EFL Cup: জোটার জোড়া গোলে আর্সেনালকে হারিয়ে ফাইনালে লিভারপুল
এমিরেটস স্টেডিয়ামে ইএফএল কাপের (EFL Cup) সেমিফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে আর্সেনালকে (Arsenal) হারাল লিভারপুল (Liverpool)। দিয়োগো জোটার (Diogo Jota) জোড়া গোলের সুবাদে কারাবাও কাপের (Carabao Cup) ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে থমাস তুচেলের চেলসির মুখে নামবে লিভারপুল।
Most Read Stories