Amla for Hair: দামী প্রসাধনী নয়, সস্তার ফলেই রক্ষা হবে আপনার চুলের স্বাস্থ্য

রাসায়নিক থেকে তৈরি প্রসাধনী উল্টে চুলের আরও ক্ষতি করে। কিন্তু কম খরচে প্রাকৃতিক উপায়েই আপনি চুলকে করে তুলতে পারেন সুন্দর। এই কাজে আমলকির জুড়ি নেই। সস্তার এই ফল কম বেশি সারা বছরই পাওয়া যায় বাজারে। তা দিয়েই কীভাবে চুলের যত্ন নেওয়া যায় জানুন।

| Updated on: May 20, 2024 | 12:45 PM
বড় চুল যাঁদের, বিশেষত মহিলাদের নিয়মিত চুলের যত্ন নিতে হয়। যত্ন না নিলে চুলে হয়ে যায় রুক্ষ। এর পাশাপাশি বিভিন্ন সমস্যাও ভিড় করে।

বড় চুল যাঁদের, বিশেষত মহিলাদের নিয়মিত চুলের যত্ন নিতে হয়। যত্ন না নিলে চুলে হয়ে যায় রুক্ষ। এর পাশাপাশি বিভিন্ন সমস্যাও ভিড় করে।

1 / 8
নিষ্প্রাণ কেশের প্রাণ ফেরাতে অনেকেই বিভিন্ন প্রসাধনীর শরণাপন্ন হন। হাজার হাজার টাকা খরচ করে সেই সব প্রসাধনী কেনেন। কিন্তু তা থেকে সব সময় কাঙ্খিত ফল পাওয়া যায় না।

নিষ্প্রাণ কেশের প্রাণ ফেরাতে অনেকেই বিভিন্ন প্রসাধনীর শরণাপন্ন হন। হাজার হাজার টাকা খরচ করে সেই সব প্রসাধনী কেনেন। কিন্তু তা থেকে সব সময় কাঙ্খিত ফল পাওয়া যায় না।

2 / 8
এমনকি রাসায়নিক থেকে তৈরি প্রসাধনী উল্টে চুলের আরও ক্ষতি করে। কিন্তু কম খরচে প্রাকৃতিক উপায়েই আপনি চুলকে করে তুলতে পারেন সুন্দর।

এমনকি রাসায়নিক থেকে তৈরি প্রসাধনী উল্টে চুলের আরও ক্ষতি করে। কিন্তু কম খরচে প্রাকৃতিক উপায়েই আপনি চুলকে করে তুলতে পারেন সুন্দর।

3 / 8
এই কাজে আমলকির জুড়ি নেই। সস্তার এই ফল কম বেশি সারা বছরই পাওয়া যায় বাজারে। তা দিয়েই কীভাবে চুলের যত্ন নেওয়া যায় জানুন।

এই কাজে আমলকির জুড়ি নেই। সস্তার এই ফল কম বেশি সারা বছরই পাওয়া যায় বাজারে। তা দিয়েই কীভাবে চুলের যত্ন নেওয়া যায় জানুন।

4 / 8
আমলকি থেকে তৈরি তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করুন। তাতে চুলের গোড়া শক্ত হবে। নিয়মিত মাসাজ করলে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন।

আমলকি থেকে তৈরি তেল দিয়ে মাথার তালু এবং চুলের গোড়ায় মালিশ করুন। তাতে চুলের গোড়া শক্ত হবে। নিয়মিত মাসাজ করলে স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো হয়। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন।

5 / 8
আমলকি, মধু ও দই দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। দুচামচ আমলা পাউডার গরম জলে মিশিয়ে নিন। তার পর দই ও মধু মিশিয়ে মাস্কটি তৈরি করুন। চুলে ভালো ভাবে মেখে আধ ঘণ্টা রাখুন। তার পর চুল ধুয়ে ফেলুন।

আমলকি, মধু ও দই দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। দুচামচ আমলা পাউডার গরম জলে মিশিয়ে নিন। তার পর দই ও মধু মিশিয়ে মাস্কটি তৈরি করুন। চুলে ভালো ভাবে মেখে আধ ঘণ্টা রাখুন। তার পর চুল ধুয়ে ফেলুন।

6 / 8
চুলের গোড়ায় টাটকা আমলকির রস লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় আর চুলের বাড়বৃদ্ধিও হয় চমৎকার। মিনিট পাঁচেক চুলের গোড়ায় এই রস দিয়ে মালিশ করে ১০ মিনিটের মতো অপেক্ষা করুন। তার পর ভালো কোনও  মোলায়েম শ্যাম্পু আর অল্প গরম জলে চুল ধুয়ে ফেলুন।

চুলের গোড়ায় টাটকা আমলকির রস লাগালে কোলাজেনের মাত্রা বৃদ্ধি পায় আর চুলের বাড়বৃদ্ধিও হয় চমৎকার। মিনিট পাঁচেক চুলের গোড়ায় এই রস দিয়ে মালিশ করে ১০ মিনিটের মতো অপেক্ষা করুন। তার পর ভালো কোনও মোলায়েম শ্যাম্পু আর অল্প গরম জলে চুল ধুয়ে ফেলুন।

7 / 8
যাঁদের চুল অকালে চুল পেকে যাচ্ছে, তাঁরা আমলকি ব্যবহার করে দেখতে পারেন। আমলকি একদিকে যেমন চুল ঘন কালো রাখে, তেমনি ম্যাড়মেড়ে শুকনো চুলে উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে পারে।

যাঁদের চুল অকালে চুল পেকে যাচ্ছে, তাঁরা আমলকি ব্যবহার করে দেখতে পারেন। আমলকি একদিকে যেমন চুল ঘন কালো রাখে, তেমনি ম্যাড়মেড়ে শুকনো চুলে উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে পারে।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...