Bangla News » Photo gallery » OnePlus Nord 2T 5G Smartphone Launched See Price and Specifications
লঞ্চ হল OnePlus Nord 2T 5G, এই স্মার্টফোনের দাম ও ফিচার-স্পেসিফিকেশন দেখে নিন
OnePlus Nord 2T 5G: সম্প্রতি লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোন। এই ফোনের বিভিন্ন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন জেনে নিন।
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। এই ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর।
1 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম EUR 399, ভারতীয় মুদ্রায় প্রায় ৩২,৬০০ টাকা। অন্যদিকে এই ফোনেওরি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম EUR 499, ভারতীয় মুদ্রায় প্রায় ৪০,৮০০ টাকা। Grey Shadow এবং Jade Fog- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন।
2 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনে ডুয়াল সিম (ন্যানো) রয়েছে। এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট এবং কর্নিং গোরিলা গ্লাস ৫। এই ফোনের প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে।
3 / 6
কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনের রয়েছে Wi-Fi 6, Bluetooth v5.2 এবং NFC ফিচার। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড বাডস ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারফোনও লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের সঙ্গে।
4 / 6
ওয়ানপ্লাসের এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সেনসর এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর রয়েছে। এছাড়াও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর।
5 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনে রয়েছে সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 3.1 স্টোরেজ। এছাড়াও এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে। তার সঙ্গে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও রয়েছে এই ফোনে।