AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Personal Traits: চোখ দেখে যায় চেনা! আপনার সামনের মানুষটা ভালো না খারাপ, বলে দেবে চোখই

যখন কাউকে কোনও ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সেই সময় প্রথমেই তাঁর স্বভাব অনুযায়ী ভালো বা খারাপ বলা হয়। প্রথম বার কারও সঙ্গে দেখা হলে সেই ব্যক্তি কেমন আচরণ করছেন, কীভাবে কথা বলছেন, এই সবের নিরিখে সেই ব্যক্তিকে ভালো বা খারাপ বলেন অনেকে। এ বার চোখ দেখে চিনে নিন আপনার সামনের মানুষটা ভালো নাকি খারাপ।

| Updated on: May 18, 2025 | 10:17 AM
যখন কাউকে কোনও ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সেই সময় প্রথমেই তাঁর স্বভাব অনুযায়ী ভালো বা খারাপ বলা হয়। প্রথম বার কারও সঙ্গে দেখা হলে সেই ব্যক্তি কেমন আচরণ করছেন, কীভাবে কথা বলছেন, এই সবের নিরিখে সেই ব্যক্তিকে ভালো বা খারাপ বলেন অনেকে। (Pic Credit - Freepik)

যখন কাউকে কোনও ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, সেই সময় প্রথমেই তাঁর স্বভাব অনুযায়ী ভালো বা খারাপ বলা হয়। প্রথম বার কারও সঙ্গে দেখা হলে সেই ব্যক্তি কেমন আচরণ করছেন, কীভাবে কথা বলছেন, এই সবের নিরিখে সেই ব্যক্তিকে ভালো বা খারাপ বলেন অনেকে। (Pic Credit - Freepik)

1 / 8
শুধুমাত্র কোনও ব্যক্তির স্বভাব দেখে তাঁকে নিয়ে পুরোটা জানা খুবই কঠিন। এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা প্রথম বারের সাক্ষাতে ভালো আচরণ করলেও পরে বদলে যান। ফলে বোঝা যায় না সেই ব্যক্তির আসল চরিত্র কেমন। (Pic Credit - Freepik)

শুধুমাত্র কোনও ব্যক্তির স্বভাব দেখে তাঁকে নিয়ে পুরোটা জানা খুবই কঠিন। এমন অনেক মানুষ রয়েছেন, যাঁরা প্রথম বারের সাক্ষাতে ভালো আচরণ করলেও পরে বদলে যান। ফলে বোঝা যায় না সেই ব্যক্তির আসল চরিত্র কেমন। (Pic Credit - Freepik)

2 / 8
এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে চোখ। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। যা শুধু আমাদের আবেগকে প্রতিফলিত করে না, একইসঙ্গে আমাদের ব্যক্তিত্বও প্রকাশ করে। ফলে কোনও ব্যক্তির চোখের গঠন কেমন, তা বলে দেয় সেই মানুষটার সম্পর্কে নানা কথা। (Pic Credit - Freepik)

এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে চোখ। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। যা শুধু আমাদের আবেগকে প্রতিফলিত করে না, একইসঙ্গে আমাদের ব্যক্তিত্বও প্রকাশ করে। ফলে কোনও ব্যক্তির চোখের গঠন কেমন, তা বলে দেয় সেই মানুষটার সম্পর্কে নানা কথা। (Pic Credit - Freepik)

3 / 8
অনেকের চোখ খুব বড় আকারের। সেই ব্যক্তিরা খুবই শান্ত স্বভাবের। এবং ধৈর্য্যর সঙ্গে তাঁরা নিজেদের সব কাজ করতে পছন্দ করেন। ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা পছন্দ করেন। অন্য কেউ তাঁর সম্পর্কে কী ভাবছেন, তা নিয়ে এই ব্যক্তিরা মাথা ঘামায় না। অপর ব্যক্তির হৃদয়ে কীভাবে জায়গা করে নিতে হয়, তা এই বড় চোখের ব্যক্তিরা ভালো মতোই জানেন। (Pic Credit - Freepik)

অনেকের চোখ খুব বড় আকারের। সেই ব্যক্তিরা খুবই শান্ত স্বভাবের। এবং ধৈর্য্যর সঙ্গে তাঁরা নিজেদের সব কাজ করতে পছন্দ করেন। ভিড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা পছন্দ করেন। অন্য কেউ তাঁর সম্পর্কে কী ভাবছেন, তা নিয়ে এই ব্যক্তিরা মাথা ঘামায় না। অপর ব্যক্তির হৃদয়ে কীভাবে জায়গা করে নিতে হয়, তা এই বড় চোখের ব্যক্তিরা ভালো মতোই জানেন। (Pic Credit - Freepik)

4 / 8
অনেক ব্যক্তির চোখের আকার খুব ছোট হয়। এই ব্যক্তিরা ভীষণ বদমেজাজি হন। অত্যন্ত ছোটোখাটো বিষয়ে তাঁরা রেগে যান। সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাঁরা সিদ্ধহস্ত। যদি এই ব্যক্তিরা কাউকে নিজের বলে মনে করেন, তা হলে সারা জীবন সেই ব্যক্তির পাশে থাকেন, তাঁকে সমর্থন করেন। এই ব্যক্তিরা খানিক আবেগপ্রবণ হয়। তাঁরা বরাবর আবেগী হয়ে সিদ্ধান্ত নেন। (Pic Credit - Freepik)

অনেক ব্যক্তির চোখের আকার খুব ছোট হয়। এই ব্যক্তিরা ভীষণ বদমেজাজি হন। অত্যন্ত ছোটোখাটো বিষয়ে তাঁরা রেগে যান। সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাঁরা সিদ্ধহস্ত। যদি এই ব্যক্তিরা কাউকে নিজের বলে মনে করেন, তা হলে সারা জীবন সেই ব্যক্তির পাশে থাকেন, তাঁকে সমর্থন করেন। এই ব্যক্তিরা খানিক আবেগপ্রবণ হয়। তাঁরা বরাবর আবেগী হয়ে সিদ্ধান্ত নেন। (Pic Credit - Freepik)

5 / 8
অনেক ব্যক্তির চোখ খুব গভীর হয়। এই ব্যক্তিরা আবেগপ্রবণ হন। কিন্তু কারও কাছে তা প্রকাশ করেন না। প্রেমের ক্ষেত্রে এই ব্যক্তিরা অত্যন্ত ভালো। সঙ্গীকে বরাবর সমর্থন করেন। (Pic Credit - Freepik)

অনেক ব্যক্তির চোখ খুব গভীর হয়। এই ব্যক্তিরা আবেগপ্রবণ হন। কিন্তু কারও কাছে তা প্রকাশ করেন না। প্রেমের ক্ষেত্রে এই ব্যক্তিরা অত্যন্ত ভালো। সঙ্গীকে বরাবর সমর্থন করেন। (Pic Credit - Freepik)

6 / 8
কিছু কিছু মানুষের চোখ পুরো গোলাকার হয়। তাঁরা সুন্দর ব্যক্তিত্বের হয়। এই ধরনের মানুষরা রসিক হন। সব সময় হাসি খুশি থাকেন। ইতিবাচক চিন্তাভাবনা প্রকাশ করেন। প্রিয় মানুষদের সঙ্গে ভালো সময় কাটাতে পছন্দ করেন। এই ব্যক্তিরা অত্যন্ত পরোপকারী হন। (Pic Credit - Freepik)

কিছু কিছু মানুষের চোখ পুরো গোলাকার হয়। তাঁরা সুন্দর ব্যক্তিত্বের হয়। এই ধরনের মানুষরা রসিক হন। সব সময় হাসি খুশি থাকেন। ইতিবাচক চিন্তাভাবনা প্রকাশ করেন। প্রিয় মানুষদের সঙ্গে ভালো সময় কাটাতে পছন্দ করেন। এই ব্যক্তিরা অত্যন্ত পরোপকারী হন। (Pic Credit - Freepik)

7 / 8
কিছু কিছু ব্যক্তির চোখ খুব ফোলা ফোলা হয়। তাঁরা খুব কোমল হৃদয়ের হন। সহজ-সরল হন। অন্যদের সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকেন তাঁরা। এই ব্যক্তিরা খুব বুদ্ধিমান হন। কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হন। (Pic Credit - Freepik)

কিছু কিছু ব্যক্তির চোখ খুব ফোলা ফোলা হয়। তাঁরা খুব কোমল হৃদয়ের হন। সহজ-সরল হন। অন্যদের সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকেন তাঁরা। এই ব্যক্তিরা খুব বুদ্ধিমান হন। কাজের প্রতি অত্যন্ত মনোযোগী হন। (Pic Credit - Freepik)

8 / 8
Follow Us: