Yassine Bounou: মরক্কোর ‘ন্যাশনাল হিরো’ বোনোর স্ত্রী-পুত্র নিয়ে সুখের সংসার

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 8:48 AM
মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। যিনি এখন আফ্রিকার দেশটির ন্যাশনাল হিরো। বোনোর শক্ত দুই হাত কাতার বিশ্বকাপের শেষ ষোলোতেই স্পেনের দৌড় থামিয়েছে। বোনোকে নিয়ে ভীষণ গর্বিত তাঁর পরিবার। (ছবি: ইনস্টাগ্রাম)

মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। যিনি এখন আফ্রিকার দেশটির ন্যাশনাল হিরো। বোনোর শক্ত দুই হাত কাতার বিশ্বকাপের শেষ ষোলোতেই স্পেনের দৌড় থামিয়েছে। বোনোকে নিয়ে ভীষণ গর্বিত তাঁর পরিবার। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 6
স্ত্রী ও পুত্র নিয়ে মরক্কোয় সুখের সংসার বোনোর। বাড়িতে সুন্দরী স্ত্রী ইমানে বোনো। দীর্ঘদিন ধরে ডেট করার পর বিয়ে করেন ইয়াসিন ও ইমানে।(ছবি: ইনস্টাগ্রাম)

স্ত্রী ও পুত্র নিয়ে মরক্কোয় সুখের সংসার বোনোর। বাড়িতে সুন্দরী স্ত্রী ইমানে বোনো। দীর্ঘদিন ধরে ডেট করার পর বিয়ে করেন ইয়াসিন ও ইমানে।(ছবি: ইনস্টাগ্রাম)

2 / 6
ইমানে বোনো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রচুর ফলোয়ার্স। মেয়েদের রোল মডেল তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

ইমানে বোনো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। প্রচুর ফলোয়ার্স। মেয়েদের রোল মডেল তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 6
দম্পতির একটি সন্তানও রয়েছে। ইয়াসিন ও ইমানে ইনস্টাগ্রাম ঘাঁটলে সন্তানের ভুরি ভুরি ছবি পাওয়া যাবে। (ছবি: ইনস্টাগ্রাম)

দম্পতির একটি সন্তানও রয়েছে। ইয়াসিন ও ইমানে ইনস্টাগ্রাম ঘাঁটলে সন্তানের ভুরি ভুরি ছবি পাওয়া যাবে। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 6
ক্লাব ফুটবলে লা লিগার দল সেভিয়ায় খেলেন বোনো। স্ত্রী তাঁর সবচেয়ে বড় চিয়ারলিডার।(ছবি: ইনস্টাগ্রাম)

ক্লাব ফুটবলে লা লিগার দল সেভিয়ায় খেলেন বোনো। স্ত্রী তাঁর সবচেয়ে বড় চিয়ারলিডার।(ছবি: ইনস্টাগ্রাম)

5 / 6
স্প্যানিশ ক্লাবে খেলেই সেদেশের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন। বোনোর সবচেয়ে বড় শক্তি তাঁর পরিবার।(ছবি: ইনস্টাগ্রাম)

স্প্যানিশ ক্লাবে খেলেই সেদেশের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলেন। বোনোর সবচেয়ে বড় শক্তি তাঁর পরিবার।(ছবি: ইনস্টাগ্রাম)

6 / 6
Follow Us: