Manoj Bajpayee: বাড়ির ভাড়া দিতে অক্ষম, ছবিতে একটা কাজ চেয়ে কাকুতি মনোজের

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Jan 15, 2023 | 6:02 PM

Retro Gossip: পরিচালক জানতে চেয়েছিলেন মনোজের থেকে, এর আগে তিনি কোনও কাজ করেছিলেন কি না! উত্তরে জানিয়েছিলেন অভিনেতা, করেছিলেন, তবে সেই চরিত্রের মুখে কোনও সংলাপ ছিল না।

Jan 15, 2023 | 6:02 PM
ছোট থেকেই পরিস্থিতির সঙ্গে কঠিন লড়াই করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। একাধিকবার সেই কথা নিজে মুখেই জানিয়েছেন অভিনেতা। অভাবের মধ্যেই বাঁচিয়ে রেখেছিলেন মনের ইচ্ছে।

ছোট থেকেই পরিস্থিতির সঙ্গে কঠিন লড়াই করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। একাধিকবার সেই কথা নিজে মুখেই জানিয়েছেন অভিনেতা। অভাবের মধ্যেই বাঁচিয়ে রেখেছিলেন মনের ইচ্ছে।

1 / 6
অভিনয় করেই নিজের জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। তাই করেছিলেন। তবে কেরিয়ারে যে তেমন সাফল্য প্রথম থেকেই তাঁর ঝুলিতে এসেছিল তা মোটেও নয়।

অভিনয় করেই নিজের জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মনোজ। তাই করেছিলেন। তবে কেরিয়ারে যে তেমন সাফল্য প্রথম থেকেই তাঁর ঝুলিতে এসেছিল তা মোটেও নয়।

2 / 6
বরং সুযোগ পাওয়ার পরও তেমন একটা লাভের লাভ হয়নি অভিনেতার। বর্তমানে তিনি বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তবে একটা সময় রীতিমত কাজ চাইতে হয়েছিল তাঁকে।

বরং সুযোগ পাওয়ার পরও তেমন একটা লাভের লাভ হয়নি অভিনেতার। বর্তমানে তিনি বলিউডের অন্যতম সেরা অভিনেতা। তবে একটা সময় রীতিমত কাজ চাইতে হয়েছিল তাঁকে।

3 / 6
একটা সময় ছিল যখন সেভাবে কাজ পাননি মনোজ বাজপেয়ী। কেরিয়ারের শুরুতে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। থাকতেন একটি ভাড়া বাড়িতে।

একটা সময় ছিল যখন সেভাবে কাজ পাননি মনোজ বাজপেয়ী। কেরিয়ারের শুরুতে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। থাকতেন একটি ভাড়া বাড়িতে।

4 / 6
তখনই তাঁর সঙ্গে প্রথম দেখা হয় পরিচালক রামগোপাল ভর্মার। মনোজ কোনও রকমের সংকোচ না করেই একটি চরিত্রের জন্য কাকুতি করেছিলেন। নিরাশ করেননি পরিচালক।

তখনই তাঁর সঙ্গে প্রথম দেখা হয় পরিচালক রামগোপাল ভর্মার। মনোজ কোনও রকমের সংকোচ না করেই একটি চরিত্রের জন্য কাকুতি করেছিলেন। নিরাশ করেননি পরিচালক।

5 / 6
পরিচালক জানতে চেয়েছিলেন তাঁর থেকে, এর আগে তিনি কোনও কাজ করেছিলেন কি না! উত্তরে জানিয়েছিলেন অভিনেতা, করেছিলেন, তবে সেই চরিত্রের মুখে কোনও সংলাপ ছিল না। তবুও সুযোগ দিয়েছিলেন পরিচালক। যা আজও মনে রেথেন মনোজ বাজপেয়ী।

পরিচালক জানতে চেয়েছিলেন তাঁর থেকে, এর আগে তিনি কোনও কাজ করেছিলেন কি না! উত্তরে জানিয়েছিলেন অভিনেতা, করেছিলেন, তবে সেই চরিত্রের মুখে কোনও সংলাপ ছিল না। তবুও সুযোগ দিয়েছিলেন পরিচালক। যা আজও মনে রেথেন মনোজ বাজপেয়ী।

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla