Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: ‘ব্যাটার’ সামির পিছনে বিরাট, দ্রাবিড়! অনবদ্য রেকর্ড ভারতীয় পেসারের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন মহম্মদ সামি। এই স্বল্প অথচ গুরুত্বপূর্ণ ইনিংসেই ভারতীয় দলের তারকা পেস বোলার পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, যুবরাজ সিং, শিখর ধাওয়ানদের মতো ব্যাটারদের।

| Edited By: | Updated on: Feb 12, 2023 | 9:30 AM
ভাবা যায়, ব্যাট হতে কোহলি, যুবিদের পিছনে ফেলে দারুণ রেকর্ড গড়ে ফেলেছেন মহম্মদ সামি। লোয়ার অর্ডারে নেমে ব্যাট হাতে চালিয়ে খেলছেন। শনিবার নাগপুরে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সামি ৪৭ বলে ৩৭ রান করেন। যে কারণে প্রথম ইনিংসে ৪০০-র ঘরে পৌঁছাতে পেরেছিল ভারতীয় দল।(ছবি:টুইটার)

ভাবা যায়, ব্যাট হতে কোহলি, যুবিদের পিছনে ফেলে দারুণ রেকর্ড গড়ে ফেলেছেন মহম্মদ সামি। লোয়ার অর্ডারে নেমে ব্যাট হাতে চালিয়ে খেলছেন। শনিবার নাগপুরে ১০ নম্বরে ব্যাট করতে নেমে সামি ৪৭ বলে ৩৭ রান করেন। যে কারণে প্রথম ইনিংসে ৪০০-র ঘরে পৌঁছাতে পেরেছিল ভারতীয় দল।(ছবি:টুইটার)

1 / 8
ইনিংসে সামির ব্যাটে এসেছে তিনটি ছক্কা ও দুটি চার। তিনটি ছয় হাঁকিয়েছেন ডেবিউ ম্যাচ খেলতে নামা টড মার্ফির বলে।(ছবি:টুইটার)

ইনিংসে সামির ব্যাটে এসেছে তিনটি ছক্কা ও দুটি চার। তিনটি ছয় হাঁকিয়েছেন ডেবিউ ম্যাচ খেলতে নামা টড মার্ফির বলে।(ছবি:টুইটার)

2 / 8
অস্ট্রেলিয়ার আনকোরা স্পিনার টড মার্ফি তাঁর ডেবিউ ম্যাচে সাত উইকেট নিয়ে চমকে দিয়েছেন। সেই মার্ফির বলে পরপর ছক্কা হাঁকিয়ে চমকে দেন সামি। (ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার আনকোরা স্পিনার টড মার্ফি তাঁর ডেবিউ ম্যাচে সাত উইকেট নিয়ে চমকে দিয়েছেন। সেই মার্ফির বলে পরপর ছক্কা হাঁকিয়ে চমকে দেন সামি। (ছবি:টুইটার)

3 / 8
এদিনের তিনটি ছয় মিলিয়ে টেস্ট ক্রিকেটে মহম্মদ সামির ছয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৫। যা টেস্টে কোহলির ছয়ের সংখ্যা থেকেও বেশি। (ছবি:টুইটার)

এদিনের তিনটি ছয় মিলিয়ে টেস্ট ক্রিকেটে মহম্মদ সামির ছয়ের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৫। যা টেস্টে কোহলির ছয়ের সংখ্যা থেকেও বেশি। (ছবি:টুইটার)

4 / 8
৬১টি টেস্ট ম্যাচে ৮৫ বার ব্যাট হাতে নামার সুযোগ হয়েছে সামির। অন্যদিকে কোহলি ১০০-র বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। (ছবি:টুইটার)

৬১টি টেস্ট ম্যাচে ৮৫ বার ব্যাট হাতে নামার সুযোগ হয়েছে সামির। অন্যদিকে কোহলি ১০০-র বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। (ছবি:টুইটার)

5 / 8
টেস্ট ফরম্যাটে দুটি অর্ধশতরান-সহ ৭২২ রান রয়েছে সামির। ব্যাট হাতে কামাল দেখানোর সুযোগ ছাড়েন না মোটেও। (ছবি:টুইটার)

টেস্ট ফরম্যাটে দুটি অর্ধশতরান-সহ ৭২২ রান রয়েছে সামির। ব্যাট হাতে কামাল দেখানোর সুযোগ ছাড়েন না মোটেও। (ছবি:টুইটার)

6 / 8
এমনকী সিক্সার কিং যুবরাজ সিংও সামির পিছনে। কেরিয়ারে ৪০টি টেস্ট ম্যাচ খেলে ২২টি ছয় মেরেছেন যুবি। (ছবি:টুইটার)

এমনকী সিক্সার কিং যুবরাজ সিংও সামির পিছনে। কেরিয়ারে ৪০টি টেস্ট ম্যাচ খেলে ২২টি ছয় মেরেছেন যুবি। (ছবি:টুইটার)

7 / 8
শুধু তাই নয়। সামির পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় (২১), মহম্মদ আজহারউদ্দিন (১৯), ইরফান পাঠান (১৮), লোকেশ রাহুল (১৭), চেতেশ্বর পূজারা (১৫) এবং শিখর ধাওয়ান (১২)। (ছবি:টুইটার)

শুধু তাই নয়। সামির পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় (২১), মহম্মদ আজহারউদ্দিন (১৯), ইরফান পাঠান (১৮), লোকেশ রাহুল (১৭), চেতেশ্বর পূজারা (১৫) এবং শিখর ধাওয়ান (১২)। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: