Alleged For Copying Poster: প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবির পোস্টার ট্রোলের শিকার অন্যের নকল করার জন্য

Alleged For Copying Poster: ‘আদিপুরুষ’ প্রথম নয়, এর আগেও প্রভাস অভিনীত ছবি ‘বাহুবলী ২’ ছবির পোস্টার অন্যের নকল বলে সমালোচিত হয়েছিল।

Oct 07, 2022 | 7:22 AM
TV9 Bangla Digital

| Edited By: Mahuya Dutta

Oct 07, 2022 | 7:22 AM

প্রভাস, সইফ আলি খান এবং কৃতি স্যানন অভিনীত ‘আদিপুরুষ’ ছবির টিজার রিলিজের পর থেকেই নেটিজ়েনরা নির্মাতাদের নিন্দা করেছেন। রাম এবং রাবণকে ভুলভাবে চিত্রিত করার জন্য আদিপুরুষ ছবির সমালোচনা হচ্ছিল। এবার ছবির পোস্টারটি কপি করার অভিযোগে নির্মাতাদের তিরস্কার করা হয়েছে। বানার সেনা স্টুডিয়ো দাবি করেছে যে নির্মাতারা আদিপুরুষ-এর পোস্টারের জন্য তাঁদের শিল্পকর্ম কপি করেছেন। এই প্রথম নয়, এর আগেও  অন্যান্য সিনেমার পোস্টার অন্য চলচ্চিত্রের পোস্টারগুলোর কপি বলে অভিযোগ করা হয়েছিল।

প্রভাস, সইফ আলি খান এবং কৃতি স্যানন অভিনীত ‘আদিপুরুষ’ ছবির টিজার রিলিজের পর থেকেই নেটিজ়েনরা নির্মাতাদের নিন্দা করেছেন। রাম এবং রাবণকে ভুলভাবে চিত্রিত করার জন্য আদিপুরুষ ছবির সমালোচনা হচ্ছিল। এবার ছবির পোস্টারটি কপি করার অভিযোগে নির্মাতাদের তিরস্কার করা হয়েছে। বানার সেনা স্টুডিয়ো দাবি করেছে যে নির্মাতারা আদিপুরুষ-এর পোস্টারের জন্য তাঁদের শিল্পকর্ম কপি করেছেন। এই প্রথম নয়, এর আগেও অন্যান্য সিনেমার পোস্টার অন্য চলচ্চিত্রের পোস্টারগুলোর কপি বলে অভিযোগ করা হয়েছিল।

1 / 7
এই তালিকায় রয়েছে প্রভাসের আরও একটি ছবি।  ‘বাহুবলী ২’ ছবির একটি পোস্টার ‘ওং বাক ২’-এর  পোস্টার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ ছিল। এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করে। কিন্তু পাশাপাশি সমালোচিতও হয়।

এই তালিকায় রয়েছে প্রভাসের আরও একটি ছবি। ‘বাহুবলী ২’ ছবির একটি পোস্টার ‘ওং বাক ২’-এর পোস্টার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ ছিল। এই ছবি বক্স অফিসে বিপুল ব্যবসা করে। কিন্তু পাশাপাশি সমালোচিতও হয়।

2 / 7
বরুণ ধাওয়ান এবং কৃতি স্যাননের পরবর্তী সিনেমার নাম ‘ভেড়িয়া’। ছবিটির টিজার পোস্টার রিলিজ করেছে সদ্য। এই ছবির পোস্টারও কপি বলে নেটিজ়েনরা দাবি করেছেন। এটি ‘রেডরাম’ নামে একটি সিনেমার থেকে কপি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বরুণ ধাওয়ান এবং কৃতি স্যাননের পরবর্তী সিনেমার নাম ‘ভেড়িয়া’। ছবিটির টিজার পোস্টার রিলিজ করেছে সদ্য। এই ছবির পোস্টারও কপি বলে নেটিজ়েনরা দাবি করেছেন। এটি ‘রেডরাম’ নামে একটি সিনেমার থেকে কপি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

3 / 7
আমির খান তাঁর ‘পিকে’ সিনেমার জন্য যাবতীয় যা করা উচিৎ করেছিলেন। এমনকি এর জন্য নগ্ন পোজও দিয়েছিলেন তিনি। কিন্তু এখানেই হয় সমস্যা। ছবির নগ্ন পোস্টারটি ‘কুইম বারেইরোস’ ছবির পোস্টারের কপি বলে দাবি করা হয়।

আমির খান তাঁর ‘পিকে’ সিনেমার জন্য যাবতীয় যা করা উচিৎ করেছিলেন। এমনকি এর জন্য নগ্ন পোজও দিয়েছিলেন তিনি। কিন্তু এখানেই হয় সমস্যা। ছবির নগ্ন পোস্টারটি ‘কুইম বারেইরোস’ ছবির পোস্টারের কপি বলে দাবি করা হয়।

4 / 7
তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পাড’ ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত একটি সিনেমা। যেখানে মেয়েদের সম্মান নিয়ে সরব হতে দেখা যায় আপসী অভিনীত চরিত্রকে। যখন এই ছবির পোস্টার মুক্তি পায়, তখন নেটিজ়েনদের মতামত ছিল যে এটি ‘আফটার লুসিয়া’ ছবির পোস্টারের মতো দেখতে লাগছে।

তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পাড’ ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত একটি সিনেমা। যেখানে মেয়েদের সম্মান নিয়ে সরব হতে দেখা যায় আপসী অভিনীত চরিত্রকে। যখন এই ছবির পোস্টার মুক্তি পায়, তখন নেটিজ়েনদের মতামত ছিল যে এটি ‘আফটার লুসিয়া’ ছবির পোস্টারের মতো দেখতে লাগছে।

5 / 7
প্রভাস অভিনীত আরও একটি ছবির পোস্টার নিয়ে রয়েছে অভিযোগ। তিনি এবং পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবি বক্স অফিসে হিট দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু যখন ছবির পোস্টার রিলিজ হয়, তখন অনেকেরই জল্পনা ছিল যে পোস্টারটি ‘ট্রাভেল ব্লগারদের’ শেয়ার করা একটি ছবির কপি।

প্রভাস অভিনীত আরও একটি ছবির পোস্টার নিয়ে রয়েছে অভিযোগ। তিনি এবং পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবি বক্স অফিসে হিট দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু যখন ছবির পোস্টার রিলিজ হয়, তখন অনেকেরই জল্পনা ছিল যে পোস্টারটি ‘ট্রাভেল ব্লগারদের’ শেয়ার করা একটি ছবির কপি।

6 / 7
শাহরুখ খান অভিনীত ‘রা ওয়ান’ একটি হিট ছবি ছিল। কিন্তু ছবির পোস্টার নিয়ে অভিযোগ তাঁকেও শুনতে হয়েছে। নোটিজ়েনরদের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এটি ‘ব্যাটম্যান বিগিন্স’ ছবির পোস্টারের একটি অনুলিপি।

শাহরুখ খান অভিনীত ‘রা ওয়ান’ একটি হিট ছবি ছিল। কিন্তু ছবির পোস্টার নিয়ে অভিযোগ তাঁকেও শুনতে হয়েছে। নোটিজ়েনরদের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এটি ‘ব্যাটম্যান বিগিন্স’ ছবির পোস্টারের একটি অনুলিপি।

7 / 7

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla