Under Garments: অন্তর্বাস কেনার আগে অবশ্যই মাথায় রাখুন ৭ বিষয়, না হলেই হতে পারে বিপদ

অন্তর্বাস যদি ঠিকঠাক না হয়, তা হলে খুব সমস্যা। একে তো রাস্তায় বেরিয়ে অস্বস্তি, তার উপরে আবার শরীর খারাপ হওয়া আশঙ্কা। ত্বকের সমস্যা থেকে আরও নানা ধরনের অসুবিধা হতে পারে। তাই অন্তর্বাস কেনার আগে সচেতনহোন। মাথায় রাখুন ৭ টিপস।

| Updated on: Jul 21, 2024 | 3:17 PM
পুরুষ হোন বা মহিলা, অন্তর্বাস যদি ঠিকঠাক না হয়, তা হলে খুব সমস্যা। একে তো রাস্তায় বেরিয়ে অস্বস্তি, তার উপরে আবার শরীর খারাপ হওয়া আশঙ্কা। ত্বকের সমস্যা থেকে আরও নানা ধরনের অসুবিধা হতে পারে। তাই অন্তর্বাস কেনার আগে সচেতনহোন। মাথায় রাখুন ৭ টিপস।

পুরুষ হোন বা মহিলা, অন্তর্বাস যদি ঠিকঠাক না হয়, তা হলে খুব সমস্যা। একে তো রাস্তায় বেরিয়ে অস্বস্তি, তার উপরে আবার শরীর খারাপ হওয়া আশঙ্কা। ত্বকের সমস্যা থেকে আরও নানা ধরনের অসুবিধা হতে পারে। তাই অন্তর্বাস কেনার আগে সচেতনহোন। মাথায় রাখুন ৭ টিপস।

1 / 8
অন্তর্বাসের ক্ষেত্রে কাপড় মান খুব গুরুত্বপূর্ণ। সুতি বা এই ধরনের নরম কোনও কাপড়ের হওয়া বাধ‍্যতামূলক। তাতে শরীরের স্পর্শকাতর অংশে সমস‍্যা হবে না। কিছু কাপড় ঘাম শোষণ করতে পারে না। তেমন জিনিস না কেনাই শ্রেয়। না হলে ঘাম জমে সংক্রমণ হওয়ার ভয় থাকে।

অন্তর্বাসের ক্ষেত্রে কাপড় মান খুব গুরুত্বপূর্ণ। সুতি বা এই ধরনের নরম কোনও কাপড়ের হওয়া বাধ‍্যতামূলক। তাতে শরীরের স্পর্শকাতর অংশে সমস‍্যা হবে না। কিছু কাপড় ঘাম শোষণ করতে পারে না। তেমন জিনিস না কেনাই শ্রেয়। না হলে ঘাম জমে সংক্রমণ হওয়ার ভয় থাকে।

2 / 8
একটানা বহু ক্ষণ অন্তর্বাস পরে থাকতে হয়। তাই তা আরামদায়ক হওয়া জরুরি। না হলে সারা ক্ষণ একটা অস্বস্তি হবে। অন্তর্বাস আঁটসাঁট হলেই ভাল। তবে তা যেন শারীরিক অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায় সেদিকেও খেয়াল রাখতে হবে। নিজের কতটা আঁটসাঁট বা ঢিলা পছন্দ বুঝে অন্তর্বাস কিনুন।

একটানা বহু ক্ষণ অন্তর্বাস পরে থাকতে হয়। তাই তা আরামদায়ক হওয়া জরুরি। না হলে সারা ক্ষণ একটা অস্বস্তি হবে। অন্তর্বাস আঁটসাঁট হলেই ভাল। তবে তা যেন শারীরিক অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায় সেদিকেও খেয়াল রাখতে হবে। নিজের কতটা আঁটসাঁট বা ঢিলা পছন্দ বুঝে অন্তর্বাস কিনুন।

3 / 8
অন্তর্বাস কেনার ক্ষেত্রে দামাদামি না করে নামী,পরিচিত সংস্থার উপরেই ভরসা রাখা ভাল। অনেকেই ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন সংস্থার অন্তর্বাস ব্যবহার করেন। সেটাও ঠিক নয়।

অন্তর্বাস কেনার ক্ষেত্রে দামাদামি না করে নামী,পরিচিত সংস্থার উপরেই ভরসা রাখা ভাল। অনেকেই ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন সংস্থার অন্তর্বাস ব্যবহার করেন। সেটাও ঠিক নয়।

4 / 8
এক অন্তর্বাস ৬-৭ মাসের বেশি ব‍্যবহার না করাই ভাল। তবে ৬-৭ মাস যাতে একটি অন্তর্বাস অক্ষত থাকে তাই জন্য তার কাপড়ের দিকে নজর দিতে হবে। ভাল কাপড় না হলে মুশকিল।

এক অন্তর্বাস ৬-৭ মাসের বেশি ব‍্যবহার না করাই ভাল। তবে ৬-৭ মাস যাতে একটি অন্তর্বাস অক্ষত থাকে তাই জন্য তার কাপড়ের দিকে নজর দিতে হবে। ভাল কাপড় না হলে মুশকিল।

5 / 8
রোজের ব‍্যবহারের জন‍্য অন্তর্বাস কিনছেন, না কি মাঝেমধ্যে পরবেন বলে তা ঠিক করে  নিন। যদি নিয়মিত ব‍্যবহারের জন‍্য কেনেন, তা হলে অন্তর্বাসের নকশা এবং রঙের জায়গায় কতটা আরামদায়ক তা দেখে নিন। মাঝেমাঝে ব‍্যবহারের জন‍্য হলে নিজের পছন্দমতো কিনতে পারেন। তবে প্রাথমিক বিষয়গুলি যাচাই করে নিতে ভুলবেন না।

রোজের ব‍্যবহারের জন‍্য অন্তর্বাস কিনছেন, না কি মাঝেমধ্যে পরবেন বলে তা ঠিক করে নিন। যদি নিয়মিত ব‍্যবহারের জন‍্য কেনেন, তা হলে অন্তর্বাসের নকশা এবং রঙের জায়গায় কতটা আরামদায়ক তা দেখে নিন। মাঝেমাঝে ব‍্যবহারের জন‍্য হলে নিজের পছন্দমতো কিনতে পারেন। তবে প্রাথমিক বিষয়গুলি যাচাই করে নিতে ভুলবেন না।

6 / 8
অনেকেই সঠিক মাপের অন্তর্বাস বাছাই করতে পারেন না। কেনার পরে নিজের ভুল বুঝতে পারেন। তাই আগে থেকেই ভাল করে দেখে নিন কোন ব্র্যাণ্ডের অন্তর্বাস আপনি কিনবেন, এবং তার ঠিক কোন মাপটি আপনার জন্য সঠিক। আঁটসাঁট কিন্তু স্বস্তিদায়ক হওয়া উচিত আপনার অন্তর্বাস।

অনেকেই সঠিক মাপের অন্তর্বাস বাছাই করতে পারেন না। কেনার পরে নিজের ভুল বুঝতে পারেন। তাই আগে থেকেই ভাল করে দেখে নিন কোন ব্র্যাণ্ডের অন্তর্বাস আপনি কিনবেন, এবং তার ঠিক কোন মাপটি আপনার জন্য সঠিক। আঁটসাঁট কিন্তু স্বস্তিদায়ক হওয়া উচিত আপনার অন্তর্বাস।

7 / 8
পোশাকের সঙ্গে মিল রেখে অন্তর্বাস কেনা উচিত। তাই অন্তর্বাসের নকশা, আকার, রং বুঝে শুনে তারপরে কিনুন। রোজের ব্যবহারের হলেও শৌখিন অন্তর্বাস পরতেই পারেন।

পোশাকের সঙ্গে মিল রেখে অন্তর্বাস কেনা উচিত। তাই অন্তর্বাসের নকশা, আকার, রং বুঝে শুনে তারপরে কিনুন। রোজের ব্যবহারের হলেও শৌখিন অন্তর্বাস পরতেই পারেন।

8 / 8
Follow Us: