AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dr. Pratap C. Reddy: গড়েছেন ৭১ হাসপাতাল, ৫০০০ ওষুধের দোকান, ২৬,৫৬০ কোটি টাকার মালিক হয়েও প্রতিদিন অফিস যান ৯২-র এই তরুণ

Dr. Pratap C. Reddy: বয়সটা একটা সংখ্যামাত্র! এই কথাকেই যেন সত্যি প্রমাণিত করেছেন ৯২ বছর বয়সী চিকিৎসক ব্যবসায়ী। যেখানে এই বয়সে বিছানাতেই কাটে বেশির ভাগ প্রৌঢ়ের, সেখানে এখনও নিয়মিত ৭ ঘন্টা অফিস করেন ডঃ প্রতাপ সি রেড্ডি।

| Updated on: May 22, 2025 | 4:37 PM
বয়সটা একটা সংখ্যামাত্র! এই কথাকেই যেন সত্যি প্রমাণিত করেছেন ৯২ বছর বয়সী চিকিৎসক ব্যবসায়ী। যেখানে এই বয়সে  বিছানাতেই কাটে বেশির ভাগ প্রৌঢ়ের, সেখানে এখনও নিয়মিত ৭ ঘন্টা অফিস করেন ডঃ প্রতাপ সি রেড্ডি। তিনিই ভারতের অন্যতম বেসরকারি হাসপাতাল চেন অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠাতাও।

বয়সটা একটা সংখ্যামাত্র! এই কথাকেই যেন সত্যি প্রমাণিত করেছেন ৯২ বছর বয়সী চিকিৎসক ব্যবসায়ী। যেখানে এই বয়সে বিছানাতেই কাটে বেশির ভাগ প্রৌঢ়ের, সেখানে এখনও নিয়মিত ৭ ঘন্টা অফিস করেন ডঃ প্রতাপ সি রেড্ডি। তিনিই ভারতের অন্যতম বেসরকারি হাসপাতাল চেন অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠাতাও।

1 / 8
ভারতের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাপোলো হাসপাতাল। বিশেষ করে উন্নত মানের আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে জুড়ি মেলা ভার। সেই হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির বয়স এখন ৯২ বছর তবু। আজও নিয়ম করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি অফিসে যান তিনি।

ভারতের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যাপোলো হাসপাতাল। বিশেষ করে উন্নত মানের আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে জুড়ি মেলা ভার। সেই হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডির বয়স এখন ৯২ বছর তবু। আজও নিয়ম করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি অফিসে যান তিনি।

2 / 8
আজও, ডঃ রেড্ডির কর্মশক্তি এবং কাজের প্রতি নিষ্ঠা কোনও তরুণ চিকিৎসকের চেয়ে কম নয়। রেড্ডির কাছে স্বাস্থ্যসেবা কেবল ব্যবসা নয়, তাঁর আবেগ। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিও তাঁর নেশা।

আজও, ডঃ রেড্ডির কর্মশক্তি এবং কাজের প্রতি নিষ্ঠা কোনও তরুণ চিকিৎসকের চেয়ে কম নয়। রেড্ডির কাছে স্বাস্থ্যসেবা কেবল ব্যবসা নয়, তাঁর আবেগ। তাই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিও তাঁর নেশা।

3 / 8
১৯৮৩ সালে দেশের প্রথম কর্পোরেট হাসপাতাল, অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠা করেন প্রতাপবাবু। সেই সময়ে দেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা সুদূর প্রসারী ছিল না। কঠিন চিকিৎসার জন্য ছুটতে হত বিদেশে।

১৯৮৩ সালে দেশের প্রথম কর্পোরেট হাসপাতাল, অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠা করেন প্রতাপবাবু। সেই সময়ে দেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এতটা সুদূর প্রসারী ছিল না। কঠিন চিকিৎসার জন্য ছুটতে হত বিদেশে।

4 / 8
তাই বিশ্বমানের চিকিৎসা সুবিধা প্রদানের প্রতিজ্ঞা করেন প্রতাপ। তাঁর দৃষ্টিভঙ্গি দেশের স্বাস্থ্যসেবার পরিসরেও যেন এনেছে আমূল বদল। চেন্নাইয়ে জন্ম হয় রেড্ডির। স্ট্যানলি মেডিকেল কলেজ থেকে পাশ করেন এমবিবিএস। হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

তাই বিশ্বমানের চিকিৎসা সুবিধা প্রদানের প্রতিজ্ঞা করেন প্রতাপ। তাঁর দৃষ্টিভঙ্গি দেশের স্বাস্থ্যসেবার পরিসরেও যেন এনেছে আমূল বদল। চেন্নাইয়ে জন্ম হয় রেড্ডির। স্ট্যানলি মেডিকেল কলেজ থেকে পাশ করেন এমবিবিএস। হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

5 / 8
১৯৭০-এর দশকে বাবার একটি চিঠি পেয়ে ভারতে ফিরে আসেন রেড্ডি। ১৯৭৯ সালে, অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে এক রোগীর মৃত্যু তাঁকে ভীষণ ভাবে নাড়া দেয়। তার পরেই অ্যাপোলো হাসপাতাল শুরু করার সিদ্ধান্ত নেন তরুণ প্রতাপ।

১৯৭০-এর দশকে বাবার একটি চিঠি পেয়ে ভারতে ফিরে আসেন রেড্ডি। ১৯৭৯ সালে, অপর্যাপ্ত সুযোগ-সুবিধার কারণে এক রোগীর মৃত্যু তাঁকে ভীষণ ভাবে নাড়া দেয়। তার পরেই অ্যাপোলো হাসপাতাল শুরু করার সিদ্ধান্ত নেন তরুণ প্রতাপ।

6 / 8
আজ, দেশজুড়ে ৭১টি হাসপাতাল, ৫০০০ টিরও বেশি ফার্মেসি আউটলেট, ২৯১টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ডায়াগনস্টিক নেটওয়ার্ক এবং একটি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম রয়েছে অ্যাপোলো গ্রুপের। অ্যাপোলো হসপিটালসের বর্তমান মার্কেট ক্যাপ ৭০,০০০ কোটি টাকারও বেশি।

আজ, দেশজুড়ে ৭১টি হাসপাতাল, ৫০০০ টিরও বেশি ফার্মেসি আউটলেট, ২৯১টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ডায়াগনস্টিক নেটওয়ার্ক এবং একটি ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম রয়েছে অ্যাপোলো গ্রুপের। অ্যাপোলো হসপিটালসের বর্তমান মার্কেট ক্যাপ ৭০,০০০ কোটি টাকারও বেশি।

7 / 8
বর্তময়ানে রেড্ডি পরিবারের মোট ২৯.৩% অংশীদারিত্ব রয়েছে। ফোর্বসের মতে, রেড্ডির মোট সম্পদের পরিমাণ ২৬,৫৬০ কোটি টাকা। এত সম্পদ থাকা সত্ত্বেও, তিনি খুব সাধারণ জীবনযাপন করেন। সেটাকেই জীবনের ধন বলেও মনে করেন রেড্ডি।

বর্তময়ানে রেড্ডি পরিবারের মোট ২৯.৩% অংশীদারিত্ব রয়েছে। ফোর্বসের মতে, রেড্ডির মোট সম্পদের পরিমাণ ২৬,৫৬০ কোটি টাকা। এত সম্পদ থাকা সত্ত্বেও, তিনি খুব সাধারণ জীবনযাপন করেন। সেটাকেই জীবনের ধন বলেও মনে করেন রেড্ডি।

8 / 8
Follow Us: