Ranbir-Mahesh: কোনও কাজ এক মহিলার চেয়েও ভালভাবে করতে পারেন রণবীর, জানালেন শ্বশুরমশাই

Mahesh Bhatt on Ranbir Kapoor: নিজের কলিজার টুকরো কন্যা আলিয়া ভাটকে কাপুর পরিবারের রাজপুত্র রণবীর কাপুরের হাতে তুলে দিয়েছেন পরিচালক মহেশ ভাট। কন্যা অন্তঃপ্রাণ পিতা জামাইকে নিয়ে কতখানি সন্তুষ্ট তা জানিয়েছেন সম্প্রতি। জানিয়েছেন, বাবা হিসেবে রণবীর ঠিক কেমন...

| Edited By: | Updated on: Nov 27, 2023 | 12:00 PM
কেমন বাবা রণবীর কাপুর? এবার খোলসা করলেন তাঁর শ্বশুরমশাই মহেশ ভাট।

কেমন বাবা রণবীর কাপুর? এবার খোলসা করলেন তাঁর শ্বশুরমশাই মহেশ ভাট।

1 / 8
আলিয়ার সঙ্গে যখন প্রেমের সম্পর্ক তৈরি হয়নি তাঁর, সেই সময় রণবীর সম্পর্কে খুব একটা ভাল ধারণা ছিল না মহেশের।

আলিয়ার সঙ্গে যখন প্রেমের সম্পর্ক তৈরি হয়নি তাঁর, সেই সময় রণবীর সম্পর্কে খুব একটা ভাল ধারণা ছিল না মহেশের।

2 / 8
হবু জামাই সম্পর্কে বলেছিলেন 'লেডিস ম্যান'। কেন না, একাধিক প্রেমিকা ছিল রণবীরের।

হবু জামাই সম্পর্কে বলেছিলেন 'লেডিস ম্যান'। কেন না, একাধিক প্রেমিকা ছিল রণবীরের।

3 / 8
কিন্তু শ্বশুরমশাইয়ের চোখে রণবীর এক্কেবারে ভাল ছেলে হয়ে গেলেন আলিয়াকে বিয়ে করার পর।

কিন্তু শ্বশুরমশাইয়ের চোখে রণবীর এক্কেবারে ভাল ছেলে হয়ে গেলেন আলিয়াকে বিয়ে করার পর।

4 / 8
আলিয়া-রণবীরের একবছরের কন্যা রাহা কাপুর। তাঁকে খুবই আগলে রাখেন রণবীর।

আলিয়া-রণবীরের একবছরের কন্যা রাহা কাপুর। তাঁকে খুবই আগলে রাখেন রণবীর।

5 / 8
তা দেখে মন ভরে যায় মহেশের। যে কারণে রণবীরকে বিশ্বের সেরা বাবার খেতাবও দিয়েছেন মহেশ।

তা দেখে মন ভরে যায় মহেশের। যে কারণে রণবীরকে বিশ্বের সেরা বাবার খেতাবও দিয়েছেন মহেশ।

6 / 8
তিনি বলেছেন, "যে ভাবে এক মা তাঁর সন্তানকে আগলে রাখেন, রণবীর ঠিক সেইভাবে আগলে রাখেন রাহাকে।"

তিনি বলেছেন, "যে ভাবে এক মা তাঁর সন্তানকে আগলে রাখেন, রণবীর ঠিক সেইভাবে আগলে রাখেন রাহাকে।"

7 / 8
সম্প্রতি কন্যা রাহার নাম লিখে কাঁধে ট্যাটু করেছেন রণবীর। এই প্রথম কোনও ট্যাটু করালেন রণবীর।

সম্প্রতি কন্যা রাহার নাম লিখে কাঁধে ট্যাটু করেছেন রণবীর। এই প্রথম কোনও ট্যাটু করালেন রণবীর।

8 / 8
Follow Us: