Monsoon Umbrella: দমকা ঝোড়ো হাওয়ায় ছাতা উল্টে যায়, বর্ষায় কোন ধরনের ছাতা টেকসই হবে বেশি?

megha |

May 31, 2024 | 12:55 PM

Lifestyle Tips: আগামী রবিবারের মধ্যেই উত্তরবঙ্গে পুরোদমে বর্ষা ঢুকে যাবে। আর দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি। সুতরাং, সঙ্গে ছাতা না নিয়ে রাস্তায় বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না। ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ায় ছাতাও উল্টে যায়। ছাতা পুরনো হলে এই মরশুমে সেটা কাজ দেবে কি না, সন্দেহ রয়েছে।

1 / 8
ক'দিন আগেই পশ্চিমবঙ্গে শেষ হয়েছে রেমালের দাপট। এরই মধ্যে বর্ষা ঢুকতে শুরু করেছে রাজ্যে। রাত থেকেই চলছে বৃষ্টি। সকালেও আকাশের মুখ ভার। সঙ্গে ভাল ছাতা আছে তো?

ক'দিন আগেই পশ্চিমবঙ্গে শেষ হয়েছে রেমালের দাপট। এরই মধ্যে বর্ষা ঢুকতে শুরু করেছে রাজ্যে। রাত থেকেই চলছে বৃষ্টি। সকালেও আকাশের মুখ ভার। সঙ্গে ভাল ছাতা আছে তো?

2 / 8
আগামী রবিবারের মধ্যেই উত্তরবঙ্গে পুরোদমে বর্ষা ঢুকে যাবে। আর দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি। সুতরাং, সঙ্গে ছাতা না নিয়ে রাস্তায় বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না।

আগামী রবিবারের মধ্যেই উত্তরবঙ্গে পুরোদমে বর্ষা ঢুকে যাবে। আর দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টি। সুতরাং, সঙ্গে ছাতা না নিয়ে রাস্তায় বেরোনোর কোনও প্রশ্নই ওঠে না।

3 / 8
ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ায় ছাতাও উল্টে যায়। ছাতা পুরনো হলে এই মরশুমে সেটা কাজ দেবে কি না, সন্দেহ রয়েছে। ভারী বৃষ্টিতে কোন ছাতা সবচেয়ে বেশি কাজ দেবে, জেনে নিন।

ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ায় ছাতাও উল্টে যায়। ছাতা পুরনো হলে এই মরশুমে সেটা কাজ দেবে কি না, সন্দেহ রয়েছে। ভারী বৃষ্টিতে কোন ছাতা সবচেয়ে বেশি কাজ দেবে, জেনে নিন।

4 / 8
লম্বা, কাঠের হাতল দেওয়া, পুরনো দিনের মতো দেখতে ছাতাগুলোই ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি কার্যকর। এগুলোকে জনস আমব্রেলা বলে। বৃষ্টির ছাঁট আটকায় আর টেকসইও হয়।

লম্বা, কাঠের হাতল দেওয়া, পুরনো দিনের মতো দেখতে ছাতাগুলোই ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি কার্যকর। এগুলোকে জনস আমব্রেলা বলে। বৃষ্টির ছাঁট আটকায় আর টেকসইও হয়।

5 / 8
গল্ফ‌ খেলার সময় যে বড় সাইজের ছাতাগুলো ব্যবহার হয়, সেগুলো দারুণ কার্যকর। গল্ফ‌ ছাতা দমকা ঝোড়ো হাওয়াতেও উল্টে যায় না। বৃষ্টির ছাঁটও আটকায়। 

গল্ফ‌ খেলার সময় যে বড় সাইজের ছাতাগুলো ব্যবহার হয়, সেগুলো দারুণ কার্যকর। গল্ফ‌ ছাতা দমকা ঝোড়ো হাওয়াতেও উল্টে যায় না। বৃষ্টির ছাঁটও আটকায়। 

6 / 8
আজকাল সবচেয়ে বেশি ব্যবহার কর থ্রি-ফোল্ড ছাতা। এগুলো টেকসই হয় না। ভারী বৃষ্টিতে কার্যকরও নয় খুব একটা। হালকা বৃষ্টিতে থ্রি-ফোল্ড ছাতা ব্যবহার করতে পারেন। এগুলো মূলত রোদ আটকানোর ছাতা।

আজকাল সবচেয়ে বেশি ব্যবহার কর থ্রি-ফোল্ড ছাতা। এগুলো টেকসই হয় না। ভারী বৃষ্টিতে কার্যকরও নয় খুব একটা। হালকা বৃষ্টিতে থ্রি-ফোল্ড ছাতা ব্যবহার করতে পারেন। এগুলো মূলত রোদ আটকানোর ছাতা।

7 / 8
ট্যান্সপারেন্ট ছাতার চাহিদা আজকাল বেশি। এগুলো বড় সাইজেরও পাওয়া যায়। কিন্তু এই ধরনের ছাতার কাপড় খুব একটা ভাল মানের হয় না। যে কোনও সময় ফেঁসে যেতে পারে।

ট্যান্সপারেন্ট ছাতার চাহিদা আজকাল বেশি। এগুলো বড় সাইজেরও পাওয়া যায়। কিন্তু এই ধরনের ছাতার কাপড় খুব একটা ভাল মানের হয় না। যে কোনও সময় ফেঁসে যেতে পারে।

8 / 8
হাতের কাছে কোনও অপশন না পেলে, ফ্যামিলি ছাতা কিনুন। এগুলো মূলত রামধনু রঙের হয়। আর বড় সাইজেরও হয়। দু'জন মানুষ একসঙ্গে এই ছাতার তলায় চলতে পারবে।

হাতের কাছে কোনও অপশন না পেলে, ফ্যামিলি ছাতা কিনুন। এগুলো মূলত রামধনু রঙের হয়। আর বড় সাইজেরও হয়। দু'জন মানুষ একসঙ্গে এই ছাতার তলায় চলতে পারবে।

Next Photo Gallery