে দিন।
5 / 8
আপনি ত্বকের যত্ন নিলে তবেই সেটি ভাল থাকবে। নিয়মিত মুখে সাবান মাখলে ত্বকের জেল্লা হারিয়ে যায়। পাশাপাশি ত্বকে প্রকাশ পায় বার্ধক্যের লক্ষণ।
6 / 8
বলিরেখা, সূক্ষ্মরেখা চোখে পড়ে। এছাড়াও ব্রণ, এগজিমা, দাগছোপ, ফুসকুড়ি সমস্যা সহজে পিছু ছাড়ে না। সাবান ত্বকের উপরের স্তরকে হাইপার-হাইড্রেট করে তোলে।
7 / 8
এতে ত্বকের বিল্ডিং ব্লক অর্থাৎ কেরাটিনোসাইটের ক্ষতি হয়। মুখে সাবান মাখলে ত্বকের কোষ এবং কোলাজেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ত্বকে প্রদাহ দেখা যায়।
8 / 8
সাবান ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দেয়। দীর্ঘ দিন ধরে মুখে সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই ত্বককে ভাল রাখতে গেলে ফেসওয়াশ কিংবা মাইল্ড ক্লিনজার ব্যবহার করুন।