Roof Top Garden: ছাদে বাগান করার শখ? কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

Roof Top Garden: ছোট ছোট টবে প্রসেসড মাটি ফেলে সেখানেই নানান ফুল-ফলের গাছ, শাক-সবজি এ সব লাগিয়ে ছোট্ট এক টুকরো বাগান করে নিতে পারেন। শহর জুড়ে এখন বাড়ছে ছাদে বাগান করার প্রবণতা।

| Updated on: Sep 01, 2024 | 9:35 PM
বাড়ির মধ্যে সবুজের ছোঁয়া পছন্দ অনেকের। একটা ছোট্ট বাগান কে না চায়? কিন্ত জায়গার অভাবে সেই ইচ্ছা পূরণ হয় না আর। তবে কথায় বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। যাঁরা ফ্ল্যাট বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতে জায়গার অভাব তাঁরা বাগান করতে বেছে নিতে পারেন বাড়ির ছাদকে।

বাড়ির মধ্যে সবুজের ছোঁয়া পছন্দ অনেকের। একটা ছোট্ট বাগান কে না চায়? কিন্ত জায়গার অভাবে সেই ইচ্ছা পূরণ হয় না আর। তবে কথায় বলে ইচ্ছা থাকলেই উপায় হয়। যাঁরা ফ্ল্যাট বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতে জায়গার অভাব তাঁরা বাগান করতে বেছে নিতে পারেন বাড়ির ছাদকে।

1 / 8
ছোট ছোট টবে প্রসেসড মাটি ফেলে সেখানেই নানান ফুল-ফলের গাছ, শাক-সবজি এ সব লাগিয়ে ছোট্ট এক টুকরো বাগান করে নিতে পারেন। শহর জুড়ে এখন বাড়ছে ছাদে বাগান করার প্রবণতা।

ছোট ছোট টবে প্রসেসড মাটি ফেলে সেখানেই নানান ফুল-ফলের গাছ, শাক-সবজি এ সব লাগিয়ে ছোট্ট এক টুকরো বাগান করে নিতে পারেন। শহর জুড়ে এখন বাড়ছে ছাদে বাগান করার প্রবণতা।

2 / 8
তবে করব বললেই তো হল না। ছাদে ছোট্ট একটা বাগান বাড়ির সৌন্দর্য বাড়ালেও বাগান করা খুব একটা সহজ কাজ নয়। বেশ কিছু নিয়ম আছে যা না মানলে কিন্তু গাছ বাঁচানো খুব শক্ত। তবেব প্রথম যে জিনিসটি মাথায় রাখবেন তা হল ছাদে বাগান করার আগে  রুফ ট্রিটমেন্ট করিয়ে নেওয়া খুব জরুরি।

তবে করব বললেই তো হল না। ছাদে ছোট্ট একটা বাগান বাড়ির সৌন্দর্য বাড়ালেও বাগান করা খুব একটা সহজ কাজ নয়। বেশ কিছু নিয়ম আছে যা না মানলে কিন্তু গাছ বাঁচানো খুব শক্ত। তবেব প্রথম যে জিনিসটি মাথায় রাখবেন তা হল ছাদে বাগান করার আগে রুফ ট্রিটমেন্ট করিয়ে নেওয়া খুব জরুরি।

3 / 8
ছাদের মধ্যে বেশ কয়েক ধরনের বাগান করা যায়। ছোটখাটো ফুল কিংবা ফলের গাছ ছোট টবেই লাগানো যায়, কিন্তু একটু বড় ধরনের গাছের ক্ষেত্রে ছোট টবে সমস্যা হয়, কারণ গাছ খুব একটা বাড়ে না। তাই সিমেন্টের বড় টব কিনে বা বানিয়ে নিতে পারেন। বড় প্লাস্টিকের ড্রামেও লাগানো যায় গাছ।

ছাদের মধ্যে বেশ কয়েক ধরনের বাগান করা যায়। ছোটখাটো ফুল কিংবা ফলের গাছ ছোট টবেই লাগানো যায়, কিন্তু একটু বড় ধরনের গাছের ক্ষেত্রে ছোট টবে সমস্যা হয়, কারণ গাছ খুব একটা বাড়ে না। তাই সিমেন্টের বড় টব কিনে বা বানিয়ে নিতে পারেন। বড় প্লাস্টিকের ড্রামেও লাগানো যায় গাছ।

4 / 8
যেখানেই গাছ লাগান না কেন, এগুলোর মধ্যে একেবারে নীচে কয়েকটা ছিদ্র করে নিতে হবে। যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। এ বার কিছু পাথরের টুকরো টবের একেবারে নীচে দিতে হবে। তার পর এক ধাপ মাটি। মাটির উপরে সার। জৈব সার হলেই সবচেয়ে ভাল। তার পর আবার মাটি। এ ভাবেই টব প্রস্তুত করে নিতে হবে।

যেখানেই গাছ লাগান না কেন, এগুলোর মধ্যে একেবারে নীচে কয়েকটা ছিদ্র করে নিতে হবে। যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। এ বার কিছু পাথরের টুকরো টবের একেবারে নীচে দিতে হবে। তার পর এক ধাপ মাটি। মাটির উপরে সার। জৈব সার হলেই সবচেয়ে ভাল। তার পর আবার মাটি। এ ভাবেই টব প্রস্তুত করে নিতে হবে।

5 / 8
ছাদের প্রখর রোদে নরম প্রকৃতির গাছ না লাগানোই ভাল। সে ক্ষেত্রে বড় গাছের বনসাই, কলমের ফল বা ফুলের গাছ লাগাতে পারেন। চাইলে কিন্তু কলা, আম, বা নারকেল গাছও ছাদের টবে লাগাতে পারেন।

ছাদের প্রখর রোদে নরম প্রকৃতির গাছ না লাগানোই ভাল। সে ক্ষেত্রে বড় গাছের বনসাই, কলমের ফল বা ফুলের গাছ লাগাতে পারেন। চাইলে কিন্তু কলা, আম, বা নারকেল গাছও ছাদের টবে লাগাতে পারেন।

6 / 8
ছাদের উপরে ছোট পিলার করে মেঝে ঢালাই করে গাছ লাগানোর জায়গা করে নিতে পারেন। চার পাশে পাঁচিল দিয়ে তার মধ্যে সার মেশানো মাটি ফেলুন। সেই মাটির মধ্যে কোরিয়ান ঘাস বিছিয়ে দিন কার্পেটের মতো করে। নিয়মিত জল দিলে আর যত্নে করলে খুব সুন্দর হয়ে উঠবে এই ছাদের বাগান।

ছাদের উপরে ছোট পিলার করে মেঝে ঢালাই করে গাছ লাগানোর জায়গা করে নিতে পারেন। চার পাশে পাঁচিল দিয়ে তার মধ্যে সার মেশানো মাটি ফেলুন। সেই মাটির মধ্যে কোরিয়ান ঘাস বিছিয়ে দিন কার্পেটের মতো করে। নিয়মিত জল দিলে আর যত্নে করলে খুব সুন্দর হয়ে উঠবে এই ছাদের বাগান।

7 / 8
নানা বড় বড় টবে গাছ থাকলে তার মাঝে ছোট ছোট গার্ডেন চেয়ার রাখতে পারেন,আবার ঘাসের কার্পেটের উপরেও আরাম করে বসতে পারেন। ছাদের পাঁচিল ঘেঁষে আলো লাগিয়ে নিন। ব্যস তাহলেই কিন্তু বেশ লাগবে আপনার রুফ টপ গার্ডেন।

নানা বড় বড় টবে গাছ থাকলে তার মাঝে ছোট ছোট গার্ডেন চেয়ার রাখতে পারেন,আবার ঘাসের কার্পেটের উপরেও আরাম করে বসতে পারেন। ছাদের পাঁচিল ঘেঁষে আলো লাগিয়ে নিন। ব্যস তাহলেই কিন্তু বেশ লাগবে আপনার রুফ টপ গার্ডেন।

8 / 8
Follow Us: