পেশায় তিনি অভিনেত্রী। ভক্তসংখ্যাও নেহাত কম নয়। দিন শুরু হয় লাইট-ক্যামেরা অ্যাকশনকে সঙ্গী করেই। তবে এরই মধ্যে একটু অবসর। মধুমিতা সরকার গেলেন ঘুরতে। সঙ্গী কে? রইল ট্র্যাভেল অ্যালবাম।
বাংলা ক্যালেন্ডার বলছে এটি আষাঢ় মাস। পাহাড় এ সময় খানিক এড়িয়েই চলেন সকলে। রয়েছে ধস নামার চিন্তা। সারাদিন বৃষ্টি...
অথচ এই মনখারাপের আবহাওয়াই মন ভাল করার রসদ জুগিয়েছে তাঁকে। গিয়েছেন পাহাড়েই, বাড়ির পাশের সেই চেনা দার্জিলিংয়ের অলিগলি।
এই সফরে তাঁর সঙ্গী মা। বৃষ্টিস্নাত পাহাড়ের রূপ অভিনেত্রী ভাগ করে নিচ্ছেন ক্রমাগত।
পাহাড়ি পথে খোলা চুল ভিজিয়ে দিচ্ছে বৃষ্টির ছাঁট। সেই ভিজে গায়েই একাকী চলেছেন অজানা সফরে। সঙ্গী ঝিঁঝিঁ পোকার ডাক আর পাহাড়ের চুপকথন।
পুজোই দিয়েছেন তিনি। শিবলিঙ্গে জল ঢেলে মধুমিতা চেয়ে নিয়েছেন কী? তা তিনিই জানেন। তবে তাঁর লাল শাড়ি নজরকাড়া।
ঘুরতে ভালবাসেন, সে হদিশ আগেই মিলেছেন তাঁর সামাজিক মাধ্যমে। এবার আবারও এক ছোট্ট ট্রিপ। জীবন এভাবেই উপভোগ করছেন এই টলি অভিনেতা।