ঝাড়গ্রাম: রাস্তার ধার থেকে ক্রমাগতই আসছিল একটা অস্পষ্ট 'ওঁয়া ওঁয়া' শব্দ। কিন্তু, ঠিক কোথা থেকে তা বুঝতে পারেননি রাজেশ। অবশেষে রাস্তার ধার থেকে আবিষ্কার হল এক সদ্য়োজাত। তাকে নিয়ে তোলপাড় গোটা লালগড় এলাকা।
ঠিক কী হয়েছিল? গত ২১ অক্টোবর, বৃহস্পতিবার লালগড় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাজেশ দাস নামে এক ব্যক্তি রাস্তার ধারে বুড়াবাবার মন্দিরের সামনের জঙ্গলে একটি পাঁচ-ছয়মাসের শিশুকে পড়ে থাকতে দেখেন। একটা অস্পষ্ট কান্নার মতো আওয়াজ আসছিল বটে, তবে তখনও ঠিক বুঝে উঠতে পারেননি রাজেশ। কাছে যেতেই আবিষ্কার করেন শিশুকন্যাকে। সঙ্গে সঙ্গে শিশুটিকে কুড়িয়ে নিয়ে বাড়ির পথে হাঁটা দেন তিনি।
কার বাচ্চা? কে ফেলে রেখে গেল? শিশুকন্যাটিকে বুকে করে নিয়ে আসলেও এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল রাজেশকে। এদিকে, রাস্তায় থাকায় বাচ্চাটির অবস্থাও বিশেষ ভাল ছিল না। তাই, বাড়িতেই চিকিত্সক ডেকে চিকিত্সা করান রাজেশ। প্রাথমিক চিকিত্সা করিয়ে শিশুটিকে নিজের কাছেই রেখেছিলেন তিনি। বাড়িতে কোনও সন্তান নেই। তাই বাচ্চাটিকে পেয়ে খুশিই হয়েছিলেন সকলে।
বাদ সাধল শনিবার। বাড়িতে এসে হাজির হল পুলিশ। রাজেশকে জিজ্ঞাসাবাদের পর বাচ্চাটিকে নিয়ে চলে যায় পুলিশ। শিশুটিকে ভর্তি করা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বর্তমানে শিশুটি লালগড় হাসপাতালে রয়েছে। সেখানে স্বাস্থ্যকেন্দ্রের নার্স ও কর্মীদের সেবাযত্নেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সদ্যোজাত। কিন্তু, মন ভাল নেই রাজেশের। থানা থেকে লোক এসে বাচ্চাটিকে নিয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন রাজেশর পরিবারও।
লালগড় থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র মারফত খবর পেয়েই পুলিশ রাজেশের থেকে শিশু কন্যাটিকে নিয়ে আসে। শিশুকন্যাটিকে উদ্ধার করার জন্য রাজেশের কাছে কৃতজ্ঞতাও জানিয়েছেন পুলিশ কর্মীরা। পাশাপাশি কে বা কারা এই সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে।