সুহানার মতো দেখতে এই মেয়ের সঙ্গে শাহরুখের কী সম্পর্ক?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Updated on: Jul 22, 2021 | 12:42 PM
Shah Rukh Khan: এই মেয়েটির নাম আলিয়া ছিব্বা। শাহরুখ খানের সঙ্গে পারিবারিক সূত্রে সম্পর্ক মেয়েটির।
Jul 22, 2021 | 12:42 PM
সুহানা খানকে দর্শক চেনেন। শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ের পরিচয় ছাড়াও নিজস্ব পরিচিতি তৈরি করেছেন তিনি। এই মেয়েটিকেও অনেকটা সুহানার মতোই দেখতে। শাহরুখ খান বা সুহানা খানের সঙ্গে এই মেয়েটির আসল সম্পর্ক কী জানেন?
1 / 7
এই মেয়েটির নাম আলিয়া ছিব্বা। শাহরুখ খানের সঙ্গে পারিবারিক সূত্রে সম্পর্ক মেয়েটির। সে কারণই এঁকে যেন অনেকটা সুহানার মতো দেখতে বলে মনে হয়েছে দর্শকের একাংশের।
2 / 7
গৌরী খানের ভাই বিক্রান্তের কন্যা আলিয়া। অর্থাৎ শাহরুখ খান তাঁর পিসেমশাই, গৌরী খান পিসি। আরিয়ান, সুহানা এবং আব্রামের তুতো বোন হলেন আলিয়া।
3 / 7
২০১৯-এ আলিয়ার বিয়ের সময় প্রথম সুহানার সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসে। সে সময় অনেকে বলেছিলেন, মডেলিং বা অভিনয়ে কেরিয়ার তৈরি করতে পারতেন আলিয়া।
4 / 7
২০২০-র নভেম্বরে ৫৫ বছরের জন্মদিন পরিবারকে নিয়ে দুবাইতে সেলিব্রেট করেছিলেন শাহরুখ খান। আইপিএলে জন্য সে সময় দুবাইতেই ছিলেন তিনি। সে সময়ও প্রকাশ পেয়েছিল আলিয়ার ছবি।
5 / 7
শাহরুখের তিন সন্তানের মধ্যে সুহানার সঙ্গেই নাকি আলিয়ার বেশি বন্ধুত্ব।
6 / 7
আলিয়া একজন পেশাদার ডিজাইনার। প্যানডেমিকের মধ্যেই দুটো ব্র্যান্ড লঞ্চ করেছেন বলে খবর।