MS Dhoni: বিশ্বজয়ী ক্যাপ্টেনকে শ্রদ্ধা, বাজারে বিকোচ্ছে ‘ধোনি’ স্পেশাল কুকিজ

দিন দুয়েক আগে একটি বিস্কুটের ব্র্যান্ডের হয়ে সাংবাদিক বৈঠক করেছেন মহেন্দ্র সিং ধোনি। লঞ্চ করেছেন ওই ব্র্যান্ডের তৈরি নতুন স্বাদের কুকিজ। ওই ব্র্যান্ড বিশ্বকাপজয়ী অধিনায়ককে জানালো বিশেষ সম্মান। কুকিজে খোদাই করা ক্যাপ্টেন কুল-এর ট্রেডমার্ক ৭ নম্বর জার্সি।

| Edited By: | Updated on: Sep 27, 2022 | 7:04 PM
দিন দুয়েক আগে একটি বিস্কুটের ব্র্যান্ডের হয়ে সাংবাদিক বৈঠক করেছেন মহেন্দ্র সিং ধোনি। লঞ্চ করেছেন ওই ব্র্যান্ডের তৈরি নতুন স্বাদের কুকিজ। ওই ব্র্যান্ড বিশ্বকাপজয়ী অধিনায়ককে জানালো বিশেষ সম্মান। কুকিজে খোদাই করা ক্যাপ্টেন কুল-এর ট্রেডমার্ক ৭ নম্বর জার্সি।(ছবি:টুইটার)

দিন দুয়েক আগে একটি বিস্কুটের ব্র্যান্ডের হয়ে সাংবাদিক বৈঠক করেছেন মহেন্দ্র সিং ধোনি। লঞ্চ করেছেন ওই ব্র্যান্ডের তৈরি নতুন স্বাদের কুকিজ। ওই ব্র্যান্ড বিশ্বকাপজয়ী অধিনায়ককে জানালো বিশেষ সম্মান। কুকিজে খোদাই করা ক্যাপ্টেন কুল-এর ট্রেডমার্ক ৭ নম্বর জার্সি।(ছবি:টুইটার)

1 / 5
ভারতের বাজারে ইতিমধ্যেই বিক্রি হতে শুরু করেছে এই ব্র্যান্ডের ধোনি স্পেশাল কুকিজ। মহেন্দ্র সিং ধোনির নাম যুক্ত থাকায় বিস্কুটের বিক্রি যে হু হু করে বাড়বে তাতে সন্দেহ নেই। (ছবি:টুইটার)

ভারতের বাজারে ইতিমধ্যেই বিক্রি হতে শুরু করেছে এই ব্র্যান্ডের ধোনি স্পেশাল কুকিজ। মহেন্দ্র সিং ধোনির নাম যুক্ত থাকায় বিস্কুটের বিক্রি যে হু হু করে বাড়বে তাতে সন্দেহ নেই। (ছবি:টুইটার)

2 / 5
ধোনি বলেছিলেন, ২০১১ সালের বিশ্বকাপ জয় গর্বের মুহূর্ত। সেই বছরই ভারতের বাজারে আসে ওরিও বিস্কুট। চলতি বছরে ওরিও আরও একটা ফ্লেভারের বিস্কুট লঞ্চ করেছে। আবার বিশ্বকাপও রয়েছে এবছর। (ছবি:টুইটার)

ধোনি বলেছিলেন, ২০১১ সালের বিশ্বকাপ জয় গর্বের মুহূর্ত। সেই বছরই ভারতের বাজারে আসে ওরিও বিস্কুট। চলতি বছরে ওরিও আরও একটা ফ্লেভারের বিস্কুট লঞ্চ করেছে। আবার বিশ্বকাপও রয়েছে এবছর। (ছবি:টুইটার)

3 / 5
ধোনির এই মন্তব্যে সামান্য বিতর্কও শুরু হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপজয়ের সঙ্গে একটা বিস্কুট কোম্পানিকে যুক্ত করায় অনেকেই ভ্রু কুঁচকেছেন। (ছবি:টুইটার)

ধোনির এই মন্তব্যে সামান্য বিতর্কও শুরু হয়েছে। ২০১১ সালের বিশ্বকাপজয়ের সঙ্গে একটা বিস্কুট কোম্পানিকে যুক্ত করায় অনেকেই ভ্রু কুঁচকেছেন। (ছবি:টুইটার)

4 / 5
ওই ব্র্যান্ডের প্রায় ১৫টি ক্রিকেট থিমের লিমিটেড এডিশন কুকিজ রয়েছে। সাত নম্বর জার্সি ছাড়াও ধোনির অবয়ব খোদাই করা বিস্কুট রয়েছে। (ছবি:টুইটার)

ওই ব্র্যান্ডের প্রায় ১৫টি ক্রিকেট থিমের লিমিটেড এডিশন কুকিজ রয়েছে। সাত নম্বর জার্সি ছাড়াও ধোনির অবয়ব খোদাই করা বিস্কুট রয়েছে। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: