AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nupur Alankar: খ্যাতি, অভিনয়, সংসার ছেড়ে এখন তিনি সাধিকা, কে এই নূপুর অলঙ্কার

Inside Story: কেন সাধারণ মানুষ ভাবছেন তিনি অসহায় হয়ে, মানসিকভাবে ভেঙে পড়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন, নূপুর অলঙ্কারের জানা নেই।

| Edited By: | Updated on: Aug 20, 2022 | 11:53 AM
Share
কথায় বলে নাম-খ্যাতি জীবনে কেই বা না চায়। আর তা যদি মিলে যায় তবে তা ধরে রাখার তাগিদে মরিয়া হয়ে ওঠেন সকলেই। তবে এবার সেসব কিছুর মায়া কাটিয়ে গৃহত্যাগী হলেন টেলিদুনিয়ার অভিনেত্রী নূপুর অলঙ্কার। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানান তিনি।

কথায় বলে নাম-খ্যাতি জীবনে কেই বা না চায়। আর তা যদি মিলে যায় তবে তা ধরে রাখার তাগিদে মরিয়া হয়ে ওঠেন সকলেই। তবে এবার সেসব কিছুর মায়া কাটিয়ে গৃহত্যাগী হলেন টেলিদুনিয়ার অভিনেত্রী নূপুর অলঙ্কার। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানান তিনি।

1 / 6
চলতি বছরের শুরুতেই সন্ন্যাস নিয়েছেন তিনি। ফেব্রুয়ারি মাস থেকেই বদল ঘটে জীবনের। প্রথম থেকেই তাঁর আধ্যাত্মিকতার ওপর ছিল অমোঘটান। খুঁজে চলেছিলেন ব্রতের সঠিক রাস্তা। তবে পথ দেখায় সিনে অ্যান্ড টিভি অর্টিস্ট অ্যাসোসিয়েশন কমিটি।

চলতি বছরের শুরুতেই সন্ন্যাস নিয়েছেন তিনি। ফেব্রুয়ারি মাস থেকেই বদল ঘটে জীবনের। প্রথম থেকেই তাঁর আধ্যাত্মিকতার ওপর ছিল অমোঘটান। খুঁজে চলেছিলেন ব্রতের সঠিক রাস্তা। তবে পথ দেখায় সিনে অ্যান্ড টিভি অর্টিস্ট অ্যাসোসিয়েশন কমিটি।

2 / 6
এই সংস্থার মাধ্যমেই তিনি গুরুকে পেয়েছেন বলেই মন্তব্য করেন অভিনেত্রী। গুরু শম্ভু শরণ ঝা-কে পেয়েছেন। এবার হিমালয়ের পথে পা বাড়াতে চান নূপুর। নিজের ফ্ল্যাট তিনি দিয়েছেন ভাড়ায়। সেই অর্থেই বইবেন নিজের খরচ পাশাপাশি সাধনার খরচ।

এই সংস্থার মাধ্যমেই তিনি গুরুকে পেয়েছেন বলেই মন্তব্য করেন অভিনেত্রী। গুরু শম্ভু শরণ ঝা-কে পেয়েছেন। এবার হিমালয়ের পথে পা বাড়াতে চান নূপুর। নিজের ফ্ল্যাট তিনি দিয়েছেন ভাড়ায়। সেই অর্থেই বইবেন নিজের খরচ পাশাপাশি সাধনার খরচ।

3 / 6
পূরণ করবেন মনের ইচ্ছে। তীর্থ করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। মানুষের সেবা করবেন, এমনটাই তাঁর ইচ্ছে বলেই জানিয়েছিলেন তিনি। মোট ২৭ বছরের অভিনয় কেরিয়ারে ১৫৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

পূরণ করবেন মনের ইচ্ছে। তীর্থ করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। মানুষের সেবা করবেন, এমনটাই তাঁর ইচ্ছে বলেই জানিয়েছিলেন তিনি। মোট ২৭ বছরের অভিনয় কেরিয়ারে ১৫৭টি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

4 / 6
শক্তিমান থেকে শুরু করে ঘর কি লক্ষ্মী বেটিয়া-র মতো ধারাবাহিকে অভিনয় তাঁর। পাশাপাশি সাওয়ারিয়া, সোনালি কেবিলের মতো ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি ইটাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেন সাধারণ মানুষ ভাবছেন তিনি অসহায় হয়ে, মানসিকভাবে ভেঙে পড়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁর জানা নেই।

শক্তিমান থেকে শুরু করে ঘর কি লক্ষ্মী বেটিয়া-র মতো ধারাবাহিকে অভিনয় তাঁর। পাশাপাশি সাওয়ারিয়া, সোনালি কেবিলের মতো ছবিতেও অভিনয় করেছেন। সম্প্রতি ইটাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেন সাধারণ মানুষ ভাবছেন তিনি অসহায় হয়ে, মানসিকভাবে ভেঙে পড়ে এই সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁর জানা নেই।

5 / 6
তিনি আরও জানান, ডিসেম্বর ২০২০-তে মায়ের মৃত্যুর পর তিনি বুঝতে পারেন, তিনি আর কোনও কিছুতেই হারানোর ভয় পান না। আমি সব রকমের বন্ধন থেকে মুক্ত। যতদিন বৈবাহিক জীবন ছিল, ততদিন ভীষণ সুখের ও সুন্দর ছিল। এখন তিনি সবল কিছু থেকে নিজেকে সরিয়ে এনেছেন বলেই দাবি করেন।

তিনি আরও জানান, ডিসেম্বর ২০২০-তে মায়ের মৃত্যুর পর তিনি বুঝতে পারেন, তিনি আর কোনও কিছুতেই হারানোর ভয় পান না। আমি সব রকমের বন্ধন থেকে মুক্ত। যতদিন বৈবাহিক জীবন ছিল, ততদিন ভীষণ সুখের ও সুন্দর ছিল। এখন তিনি সবল কিছু থেকে নিজেকে সরিয়ে এনেছেন বলেই দাবি করেন।

6 / 6