থ্রেডিং ছাড়াই দূর হবে ঠোঁটের উপরের অবাঞ্ছিত রোম, কীভাবে জানেন?
Upper Lip Wax: অনেকেরই লিপ থ্রেডিংয়ে বেশি ব্যথা লাগে। পাশাপাশি ত্বকে জ্বালাভাব, ফোলাভাব ইত্যাদির সমস্যা দেখা দেয়। কিন্তু এমনটা কেন হয়? কারণ ঠোঁটের উপরের অংশ নরম ও স্পর্শকাতর। তাই নির্বিঘ্নে রোম তোলার জন্য অনেকেই লিপ থ্রেডিংয়ের বিকল্প খোঁজেন। আর সেই খোঁজই আপনাকে দেওয়া হল।
1 / 8
আপার লিপ থ্রেডিংয়ে বেশি ব্যথা লাগে। পাশাপাশি ত্বকে জ্বালাভাব, ফোলাভাব ইত্যাদির সমস্যা দেখা দেয়। কিন্তু এমনটা কেন হয়? কারণ ঠোঁটের উপরের অংশ নরম ও স্পর্শকাতর।
2 / 8
তাই নির্বিঘ্নে রোম তোলার জন্য অনেকেই লিপ থ্রেডিংয়ের বিকল্প খোঁজেন। আর সেই খোঁজই আপনাকে দেওয়া হল। তার জন্য কী করতে হবে দেখে নিন।
3 / 8
একটি পাত্রে আধ কাপ জল নিয়ে গরম বসান। এতে তিন কাপ চিনি মিশিয়ে দিন। চিনি গলে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার ওই চিনির জলে মেশান তিন চামচ যে কোনও এসেনশিয়াল অয়েল।
4 / 8
সেই জলেই পাঁচ চামচ মধু ও আধ কাপ পাতিলেবুর রস মেশান। এবার আবার এই মিশ্রণটি গরম বসান। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার একটি কাঠির সাহায্যে এই ওয়্যাক্সিং মিশ্রণটি ঠোঁটের উপর লাগান।
5 / 8
তার উপর চেপে ওয়্যাক্সিং স্ট্রিপ লাগান। এবার এক ঝটকায় রোমের বৃদ্ধির বিপরীত দিকে টানুন। দেখবেন ঠোঁটের উপরের সমস্ত রোম দূর হয়ে গিয়েছে।
6 / 8
ঠোঁটের উপরের অংশের ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়। তাই অনেক সময় বাজারচলতি ওয়্যাক্সিং ব্যবহার করলে ত্বকে জ্বালাভাব, লালচে ভাব দেখা দিতে পারে।
7 / 8
ফলে বাড়ির তৈরি এই ওয়্যাক্সিং পদ্ধতি ব্যবহার করে দেখতেই পারেন। এতে ভাল উপকার পাবেন। তবে খেয়াল রাখবে, সব কিছুর পরিমাপ যেন একদম ঠিক থাকে।
8 / 8
বাইরের ওয়্যাক্সিং ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকিও বেশি থাকে। যদিও ঠোঁটের এই অংশের ত্বক তৈলাক্ত বা সংবেদনশীল হয় তাই ব্রণ বা ফুসকুড়ি হওয়াটা স্বাভাবিক।