Sandalwood for Skin: দরকার নেই দামী প্রডাক্টের, ঠাকুরঘরের এই উপাদানে পাবেন ফর্সা ত্বক মাত্র ২ দিনে

Skin Care Tips: ফর্সা, নিখুঁত ত্বকের যত্নে আজও চন্দন অপরিহার্য। চন্দন হল এমন একটি উপাদান, যা ত্বকের সমস্যা একশো হাত দূরে রাখে। তাছাড়া এটি ত্বকের কোনও ক্ষতি করে না। চন্দন গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে, রোজের স্কিন কেয়ার রুটিনে রাখতে পারেন চন্দনের তেল।

| Updated on: Jul 04, 2024 | 11:32 AM
ফর্সা, নিখুঁত ত্বকের যত্নে আজও চন্দন অপরিহার্য। চন্দন হল এমন একটি উপাদান, যা ত্বকের সমস্যা একশো হাত দূরে রাখে। তাছাড়া এটি ত্বকের কোনও ক্ষতি করে না।

ফর্সা, নিখুঁত ত্বকের যত্নে আজও চন্দন অপরিহার্য। চন্দন হল এমন একটি উপাদান, যা ত্বকের সমস্যা একশো হাত দূরে রাখে। তাছাড়া এটি ত্বকের কোনও ক্ষতি করে না।

1 / 8
চন্দনের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। এগুলো ত্বকের সমস্যা কমাতে দারুণ উপযোগী। 

চন্দনের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। এগুলো ত্বকের সমস্যা কমাতে দারুণ উপযোগী। 

2 / 8
সাধারণত চন্দন বেটে মুখে সরাসরি মাখলে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়। কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, প্রতিদিন চন্দন বেটে ব্যবহার করার। তাই অনেকেই বাজারচলতি চন্দন গুঁড়ো ব্যবহার করেন। 

সাধারণত চন্দন বেটে মুখে সরাসরি মাখলে সবচেয়ে ভাল উপকার পাওয়া যায়। কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, প্রতিদিন চন্দন বেটে ব্যবহার করার। তাই অনেকেই বাজারচলতি চন্দন গুঁড়ো ব্যবহার করেন। 

3 / 8
চন্দন গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে, রোজের স্কিন কেয়ার রুটিনে রাখতে পারেন চন্দনের তেল। চন্দনের তেলও ত্বকের হাজারো সমস্যা সমাধান করতে সক্ষম। 

চন্দন গুঁড়োতে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে, রোজের স্কিন কেয়ার রুটিনে রাখতে পারেন চন্দনের তেল। চন্দনের তেলও ত্বকের হাজারো সমস্যা সমাধান করতে সক্ষম। 

4 / 8
নিয়মিত মুখে চন্দনের তেল মাখলে বলিরেখা, সূক্ষ্মরেখার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এটি ত্বকের ইলাস্টিসিটি উন্নত করে। চামড়া ঝুলে পড়ে না, টানটান থাকে।

নিয়মিত মুখে চন্দনের তেল মাখলে বলিরেখা, সূক্ষ্মরেখার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এটি ত্বকের ইলাস্টিসিটি উন্নত করে। চামড়া ঝুলে পড়ে না, টানটান থাকে।

5 / 8
চন্দন গুঁড়ো হোক বা তেল, এটি ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এটি ত্বক থেকে অতিরিক্ত সেবাম পরিষ্কার করে। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং ব্রণকে দূরে রাখে।

চন্দন গুঁড়ো হোক বা তেল, এটি ব্রণর সমস্যা দূর করতে সহায়ক। এটি ত্বক থেকে অতিরিক্ত সেবাম পরিষ্কার করে। ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং ব্রণকে দূরে রাখে।

6 / 8
ব্রণর পাশাপাশি যে কোনও ধরনের ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে। চন্দনের তেলে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ক্ষত সারিয়ে তোলে। পাশাপাশি শুষ্ক ত্বক ও চুলকানির হাত থেকে মুক্তি দেয়।

ব্রণর পাশাপাশি যে কোনও ধরনের ত্বকের ক্ষত নিরাময়ে সাহায্য করে। চন্দনের তেলে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান ক্ষত সারিয়ে তোলে। পাশাপাশি শুষ্ক ত্বক ও চুলকানির হাত থেকে মুক্তি দেয়।

7 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা চন্দনের তেল নিয়ে মুখে মালিশ করুন। এটি ত্বকে মেলানিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে এনে দেবে ফর্সা ত্বক।

রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা চন্দনের তেল নিয়ে মুখে মালিশ করুন। এটি ত্বকে মেলানিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে এনে দেবে ফর্সা ত্বক।

8 / 8
Follow Us: