Winter skin care: শীতে এভাবে বেসন মাখলে ত্বক দারুণ উজ্জ্বল ঝলমলে হবে, বানাতে জানেন তো?

Banana Facemask: মুখ গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখে নিয়ে এই ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। এবার এই প্যাক মুখে লাগিয়ে নিতে হবে। শুধু মুখেই নয় হাতে-পায়ে, গোড়ালিতেও এই প্যাক লাগিয়ে নিতে হবে

| Edited By: | Updated on: Jan 04, 2024 | 12:04 PM
শীত আসলেই ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়। ত্বক শুকনো হয়ে যায়, ত্বক বুড়িয়ে যায়। চামড়া উঠতে শুরু করে। যে কারণে শীতে মুখের বিশেষ যত্ন নিতে হয়। নইলে ত্বকের নানা বিধ সমস্যা হবেই

শীত আসলেই ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়। ত্বক শুকনো হয়ে যায়, ত্বক বুড়িয়ে যায়। চামড়া উঠতে শুরু করে। যে কারণে শীতে মুখের বিশেষ যত্ন নিতে হয়। নইলে ত্বকের নানা বিধ সমস্যা হবেই

1 / 8
আর শীতের দিনে দূষণ অনেক বেশি থাকে। রাস্তায় ধুলো বেশি থাকে। যে কারণে তার প্রভাবও পড়ে ত্বকের উপরে। শীতে বাইরে বেরোলে ক্রিম লাগাতেই হয়। তার উপর ধুলো জমে মুখের পোরস গুলো বন্ধ হয়ে যায়

আর শীতের দিনে দূষণ অনেক বেশি থাকে। রাস্তায় ধুলো বেশি থাকে। যে কারণে তার প্রভাবও পড়ে ত্বকের উপরে। শীতে বাইরে বেরোলে ক্রিম লাগাতেই হয়। তার উপর ধুলো জমে মুখের পোরস গুলো বন্ধ হয়ে যায়

2 / 8
তাই হাওয়া চলাচলের জায়গা থাকে না। মুখে ব্রণর সমস্যা হতে পারে। অ্যালার্জিও হতে পারে। আর শীতে পাজ্ঞটি বেশি থাকে। প্রয়োজনে মেকআপও করতে হয়। মুখ ঠিকমতো না ধুয়েই অনেকে মেকাপ করেন

তাই হাওয়া চলাচলের জায়গা থাকে না। মুখে ব্রণর সমস্যা হতে পারে। অ্যালার্জিও হতে পারে। আর শীতে পাজ্ঞটি বেশি থাকে। প্রয়োজনে মেকআপও করতে হয়। মুখ ঠিকমতো না ধুয়েই অনেকে মেকাপ করেন

3 / 8
আবার এমন কিছু মানুষ আছেন যাঁরা রাতে বাড়ি ফিরে ঠান্ডার ভয়ে ঠিক মতো মুখ পরিষ্কার করেন না। এখান থেকেও ত্বকের অনেক বড় সমস্যা হয়। আর তাই শীতে ত্বকের যত্ন নিন বাড়িতেই। বানিয়ে নিতে পারেন এই প্যাক

আবার এমন কিছু মানুষ আছেন যাঁরা রাতে বাড়ি ফিরে ঠান্ডার ভয়ে ঠিক মতো মুখ পরিষ্কার করেন না। এখান থেকেও ত্বকের অনেক বড় সমস্যা হয়। আর তাই শীতে ত্বকের যত্ন নিন বাড়িতেই। বানিয়ে নিতে পারেন এই প্যাক

4 / 8
একটা বাটিতে ২ চামচ বেসন নিতে হবে। ওর মধ্যে একটা পাকা কলা চটকে মিশিয়ে নিন। ওর মধ্যে এক চামচ মধু মিশিয়ে ভাল করে প্যাক বানিয়ে নিন। এতে কোনও রকম জলের প্রয়োজন নেই

একটা বাটিতে ২ চামচ বেসন নিতে হবে। ওর মধ্যে একটা পাকা কলা চটকে মিশিয়ে নিন। ওর মধ্যে এক চামচ মধু মিশিয়ে ভাল করে প্যাক বানিয়ে নিন। এতে কোনও রকম জলের প্রয়োজন নেই

5 / 8
মুখ গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখে নিয়ে এই ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। এবার এই প্যাক মুখে লাগিয়ে নিতে হবে। শুধু মুখেই নয় হাতে-পায়ে, গোড়ালিতেও এই প্যাক লাগিয়ে নিতে হবে

মুখ গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখে নিয়ে এই ফেসপ্যাক লাগিয়ে নিতে হবে। এবার এই প্যাক মুখে লাগিয়ে নিতে হবে। শুধু মুখেই নয় হাতে-পায়ে, গোড়ালিতেও এই প্যাক লাগিয়ে নিতে হবে

6 / 8
১০ মিনিট রেখে মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখ উজ্জ্বল হবে, দূর হবে ক্লান্তিভাব। মুখের যাবতীয় ময়লাও উঠে যাবে। এবার হালকা যে কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে

১০ মিনিট রেখে মুখ ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এবার জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখ উজ্জ্বল হবে, দূর হবে ক্লান্তিভাব। মুখের যাবতীয় ময়লাও উঠে যাবে। এবার হালকা যে কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে

7 / 8
সপ্তাহে দু দিন এই টোটকা মানতে পারলে মুখ থাকবে নরম, সফট। পাশাপাশি পরিষ্কারও থাকবে। শীতে এই ভাবে রূপচর্চা করলে আর পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না

সপ্তাহে দু দিন এই টোটকা মানতে পারলে মুখ থাকবে নরম, সফট। পাশাপাশি পরিষ্কারও থাকবে। শীতে এই ভাবে রূপচর্চা করলে আর পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না

8 / 8
Follow Us: