Controversy: ক্যামেরায় প্রায় নগ্ন লুক, নির্ধারিত পোশাক পরবেন না তামান্না, বচসায় স্থগিত ছবির শুটিং

Tamanna Bhatia: চোখে বিষয়টা ভীষণ খারাপ লাগে। তামান্না জানান, এই শর্ট তিনি ছবিতে রাখতে চান না। তাঁকে যেন অন্য পোশাক দেওয়া হয়।

| Edited By: | Updated on: Jul 17, 2022 | 5:16 PM
তামান্না ভাটিয়া, একের পর এক ছবি বর্তমানে তাঁর হাতে। তবে ছবি করতে গিয়ে নিজের মতের বিরুদ্ধে কোনও কাজ তিনি করতে নারাজ। ঝড়ের গতিতে ভাইরাল হয় তামান্নার এই কাণ্ড।

তামান্না ভাটিয়া, একের পর এক ছবি বর্তমানে তাঁর হাতে। তবে ছবি করতে গিয়ে নিজের মতের বিরুদ্ধে কোনও কাজ তিনি করতে নারাজ। ঝড়ের গতিতে ভাইরাল হয় তামান্নার এই কাণ্ড।

1 / 6
বলিউডের জনপ্রিয় ছবি কুইন-এর দক্ষিণী রিমেক করছেন তামান্না ভাটিয়ায়। এই ছবির ক্ষেত্রে কঙ্গনার চরিত্রে দেখা যাবে তাঁকে। চলছিল পুরো দমে শুটিং।

বলিউডের জনপ্রিয় ছবি কুইন-এর দক্ষিণী রিমেক করছেন তামান্না ভাটিয়ায়। এই ছবির ক্ষেত্রে কঙ্গনার চরিত্রে দেখা যাবে তাঁকে। চলছিল পুরো দমে শুটিং।

2 / 6
তামান্নাকে একটি পোশাক দেওয়া হয়, স্কিন রঙের, স্কিন ফিট। তবে এই পোশাক পরে শুটিং করতে আপত্তি জানাননি তিনি। পুরো শটটা নেওয়া হয়ে গেলে মনিটরে এসে সবটা দেখেন তামান্না।

তামান্নাকে একটি পোশাক দেওয়া হয়, স্কিন রঙের, স্কিন ফিট। তবে এই পোশাক পরে শুটিং করতে আপত্তি জানাননি তিনি। পুরো শটটা নেওয়া হয়ে গেলে মনিটরে এসে সবটা দেখেন তামান্না।

3 / 6
তখনই তাঁর চোখে বিষয়টা ভীষণ খারাপ লাগে। তামান্না জানান, এই শর্ট তিনি ছবিতে রাখতে চান না। তাঁকে যেন অন্য পোশাক দেওয়া হয়। তিনি সেটা পরে রিটেক করতে চান। পরিচালক তা করতে নারাজ।

তখনই তাঁর চোখে বিষয়টা ভীষণ খারাপ লাগে। তামান্না জানান, এই শর্ট তিনি ছবিতে রাখতে চান না। তাঁকে যেন অন্য পোশাক দেওয়া হয়। তিনি সেটা পরে রিটেক করতে চান। পরিচালক তা করতে নারাজ।

4 / 6
ফলে শুরু হয়ে যায় বচসা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই খবর। তামান্না মাঝ পথেই শুটিং ছেড়ে বেরিয়ে যান। এরপর থেকেই স্থগিত ছবির কাজ। তামান্নার দাবি এই শুটিং তিনি করবেন না।

ফলে শুরু হয়ে যায় বচসা। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এই খবর। তামান্না মাঝ পথেই শুটিং ছেড়ে বেরিয়ে যান। এরপর থেকেই স্থগিত ছবির কাজ। তামান্নার দাবি এই শুটিং তিনি করবেন না।

5 / 6
উল্লিখিত পোশাকের দৃশ্য বাদ দিতে হবে। নয়তো তিনি এই ছবিতে কাজ করবে না বলেই খবর। যদিও পরবর্তীতে ছবির পরিচালক এই বিষয় ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও জানা যায়নি।

উল্লিখিত পোশাকের দৃশ্য বাদ দিতে হবে। নয়তো তিনি এই ছবিতে কাজ করবে না বলেই খবর। যদিও পরবর্তীতে ছবির পরিচালক এই বিষয় ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও জানা যায়নি।

6 / 6
Follow Us: