মোদী ধ্যানে বসতেই চর্চায় কন্যাকুমারী, এই স্থান সম্পর্কে তো আসল কথাই জানেন না

ঈপ্সা চ্যাটার্জী |

May 31, 2024 | 12:43 PM

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদী ধ্যানে বসার পরই চর্চায় কন্য়াকুমারী। দেশের শেষ প্রান্ত কন্যাকুমারী। দূর-দূরান্ত থেকে পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন। কিন্তু কন্যাকুমারী সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। এই যেমন কন্যাকুমারীর বানান কী, তা অধিকাংশ মানুষই জানেন না।

1 / 9
কন্যাকুমারীতে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করবেন তিনি।

কন্যাকুমারীতে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করবেন তিনি।

2 / 9
 ১৩১ বছর আগে এখানেই বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। নির্বাচনী প্রচার সেরে প্রধানমন্ত্রী মোদী স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে ধ্যানে বসেছেন।

১৩১ বছর আগে এখানেই বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। নির্বাচনী প্রচার সেরে প্রধানমন্ত্রী মোদী স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে ধ্যানে বসেছেন।

3 / 9
এদিন সকালে কন্যাকুমারীর শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্য প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন সকালে কন্যাকুমারীর শেষ প্রান্তে দাঁড়িয়ে সূর্য প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী।

4 / 9
প্রধানমন্ত্রী মোদী ধ্যানে বসার পরই চর্চায় কন্য়াকুমারী। দেশের শেষ প্রান্ত কন্যাকুমারী। দূর-দূরান্ত থেকে পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন।

প্রধানমন্ত্রী মোদী ধ্যানে বসার পরই চর্চায় কন্য়াকুমারী। দেশের শেষ প্রান্ত কন্যাকুমারী। দূর-দূরান্ত থেকে পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসেন।

5 / 9
কিন্তু কন্যাকুমারী সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। এই যেমন কন্যাকুমারীর বানান কী, তা অধিকাংশ মানুষই জানেন না।

কিন্তু কন্যাকুমারী সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। এই যেমন কন্যাকুমারীর বানান কী, তা অধিকাংশ মানুষই জানেন না।

6 / 9
কন্যাকুমারীর ইংরেজি বানান Kanyakumari লেখা হলেও আসল বানান হল Kanniyakumari।  ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই এই নতুন বানান কার্যকর করা হয়।

কন্যাকুমারীর ইংরেজি বানান Kanyakumari লেখা হলেও আসল বানান হল Kanniyakumari। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগেই এই নতুন বানান কার্যকর করা হয়।

7 / 9
সমস্ত সরকারি দফতরেও এই বানান-ই ব্যবহার করা হয়। কেন্দ্রীয় সরকারকেও এই বানান ব্য়বহার করতেই বলেছে তামিলনাড়ু সরকার।

সমস্ত সরকারি দফতরেও এই বানান-ই ব্যবহার করা হয়। কেন্দ্রীয় সরকারকেও এই বানান ব্য়বহার করতেই বলেছে তামিলনাড়ু সরকার।

8 / 9
আসলে বাকি সমস্ত জায়গায় বা নথিতে  Kanyakumari লেখা হলেও, ভারতীয় রেলওয়ে তাদের ট্রেনে ও টিকিটে Kanniyakumari - বানান লেখে।

আসলে বাকি সমস্ত জায়গায় বা নথিতে Kanyakumari লেখা হলেও, ভারতীয় রেলওয়ে তাদের ট্রেনে ও টিকিটে Kanniyakumari - বানান লেখে।

9 / 9
দুই ভিন্ন বানানের কারণে যাত্রীরা বিভ্রান্ত হয়ে যেতেন। সেই কারণেই ২০১৬ সালে Kanniyakumari- বানান ব্য়বহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই ভিন্ন বানানের কারণে যাত্রীরা বিভ্রান্ত হয়ে যেতেন। সেই কারণেই ২০১৬ সালে Kanniyakumari- বানান ব্য়বহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Next Photo Gallery