Mohammed Shami: সরস্বতী পুজোয় অঞ্জলি, দেখুন মহম্মদ সামির মেয়ে কত বড় হল!

Hasin Jahan: ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান প্রায়শই আলোচনার কেন্দ্রে থাকেন। বিগত কয়েক বছর ধরে সামি এবং তাঁর স্ত্রী হাসিন একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগই করেছেন। ৫ বছর ধরে খোরপোশ মামলা চলছিল। সম্প্রতি সেই মামলায় জয়ী হয়েছেন সামির স্ত্রী হাসিন জাহান। তার পর মেয়ে আইরার সঙ্গে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে দেখা গিয়েছে হাসিনকে।

| Edited By: | Updated on: Feb 02, 2023 | 12:21 PM
বিগত কয়েক বছর ধরে মহম্মদ সামি (Mohammed Shami) এবং তাঁর স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগই করেছেন। ৫ বছর ধরে খোরপোশ মামলা চলছিল। সম্প্রতি সেই মামলায় জয়ী হয়েছেন হাসিন জাহান। আদালত মহম্মদ সামিকে নির্দেশ দিয়েছে প্রতি মাসে ১০ তারিখের মধ্য়ে হাসিনকে ৫০ হাজার টাকা করে দিতে হবে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

বিগত কয়েক বছর ধরে মহম্মদ সামি (Mohammed Shami) এবং তাঁর স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগই করেছেন। ৫ বছর ধরে খোরপোশ মামলা চলছিল। সম্প্রতি সেই মামলায় জয়ী হয়েছেন হাসিন জাহান। আদালত মহম্মদ সামিকে নির্দেশ দিয়েছে প্রতি মাসে ১০ তারিখের মধ্য়ে হাসিনকে ৫০ হাজার টাকা করে দিতে হবে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

1 / 8
স্ত্রী হাসিনকে খরপোশ দেওয়ার পাশাপাশি মেয়ে আইরার পড়াশুনার জন্য খরচ যেমন আগে দিতেন সামি, সেটি বহাল থাকছে। উল্লেখ্য, যা নিয়ে সামির কোনওদিনই আপত্তি ছিল না। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

স্ত্রী হাসিনকে খরপোশ দেওয়ার পাশাপাশি মেয়ে আইরার পড়াশুনার জন্য খরচ যেমন আগে দিতেন সামি, সেটি বহাল থাকছে। উল্লেখ্য, যা নিয়ে সামির কোনওদিনই আপত্তি ছিল না। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

2 / 8
২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের পাশাপাশি ছিল সরস্বতী পুজো। মহম্মদ সামি ও হাসিন জাহানের একমাত্র কন্য আইরা সামিকে দেখা গিয়েছে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের পাশাপাশি ছিল সরস্বতী পুজো। মহম্মদ সামি ও হাসিন জাহানের একমাত্র কন্য আইরা সামিকে দেখা গিয়েছে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

3 / 8
সরস্বতী পুজোর দিন মেয়ে আইরার সঙ্গে অঞ্জলি দিয়েছেন হাসিন জাহানও। নিজের ইন্সটাগ্রামে সেই সকল ছবি শেয়ার করেছেন হাসিন। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

সরস্বতী পুজোর দিন মেয়ে আইরার সঙ্গে অঞ্জলি দিয়েছেন হাসিন জাহানও। নিজের ইন্সটাগ্রামে সেই সকল ছবি শেয়ার করেছেন হাসিন। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

4 / 8
 বসন্ত পঞ্চমী মানেই হলুদ রংয়ের শাড়ি। হাসিনও সেটাই বেছে নিয়েছিলেন। হলুদ রংয়ের শাড়ি, হলুদ কানের পরে অঞ্জলি দিতে গিয়েছিলেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

বসন্ত পঞ্চমী মানেই হলুদ রংয়ের শাড়ি। হাসিনও সেটাই বেছে নিয়েছিলেন। হলুদ রংয়ের শাড়ি, হলুদ কানের পরে অঞ্জলি দিতে গিয়েছিলেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

5 / 8
মায়ের সঙ্গে গোলাপি রংয়ের শাড়ি পরে সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছে ছোট্ট আইরা। না সেই ছোট্টটি আর নেই সামির মেয়ে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

মায়ের সঙ্গে গোলাপি রংয়ের শাড়ি পরে সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছে ছোট্ট আইরা। না সেই ছোট্টটি আর নেই সামির মেয়ে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

6 / 8
ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সামি ও মডেল হাসিন জাহানের মেয়ে আইরার জন্ম ২০১৫ সালের জুলাইতে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সামি ও মডেল হাসিন জাহানের মেয়ে আইরার জন্ম ২০১৫ সালের জুলাইতে। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

7 / 8
হাসিন জাহান ইন্সটাগ্রামে মাঝে মধ্য়েই মেয়ে আইরার ছবি, নাচের ভিডিয়ো শেয়ার করে থাকেন। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

হাসিন জাহান ইন্সটাগ্রামে মাঝে মধ্য়েই মেয়ে আইরার ছবি, নাচের ভিডিয়ো শেয়ার করে থাকেন। (ছবি-হাসিন জাহান ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: