Photo Gallery: আচমকা পথ রোধ দাঁতালের, গাড়ি থামিয়ে সেলফি তুললেন পর্যটকেরা!

Elephant: এক বনকর্মী জানিয়েছেন, অনেকসময় খাবারের জন্য় এইভাবে দাঁতাল দলচ্যুত হয়ে যায়।

| Edited By: | Updated on: Oct 03, 2021 | 9:49 PM
জলপাইগুড়ি: আচমকা রাজ্য সড়কে গাড়ি আটাকাল দলছুট হাতি। মুহূর্তের জন্য থমকালেও কালবিলম্ব করেননি পর্যটকেরা। হাতির সঙ্গে সেলফি তুলতে গাড়ি নিয়েই দাঁতালের দিকে ছুটে গেলেন উত্‍সাহী পর্যটকেরা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে  মূর্তি এলাকায়। তবে এভাবে রাজ্যসড়কে দলছুট দাঁতালের এসে পড়ায় প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও।

জলপাইগুড়ি: আচমকা রাজ্য সড়কে গাড়ি আটাকাল দলছুট হাতি। মুহূর্তের জন্য থমকালেও কালবিলম্ব করেননি পর্যটকেরা। হাতির সঙ্গে সেলফি তুলতে গাড়ি নিয়েই দাঁতালের দিকে ছুটে গেলেন উত্‍সাহী পর্যটকেরা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মূর্তি এলাকায়। তবে এভাবে রাজ্যসড়কে দলছুট দাঁতালের এসে পড়ায় প্রশ্ন উঠছে বন দফতরের ভূমিকা নিয়েও।

1 / 5
সামনেই পুজো। পর্যটকদের জন্য ইতিমধ্যেই মিলেছে ভ্রমণের ছাড়পত্র। ফলে, পুজোর মাসেই প্রথম রবিবার ডুয়ার্সে ভিড় জমিয়েছিলেন অনেকে। সকালে বৃষ্টি হলেও পরে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়। একপরেই জঙ্গল থেকে  বেরিয়ে আসে হাতিটি। খাস গরুমারা ও খুনিয়া জঙ্গলের মাঝ বরাবর রাজ্য সড়কে এমন ঘটনা ঘটতে পারে তা ভুলেও ভাবতে পারেননি পর্যটকেরা।

সামনেই পুজো। পর্যটকদের জন্য ইতিমধ্যেই মিলেছে ভ্রমণের ছাড়পত্র। ফলে, পুজোর মাসেই প্রথম রবিবার ডুয়ার্সে ভিড় জমিয়েছিলেন অনেকে। সকালে বৃষ্টি হলেও পরে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়। একপরেই জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিটি। খাস গরুমারা ও খুনিয়া জঙ্গলের মাঝ বরাবর রাজ্য সড়কে এমন ঘটনা ঘটতে পারে তা ভুলেও ভাবতে পারেননি পর্যটকেরা।

2 / 5
পাশাপাশি, দাঁতালটিকে দেখতে পেয়ে অনেকে উত্যক্তও করেন। অথচ, এর আগে বন্যপ্রাণীকে  উত্যক্ত করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তারপরেও সচেতন হয়নি মানুষ। ফের খাস ডুয়ার্সে একই ছবি সামনে আসায় উঠছে একাধিক প্রশ্ন।

পাশাপাশি, দাঁতালটিকে দেখতে পেয়ে অনেকে উত্যক্তও করেন। অথচ, এর আগে বন্যপ্রাণীকে উত্যক্ত করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তারপরেও সচেতন হয়নি মানুষ। ফের খাস ডুয়ার্সে একই ছবি সামনে আসায় উঠছে একাধিক প্রশ্ন।

3 / 5
পর্যটক রেশমা চৌধুরী বলেন, "আমরা খুনিয়া বাতাবাড়ি মোড় হয়ে  মূর্তির দিকে যাচ্ছিলাম। সেইসময়ে দেখতে পাই রাস্তায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জঙ্গলের দিকে তাকিয়ে দেখি সেখানে একটা বিরাট দাঁতাল রাস্তা জুড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে গাড়ি থামাই। অনেকে অবশ্য হাতির পিছু পিছু গিয়ে মোবাইলে সেলফি তোলার চেষ্টা করে। এমনকী, গাড়ির আলো জ্বালিয়ে-নিভিয়ে হাতিটির দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করে। যেকোনও সময়ে বড় বিপদ হতে পারত। বনদফতরের আরও সতর্ক থাকা উচিত।"

পর্যটক রেশমা চৌধুরী বলেন, "আমরা খুনিয়া বাতাবাড়ি মোড় হয়ে মূর্তির দিকে যাচ্ছিলাম। সেইসময়ে দেখতে পাই রাস্তায় প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জঙ্গলের দিকে তাকিয়ে দেখি সেখানে একটা বিরাট দাঁতাল রাস্তা জুড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে গাড়ি থামাই। অনেকে অবশ্য হাতির পিছু পিছু গিয়ে মোবাইলে সেলফি তোলার চেষ্টা করে। এমনকী, গাড়ির আলো জ্বালিয়ে-নিভিয়ে হাতিটির দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করে। যেকোনও সময়ে বড় বিপদ হতে পারত। বনদফতরের আরও সতর্ক থাকা উচিত।"

4 / 5
বনদফতর সূত্রে খবর, মূর্তির দিকে এভাবে দলছুট হাতির মাঝরাস্তায় চলে আসার খবর পেয়েছেন। তবে এখনও হাতিটির সন্ধান পাওয়া যায়নি। খোঁজ চলছে। এক বনকর্মী জানিয়েছেন, অনেকসময়   খাবারের জন্য় এইভাবে দাঁতাল দলচ্যুত হয়ে যায়। তবে হাতির দলের থেকে একটি হাতি বেশি ক্ষতিকর বলেই জানিয়েছেন বনকর্মীরা। রবিবার রাজ্য সড়কে দেখতে পাওয়া দাঁতালটির দলটিরও খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

বনদফতর সূত্রে খবর, মূর্তির দিকে এভাবে দলছুট হাতির মাঝরাস্তায় চলে আসার খবর পেয়েছেন। তবে এখনও হাতিটির সন্ধান পাওয়া যায়নি। খোঁজ চলছে। এক বনকর্মী জানিয়েছেন, অনেকসময় খাবারের জন্য় এইভাবে দাঁতাল দলচ্যুত হয়ে যায়। তবে হাতির দলের থেকে একটি হাতি বেশি ক্ষতিকর বলেই জানিয়েছেন বনকর্মীরা। রবিবার রাজ্য সড়কে দেখতে পাওয়া দাঁতালটির দলটিরও খোঁজ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

5 / 5
Follow Us: