দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এমন একটি ছবি, যা এক পলকে একাধিক স্টারের জন্ম দিয়েছিল। সুপারহিচ এই ছবির সঙ্গে যাঁদেরই নাম জড়িয়েছে, পরবর্তীতে তাঁরা কোনও না কোনও নতুন কাজের সন্ধান ঠিক পেয়েছেন।
এমন কি খোদ শাহরুখ খানও এই ছবি থেকেই রোম্যান্টিক হিরোর তকমা পেয়েছিলেন। সেই ছবিতেই একটা ছোট্ট অংশ অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলেন অভিনেতা পরমীত শেঠি।
তখন সম্পূর্ণ চিত্রনাট্য নিয়ে আলোচনা হল না। সকলের টুকরো টুকরো অংশ তাঁদের হাতে তুলে দেওয়া হত। তেমনই একটি চরিত্রের জন্য অভিনেতা রীতিমত পরিচালক আদিত্যর কাছে পরে থাকতেন।
সিমরণের হবু স্বামীর চরিত্র, যার জন্য তখন রীতিমত স্থির হয়ে গিয়েছিল অভিনেতা। নাম আরমান কোহলি। কিন্তু মানতে নারাজ ছিলেন পরমীত। তিনি জানিয়েছিলেন, একটা অডিশনও যদি নেওয়া যায়।
এভাবেই চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন তিনি। যা পরবর্তীতে রীতিমত সাড়া ফেলেছে সিনে দুনিয়ায়। এই ছবির জনপ্রিয়তা, তার নির্মাণ, অভিনয়, গান, সব দিক থেকে বলিউডের এক অন্যতম সৃষ্টি হয়ে রয়েছে।
পরমীতের কথায়, ছবিতে এতটাই যত্নের সঙ্গে গোটা ইউরোপ ও পঞ্জাবকে তুলে ধরা হয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেরিয়ারে এটাই তাঁর সব থেকে দামি পাওয়া।