AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cleansing Soap: বিয়েবাড়ি যাওয়ার আগে মুখ হবে ফর্সা, যদি এই সাবান দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন

Ayurvedic Deep Cleansing Soap: মেকআপ করা থাকলে তা তুলে নিতেও কিন্তু ভুলবেন না। সময়মতো মুখ পরিষ্কারও করে নিতে হবে। শীতে সামান্য উপকরণে বাড়িতেই বানিয়ে নিন এই প্রাকৃতিক সাবান। এই সাবানের গুণে মুখ থাকবে পরিষ্কার। সেই সঙ্গে মুখ ফর্সা উজ্জ্বলও হবে

| Edited By: | Updated on: Jan 23, 2024 | 8:15 AM
Share
শীতকাল মানেই নিমন্ত্রণ লেগে থাকে। পার্টি, বিয়েবাড়ি, পিকনিক- এই বছর অনেকেরই ব্যাক টু ব্যাক বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। বাড়ির কাজ, অফিস সেরে তবেই না অনুষ্ঠান বাড়িতে যাওয়া। আর তাই যাওয়ার আগে হাতে অনেক সময় থাকে এমন নয়

শীতকাল মানেই নিমন্ত্রণ লেগে থাকে। পার্টি, বিয়েবাড়ি, পিকনিক- এই বছর অনেকেরই ব্যাক টু ব্যাক বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। বাড়ির কাজ, অফিস সেরে তবেই না অনুষ্ঠান বাড়িতে যাওয়া। আর তাই যাওয়ার আগে হাতে অনেক সময় থাকে এমন নয়

1 / 8
সব সময় পার্লার থেকে মেকআপ করে আসা সম্ভব নয়। এতে পয়সাও অনেক বেশি খরচ হয় আর সেই সুযোগও থাকে না। তাই নিজে বাড়িতেই মুখ পরিষ্কার করে নিন।  এতে মুখের জেল্লা যেমন ফেটে পড়বে তেমনই মুখ নরম থাকবে

সব সময় পার্লার থেকে মেকআপ করে আসা সম্ভব নয়। এতে পয়সাও অনেক বেশি খরচ হয় আর সেই সুযোগও থাকে না। তাই নিজে বাড়িতেই মুখ পরিষ্কার করে নিন। এতে মুখের জেল্লা যেমন ফেটে পড়বে তেমনই মুখ নরম থাকবে

2 / 8
মেকআপ করা থাকলে তা তুলে নিতেও কিন্তু ভুলবেন না। সময়মতো মুখ পরিষ্কারও করে নিতে হবে। শীতে সামান্য উপকরণে বাড়িতেই বানিয়ে নিন এই প্রাকৃতিক সাবান। এই সাবানের গুণে মুখ থাকবে পরিষ্কার। সেই সঙ্গে মুখ ফর্সা উজ্জ্বলও হবে

মেকআপ করা থাকলে তা তুলে নিতেও কিন্তু ভুলবেন না। সময়মতো মুখ পরিষ্কারও করে নিতে হবে। শীতে সামান্য উপকরণে বাড়িতেই বানিয়ে নিন এই প্রাকৃতিক সাবান। এই সাবানের গুণে মুখ থাকবে পরিষ্কার। সেই সঙ্গে মুখ ফর্সা উজ্জ্বলও হবে

3 / 8
বাজরে এখন ভালই কাঁচ হলুদ পাওয়া যাচ্ছে। তাই প্রথমেই বাজার থেকে কাঁচা হলুদ এনে গ্রেট করে নিতে হবে। হলুদের মধ্যে জল দিয়ে বেটে নিতে হবে। এবার হলুদের এই মিশ্রণ ছাঁকনিতে ছেঁকে নিতে হবে

বাজরে এখন ভালই কাঁচ হলুদ পাওয়া যাচ্ছে। তাই প্রথমেই বাজার থেকে কাঁচা হলুদ এনে গ্রেট করে নিতে হবে। হলুদের মধ্যে জল দিয়ে বেটে নিতে হবে। এবার হলুদের এই মিশ্রণ ছাঁকনিতে ছেঁকে নিতে হবে

4 / 8
এই রসের সঙ্গে চন্দন পাউডার মেশান ১ বড় চামচ। দুটো ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন। একটা গ্লিসারিন সাবান ছোট ছোট টুকরো করে নিন। এই সাবানের টুকরো একটা বাটিতে নিয়ে গরম জলের উপর তা বসিয়ে গলিয়ে নিতে হবে

এই রসের সঙ্গে চন্দন পাউডার মেশান ১ বড় চামচ। দুটো ভিটামিন ই ক্যাপসুল ভেঙে দিন। একটা গ্লিসারিন সাবান ছোট ছোট টুকরো করে নিন। এই সাবানের টুকরো একটা বাটিতে নিয়ে গরম জলের উপর তা বসিয়ে গলিয়ে নিতে হবে

5 / 8
সাবান পুরোপুরি গলে গেলে হলুদের মিশ্রণ দিতে হবে। ৫ মিনিট ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। ভাল করে তা মিশলে সিলিকনের বাটিতে ঢেলে দিতে হবে। উপরের ফেনাটা চামচ দিয়ে তুলে দিতে হবে

সাবান পুরোপুরি গলে গেলে হলুদের মিশ্রণ দিতে হবে। ৫ মিনিট ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। ভাল করে তা মিশলে সিলিকনের বাটিতে ঢেলে দিতে হবে। উপরের ফেনাটা চামচ দিয়ে তুলে দিতে হবে

6 / 8
এভাবে ৪ ঘন্টা রেখে দিতে হবে। সাবান খুব সুন্দর করে বসে যাবে। সিলিকনের মোল্ড থেকে সহজেই তা বেরিয়ে আসবে। ৭ দিন এই সাবান ব্যবহার করলে নিজেই ফারাক বুঝতে পারবেন।

এভাবে ৪ ঘন্টা রেখে দিতে হবে। সাবান খুব সুন্দর করে বসে যাবে। সিলিকনের মোল্ড থেকে সহজেই তা বেরিয়ে আসবে। ৭ দিন এই সাবান ব্যবহার করলে নিজেই ফারাক বুঝতে পারবেন।

7 / 8
যেহেতু হলুদ আর চন্দন থাকে তাই তা আমাদের তিবকের জন্য খুব ভাল। এই হলুদ, চন্দের গুণেই ফিরবে মুখের জেল্লা। কথা শুনবে ত্বকও। তাই নিয়ম করে এই সাবান দিয়ে মুখ ধুয়ে নিন পার্টিতে যাওয়ার আগে। প্রয়োজন পড়বে না কোনও রকম ফেসওয়াশের

যেহেতু হলুদ আর চন্দন থাকে তাই তা আমাদের তিবকের জন্য খুব ভাল। এই হলুদ, চন্দের গুণেই ফিরবে মুখের জেল্লা। কথা শুনবে ত্বকও। তাই নিয়ম করে এই সাবান দিয়ে মুখ ধুয়ে নিন পার্টিতে যাওয়ার আগে। প্রয়োজন পড়বে না কোনও রকম ফেসওয়াশের

8 / 8