চুল পড়ার সমস্যা নতুন নয়। তবে যেটা নতুন সেটা হল যতদিন যাচ্ছে এই সমস্যা প্রবল আকার ধারণ করছে।
মাথায় যেটুকু চুল অবশিষ্ট রয়েছে তা রক্ষা করবেন কী করে, তা ভেবে অনেকেরই কপালে ভাঁজ। জানেন কি চুলের জন্য পেঁয়াজ ভীষণ উপকারি?
পেঁয়াজে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি ও বি-৬। এছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে।
যা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও চুলের অকালপক্কতা কমায়। খুশকির সমস্যা কমায় ও চুলের ঘনত্ব বাড়ায়।
অ্যালোভেরার সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে মাখলে দারুণ উপকার পাবেন। এতে চুলের রুক্ষতা কমবে ও চুল পড়ার সমস্যা অনেকটাই কমে।
লেবু খুশকির সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী। এর সঙ্গে পেঁয়াজের রস মেশালে আরও ভাল ফল পাবেন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এছাড়া পেঁয়াজের রস ও টক-দই মিশিয়ে মাখলেও উপকার পাবেন। একটা বাটিতে ৪ চামচ টক-দই নিন। তাতে ২ চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিয়ে চুলে লাগান। সপ্তাহে ১-২ দিন ব্য়বহার করলেই হবে।
পেঁয়াজের রস, ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস চুলের হাজার সমস্যার সমাধান করতে সক্ষম। এক্ষেত্রে ৩ চাচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ ল্যাভেন্ডার অয়েল ও লেবুর রস মিশিয়ে মাখুন। ফলাফল নিজের চোখেই ধরা পড়বে।