Neha Kakkar: প্রথম বিবাহবার্ষিকীতে রাজকীয় আয়োজন, নেহা-রোহনের বিশেষ দিন যেন ‘সিনেমার সেট’!

তাঁদের বিয়ের এক বছরের জন্মদিনের ছবি যেন স্বপ্নের মতো বা তার চেয়েও সুন্দর...যেন কোনও সিনেমার সেট। ইনস্টাগ্রামে ওই সেলেব কাপলের শেয়ার করা ছবিগুলি দেখে নিন এক ঝলকে...

1/7
বিবাহবার্ষিকীর দিন তাঁরা কোনও ছবি পোস্ট করেননি। ভক্তদের উৎসুক মনে প্রশ্ন জেগেছিল নানা। অবশেষে বিবাহবার্ষিকীর এক দিন পর সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের যাবতীয় ছবি ভাগ করে নিলেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। তাঁদের বিয়ের এক বছরের জন্মদিনের ছবি যেন স্বপ্নের মতো বা তার চেয়েও সুন্দর...যেন কোনও সিনেমার সেট।  ইনস্টাগ্রামে ওই সেলেব কাপলের শেয়ার করা ছবিগুলি দেখে নিন এক ঝলকে...
বিবাহবার্ষিকীর দিন তাঁরা কোনও ছবি পোস্ট করেননি। ভক্তদের উৎসুক মনে প্রশ্ন জেগেছিল নানা। অবশেষে বিবাহবার্ষিকীর এক দিন পর সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের যাবতীয় ছবি ভাগ করে নিলেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। তাঁদের বিয়ের এক বছরের জন্মদিনের ছবি যেন স্বপ্নের মতো বা তার চেয়েও সুন্দর...যেন কোনও সিনেমার সেট। ইনস্টাগ্রামে ওই সেলেব কাপলের শেয়ার করা ছবিগুলি দেখে নিন এক ঝলকে...
2/7
জোড়া সেলিব্রেশন ছিল তাঁদের। একদিকে বিবাহবার্ষিকীর আমেজ আবার অন্যদিকে রবিবারই ছিল করওয়া চৌথ। রাজস্থানকে বেছে নিয়েছেন সেলিব্রেশনের জায়গা হিসেবে।
জোড়া সেলিব্রেশন ছিল তাঁদের। একদিকে বিবাহবার্ষিকীর আমেজ আবার অন্যদিকে রবিবারই ছিল করওয়া চৌথ। রাজস্থানকে বেছে নিয়েছেন সেলিব্রেশনের জায়গা হিসেবে।
3/7
পাহাড় ঘেরা নদী বক্ষে প্রেমের জোয়ার... ভালবাসার মশগুল ছিলেন ওঁরা দুজন।
পাহাড় ঘেরা নদী বক্ষে প্রেমের জোয়ার... ভালবাসার মশগুল ছিলেন ওঁরা দুজন।
4/7
দুজনেই গায়ক, তাই সঙ্গীতের আয়োজন থাকবে না তা কী করে হয়? আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকসঙ্গীতেরও।
দুজনেই গায়ক, তাই সঙ্গীতের আয়োজন থাকবে না তা কী করে হয়? আয়োজন করা হয়েছিল স্থানীয় লোকসঙ্গীতেরও।
5/7
গত বছর হঠাৎ করেই অল্প দিনের আলাপে বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা। তাঁদের বিয়ে নিয়ে ভেসে এসেছিল বহুবিধ তির্যক মন্তব্য।
গত বছর হঠাৎ করেই অল্প দিনের আলাপে বিয়েটা সেরে ফেলেছিলেন তাঁরা। তাঁদের বিয়ে নিয়ে ভেসে এসেছিল বহুবিধ তির্যক মন্তব্য।
6/7
রোহন বয়সে বেশ কিছুটা ছোট নেহার থেকে। সে নিয়েও শুরু হয়েছিল ট্রোলিং।
রোহন বয়সে বেশ কিছুটা ছোট নেহার থেকে। সে নিয়েও শুরু হয়েছিল ট্রোলিং।
7/7
নেহা ও রোহন চুপ ছিলেন। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল ভালবাসার ঢেউয়ে। সেই ঢেউয়ের আনাগোনা আজও অবিরাম। বলছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলই।
নেহা ও রোহন চুপ ছিলেন। সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল ভালবাসার ঢেউয়ে। সেই ঢেউয়ের আনাগোনা আজও অবিরাম। বলছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলই।

Click on your DTH Provider to Add TV9 Bangla