Premier League: ফ্রেডের দৌলতে ব়্যাংনিকের অভিষেক ম্যাচে ম্যান ইউয়ের জয়
ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে (Crystal Palace) হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। অন্তর্বর্তীকালীন কোচ হিয়েবে জয় দিয়েই যাত্রা শুরু করলেন রাল্ফ ব়্যাংনিক (Ralf Rangnick)। ফ্রেডের এক মাত্র গোলে প্যালেসকে হারাল রেড ডেভিলসরা। ইপিএলে (EPL) এখনও পর্যন্ত ১৫ ম্যাচের ৭টিতে জয়, ৩টিতে ড্র ও ৫টিতে হেরে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ছ'নম্বরে রয়েছেন রোনাল্ডোরা।
Most Read Stories