Palak-Mithoon Wedding: সঙ্গীতে মিশল প্রেম, এক হলেন পলক-মিঠুন, রইল বিয়ের একগুচ্ছ ছবি
Palak-Mithoon Wedding: সা তে মিশল সা। এক হল সুর তান। ছন্দে এল গতি। সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা পলক মুচ্ছল ও সঙ্গীত কম্পোজার মিঠুন শর্মা। রবিবার সন্ধেবেলায় মুম্বইয়ে আয়োজিত হয়েছিল জাঁকজমকের অনুষ্ঠান। হাজির ছিলেন তারকারাও। জমে উঠেছিল মায়াবী রাত।
Most Read Stories