Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Paralympics 2020: শনিবার টোকিওয় ভারতের প্রাপ্তি দুই সোনা, এক রুপো, এক ব্রোঞ্জ

শনিবার টোকিও প্যারালিম্পিক (Tokyo Paralympics) থেকে জোড়া সোনার (Gold) পাশাপাশি এসেছে একটি রুপো (Silver) ও একটি ব্রোঞ্জ (Brpnze)। সকালেই মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তলে জোড়া পদক এসেছে ভারতের ঝুলিতে। মাত্র ১৯ বছর বয়সে সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছেন মনীশ নারওয়াল। এই ইভেন্টেই রুপো পেয়েছেন সিংহরাজ আধানা। বিকেলে ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলসে এসএল-৩ বিভাগে সোনা জিতেছেন ৩৩ বছরের প্রমোদ ভগত। এই বিভাগেই ব্রোঞ্জ পেয়েছেন মনোজ সরকার। এখনও পর্যন্ত টোকিও প্যারালিম্পিক থেকে চারটি সোনা এল ভারতে। পাশাপাশি রয়েছে ৭টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ।

| Edited By: | Updated on: Sep 04, 2021 | 9:55 PM
শনিবার সকালেই মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন ১৯ বছরের মনীশ নারওয়াল (Manish Narwal)।

শনিবার সকালেই মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন ১৯ বছরের মনীশ নারওয়াল (Manish Narwal)।

1 / 4
মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তল থেকে রুপো অর্জন করেছেন ভারতের প্যারা শুটার সিংহরাজ আধানা (Singhraj Adhana)।

মিক্সড ৫০ মিটার এয়ার পিস্তল থেকে রুপো অর্জন করেছেন ভারতের প্যারা শুটার সিংহরাজ আধানা (Singhraj Adhana)।

2 / 4
আজ, শনিবার বিকেলে ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলসে এসএল-৩ বিভাগে ৩৩ বছরের প্রমোদ ভগতের (Pramod Bhagat) মুঠোর এসেছে সোনার পদক।

আজ, শনিবার বিকেলে ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলসে এসএল-৩ বিভাগে ৩৩ বছরের প্রমোদ ভগতের (Pramod Bhagat) মুঠোর এসেছে সোনার পদক।

3 / 4
ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলসে এসএল-৩ বিভাগে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মনোজ সরকার (Manoj Sarkar)।

ছেলেদের ব্যাডমিন্টন সিঙ্গলসে এসএল-৩ বিভাগে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মনোজ সরকার (Manoj Sarkar)।

4 / 4
Follow Us: