Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aishwarya Rai Doppelganger: অবিকল যেন ঐশ্বর্যা রাই, চেহারায় এত্ত মিল! ভাইরাল এই তরুণীকে নিয়ে মশগুল নেটপাড়া

Aashita Singh: হঠাৎ করেই নেটদুনিয়ার ভাইরাল এক তরুণীর সঙ্গে অভিনেত্রীর মিল খুঁজে পেয়ে নেটিজেন যেন কার্যত অবাক। কে এই তরুণী?

| Edited By: | Updated on: Sep 02, 2022 | 6:47 PM
স্নেহা উল্লান থেকে শুরু করে পাকিস্তানের আমনা ইমরান-- ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে চেহারায় মিল রয়েছে এমন মানুষ আগেও খুঁজে পাওয়া গিয়েছে প্রচুর। তবে এবার যেন মুখ দিয়ে কথা সরছে না নেটিজেনদের। হঠাৎ করেই নেটদুনিয়ার ভাইরাল এক তরুণীর সঙ্গে অভিনেত্রীর মিল খুঁজে পেয়ে নেটিজেন যেন কার্যত অবাক। কে এই তরুণী?

স্নেহা উল্লান থেকে শুরু করে পাকিস্তানের আমনা ইমরান-- ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে চেহারায় মিল রয়েছে এমন মানুষ আগেও খুঁজে পাওয়া গিয়েছে প্রচুর। তবে এবার যেন মুখ দিয়ে কথা সরছে না নেটিজেনদের। হঠাৎ করেই নেটদুনিয়ার ভাইরাল এক তরুণীর সঙ্গে অভিনেত্রীর মিল খুঁজে পেয়ে নেটিজেন যেন কার্যত অবাক। কে এই তরুণী?

1 / 5
নাম আশিতা সিং। পরিচয়ে তিনি 'সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার'। আর এই আশিতার সঙ্গেই রয়েছে বিশ্বসুন্দরীর মুখের মারাত্মক মিল। ভাইরাল ভিডিয়ো দেখে এমনটাই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

নাম আশিতা সিং। পরিচয়ে তিনি 'সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার'। আর এই আশিতার সঙ্গেই রয়েছে বিশ্বসুন্দরীর মুখের মারাত্মক মিল। ভাইরাল ভিডিয়ো দেখে এমনটাই মনে করছেন নেটিজেনদের একটা বড় অংশ।

2 / 5
শুধু কি চেহারায় মিল? চোখের মণি থেকে শুরু করে হাসি, এমনকি মুখভঙ্গিও যেন হুবহু ঐশ্বর্যা। না বলে দিলে আপনি 'বচ্চন বহু' বলে গুলিয়ে ফেলতেই পারেন।

শুধু কি চেহারায় মিল? চোখের মণি থেকে শুরু করে হাসি, এমনকি মুখভঙ্গিও যেন হুবহু ঐশ্বর্যা। না বলে দিলে আপনি 'বচ্চন বহু' বলে গুলিয়ে ফেলতেই পারেন।

3 / 5
এই আশিতা আবার ইনস্টাগ্রামেও বেশ সক্রিয়। প্রচুর রিল বানান তিনি। এর মধ্যে ঐশ্বর্যার গান ও সংলাপও রয়েছে।

এই আশিতা আবার ইনস্টাগ্রামেও বেশ সক্রিয়। প্রচুর রিল বানান তিনি। এর মধ্যে ঐশ্বর্যার গান ও সংলাপও রয়েছে।

4 / 5
আপাতত সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে চলছে জোর চর্চা। একই সঙ্গে অনুরাগীও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। হাজার হোক বিশ্বসুন্দরীর 'হামসকল' বলে কথা!

আপাতত সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে চলছে জোর চর্চা। একই সঙ্গে অনুরাগীও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। হাজার হোক বিশ্বসুন্দরীর 'হামসকল' বলে কথা!

5 / 5
Follow Us: