AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Palak-Mithoon Wedding: সঙ্গীতে মিশল প্রেম, এক হলেন পলক-মিঠুন, রইল বিয়ের একগুচ্ছ ছবি

Palak-Mithoon Wedding: সা তে মিশল সা। এক হল সুর তান। ছন্দে এল গতি। সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা পলক মুচ্ছল ও সঙ্গীত কম্পোজার মিঠুন শর্মা। রবিবার সন্ধেবেলায় মুম্বইয়ে আয়োজিত হয়েছিল জাঁকজমকের অনুষ্ঠান। হাজির ছিলেন তারকারাও। জমে উঠেছিল মায়াবী রাত।

| Edited By: | Updated on: Nov 07, 2022 | 8:09 AM
Share
সা তে মিশল সা। এক হল সুর তান। ছন্দে এল গতি। সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা পলক মুচ্ছল ও সঙ্গীত কম্পোজার মিঠুন শর্মা। রবিবার সন্ধেবেলায় মুম্বইয়ে আয়োজিত হয়েছিল জাঁকজমকের অনুষ্ঠান। হাজির ছিলেন তারকারাও। জমে উঠেছিল মায়াবী রাত।

সা তে মিশল সা। এক হল সুর তান। ছন্দে এল গতি। সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা পলক মুচ্ছল ও সঙ্গীত কম্পোজার মিঠুন শর্মা। রবিবার সন্ধেবেলায় মুম্বইয়ে আয়োজিত হয়েছিল জাঁকজমকের অনুষ্ঠান। হাজির ছিলেন তারকারাও। জমে উঠেছিল মায়াবী রাত।

1 / 6
মিঠুন পরেছিলেন শেরওয়ানি। ওদিকে পলক পরেছিলেন মেরুন রঙা লেহেঙ্গা। দুজনের পোশাকেই ছিল রঙমিলান্তি। একসঙ্গে আশিকিতে কাজ করেছিলেন ওঁরা। সেই কেমিস্ট্রি যে রিয়েল লাইফেও ছড়িয়ে পড়বে-- বুঝতেও পারেননি তাঁরা।

মিঠুন পরেছিলেন শেরওয়ানি। ওদিকে পলক পরেছিলেন মেরুন রঙা লেহেঙ্গা। দুজনের পোশাকেই ছিল রঙমিলান্তি। একসঙ্গে আশিকিতে কাজ করেছিলেন ওঁরা। সেই কেমিস্ট্রি যে রিয়েল লাইফেও ছড়িয়ে পড়বে-- বুঝতেও পারেননি তাঁরা।

2 / 6
কে কে এসেছিলেন পলক  ও মিঠুনের বিয়েতে? দেখা মিলেছিল সোনু নিগমের। সাদা রঙের পোশাক পরেছিলেন তিনি। হাসিমুখে পোজও দিয়েছিলেন ক্যামেরার সামনে। মেহেন্দি ও গায়ের হলুদের অনুষ্ঠানে দেখা মিলেছিল জিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে এ দিন দেখা মেলেনি তাঁর।

কে কে এসেছিলেন পলক ও মিঠুনের বিয়েতে? দেখা মিলেছিল সোনু নিগমের। সাদা রঙের পোশাক পরেছিলেন তিনি। হাসিমুখে পোজও দিয়েছিলেন ক্যামেরার সামনে। মেহেন্দি ও গায়ের হলুদের অনুষ্ঠানে দেখা মিলেছিল জিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে এ দিন দেখা মেলেনি তাঁর।

3 / 6
জিতের দেখা না মিললেও দেখা মিলেছিল জাভেদ আলির। সস্ত্রীক হাজির হয়েছিলেন জাভেদ। পলকের সঙ্গে তাঁর পরিচয় তো আজকের নয়! বন্ধুর বিয়েতে আসবেন না, তা কী করে হয়?

জিতের দেখা না মিললেও দেখা মিলেছিল জাভেদ আলির। সস্ত্রীক হাজির হয়েছিলেন জাভেদ। পলকের সঙ্গে তাঁর পরিচয় তো আজকের নয়! বন্ধুর বিয়েতে আসবেন না, তা কী করে হয়?

4 / 6
কৈলাশ খেরের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক পলকের। হাজির ছিলেন তিনিও। পাপারাজ্জিৎ সামনে শিবের ভঙ্গিমায় ছবি তুললেন তিনি। হাজির ছিলেন নীতি মোহনও।

কৈলাশ খেরের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক পলকের। হাজির ছিলেন তিনিও। পাপারাজ্জিৎ সামনে শিবের ভঙ্গিমায় ছবি তুললেন তিনি। হাজির ছিলেন নীতি মোহনও।

5 / 6
শুধু যে সঙ্গীত জগতের মানুষেরাই হাজির ছিলেন, এমন ভাবার কোনও কারণ নেই। টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লাকেও দেখা গিয়েছিল মিঠুন ও পলকের বিয়ের অনুষ্ঠানে।

শুধু যে সঙ্গীত জগতের মানুষেরাই হাজির ছিলেন, এমন ভাবার কোনও কারণ নেই। টেলিভিশন জগতের জনপ্রিয় জুটি রুবিনা দিলায়েক ও অভিনব শুক্লাকেও দেখা গিয়েছিল মিঠুন ও পলকের বিয়ের অনুষ্ঠানে।

6 / 6