Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soft and Smooth Hand: ৭টি টিপস মেনে চলুন, শিশুর মতো কোমল হয়ে উঠবে আপনার হাত

Soft Skin: নানা কাজের চাপ, দূষণ, প্রচণ্ড রোদে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে ঘরোয়া কয়েকটি উপায়ে আপনার হাতের তালু হয়ে উঠবে তুলতুলে নরম। ডিমের কুসুম ত্বক আর্দ্র করে তোলে। নিয়মিত ডিমের কুসুম হাতে মাখতে পারেন।

| Updated on: Mar 17, 2024 | 11:28 PM
শিশুর মতো কোমল গাল, কোমল হাত প্রত্যেক মহিলাই চায়। কিন্তু, নানা কাজের চাপ, দূষণ, প্রচণ্ড রোদে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে ঘরোয়া কয়েকটি উপায়ে আপনার হাতের তালু হয়ে উঠবে তুলতুলে নরম

শিশুর মতো কোমল গাল, কোমল হাত প্রত্যেক মহিলাই চায়। কিন্তু, নানা কাজের চাপ, দূষণ, প্রচণ্ড রোদে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে ঘরোয়া কয়েকটি উপায়ে আপনার হাতের তালু হয়ে উঠবে তুলতুলে নরম

1 / 8
ওট মিল- গরম জলের সঙ্গে ২ টেবিল চামচ ওট মিল মিশিয়ে প্যাক বানিয়ে হাতের তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রাখার পর গরম জলে হাত ধুয়ে নিন। প্রতিদিন এটা করলে মৃত কোষ অপসারিত হবে এবং ত্বক হয়ে উঠবে তুলতুলে

ওট মিল- গরম জলের সঙ্গে ২ টেবিল চামচ ওট মিল মিশিয়ে প্যাক বানিয়ে হাতের তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রাখার পর গরম জলে হাত ধুয়ে নিন। প্রতিদিন এটা করলে মৃত কোষ অপসারিত হবে এবং ত্বক হয়ে উঠবে তুলতুলে

2 / 8
লেবু-চিনির মিশ্রণ- লেবুর রস আর চিনি সমপরিমাণে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেটা ভাল করে হাতে মাখুন। কিছুক্ষণ রাখার পর হালকা গরম জলে হাত ধুয়ে নিন। নিয়মিত এটা করলে ত্বকের কোষ পুনরুজ্জীবিত হবে। ফলে হাতের তালু হবে কোমল

লেবু-চিনির মিশ্রণ- লেবুর রস আর চিনি সমপরিমাণে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেটা ভাল করে হাতে মাখুন। কিছুক্ষণ রাখার পর হালকা গরম জলে হাত ধুয়ে নিন। নিয়মিত এটা করলে ত্বকের কোষ পুনরুজ্জীবিত হবে। ফলে হাতের তালু হবে কোমল

3 / 8
অ্যালোভেরা জেল- ত্বক সতেজ করে তুলতে খুব উপকারী অ্যালোভেরা। প্রতিদিন অ্যালোভেরা জেল হাতে লাগান। ১০-১৫ মিনিট রাখার পর গরম জলে হাত ধুয়ে নিন। ত্বক আর্দ্র করে হাতের তালু হয়ে উঠবে কোমল

অ্যালোভেরা জেল- ত্বক সতেজ করে তুলতে খুব উপকারী অ্যালোভেরা। প্রতিদিন অ্যালোভেরা জেল হাতে লাগান। ১০-১৫ মিনিট রাখার পর গরম জলে হাত ধুয়ে নিন। ত্বক আর্দ্র করে হাতের তালু হয়ে উঠবে কোমল

4 / 8
অলিভ অয়েল-চিনির প্যাক- সমপরিমাণে অলিভ অয়েল ও চিনি মিশিয়ে একটি প্যাক বানান। সেটি ভাল করে হাতের তালুতে লাগিয়ে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর গরম জলে হাত ধুয়ে নিন। এটা ত্বকের কোষ পুনরুজ্জীবিত করে হাত করে তুলবে নরম তুলতুলে

অলিভ অয়েল-চিনির প্যাক- সমপরিমাণে অলিভ অয়েল ও চিনি মিশিয়ে একটি প্যাক বানান। সেটি ভাল করে হাতের তালুতে লাগিয়ে ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর গরম জলে হাত ধুয়ে নিন। এটা ত্বকের কোষ পুনরুজ্জীবিত করে হাত করে তুলবে নরম তুলতুলে

5 / 8
দুধ-মধুর মিশ্রণ- সমপরিমাণে দুধ ও মধু মিশিয়ে একটি প্যাক বানান। প্রতিদিন সেটা হাতের তালুতে লাগান। ১০-১৫ মিনিট রাখার পর গরম জলে ধুয়ে নিন। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ সরাতে এবং মধু ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে হাত নরম করে তুলবে এই মিশ্রণ

দুধ-মধুর মিশ্রণ- সমপরিমাণে দুধ ও মধু মিশিয়ে একটি প্যাক বানান। প্রতিদিন সেটা হাতের তালুতে লাগান। ১০-১৫ মিনিট রাখার পর গরম জলে ধুয়ে নিন। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ সরাতে এবং মধু ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে হাত নরম করে তুলবে এই মিশ্রণ

6 / 8
নারকেল তেল- প্রত্যেকের ঘরেই সাধারণত নারকেল তেল থাকে। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এটা হাতে লাগান। ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড ত্বক সতেজ করে ও পুষ্টি জোগায়। ফলে হাত নরম হয়ে ওঠে

নারকেল তেল- প্রত্যেকের ঘরেই সাধারণত নারকেল তেল থাকে। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এটা হাতে লাগান। ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড ত্বক সতেজ করে ও পুষ্টি জোগায়। ফলে হাত নরম হয়ে ওঠে

7 / 8
ডিমের কুসুম- ডিমের কুসুম ত্বক আর্দ্র করে তোলে। নিয়মিত ডিমের কুসুম হাতে মাখতে পারেন। এছাড়া রাতে ঘুমানোর আগে নিয়মিত পেট্রোলিয়াম জেলি লাগান। ত্বক ময়শ্চারাইজ হবে এবং নরম হয়ে উঠবে

ডিমের কুসুম- ডিমের কুসুম ত্বক আর্দ্র করে তোলে। নিয়মিত ডিমের কুসুম হাতে মাখতে পারেন। এছাড়া রাতে ঘুমানোর আগে নিয়মিত পেট্রোলিয়াম জেলি লাগান। ত্বক ময়শ্চারাইজ হবে এবং নরম হয়ে উঠবে

8 / 8
Follow Us: