IPL 2025 Purple Cap Winner: অরেঞ্জ ও পার্পল ক্যাপের মালিক টাইটান্সের দুই ক্রিকেটার, সাইয়ের কোন সতীর্থ পেলেন বেগুনি টুপি?
IPL 2025 Final Purple Cap Holder: গুজরাট টাইটান্স এ বারের আইপিএলের ফাইনালে উঠতে পারেনি ঠিকই, কিন্তু ওই টিমের দুই প্লেয়ার টুর্নামেন্টের বড় দুটি পুরস্কার জিতেছেন। সাই সুদর্শন পেয়েছেন অরেঞ্জ ক্যাপ। আর পার্পল ক্যাপের মালিক সাইয়ের এক সতীর্থ।

পার্পল ক্যাপের মালিক GT-র তারকা, সাইয়ের কোন সতীর্থ বেগুনি টুপি পেলেন?
- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দলের জশ হ্যাজলউডের কাছে সুযোগ ছিল পার্পল ক্যাপের মালিক হওয়ার। তবে তিনি তা পারেননি।
- আইপিএল চলাকালীন সারা মরসুম জুড়ে যে বোলার সবচেয়ে বেশি উইকেট নেন, তিনি জেতেন পার্পল ক্যাপ। এ মরসুমে এই পার্পল ক্যাপের মালিক হয়েছেন গুজরাট টাইটান্সের এক বোলার।
- গুজরাট টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন পেয়েছেন এ মরসুমের অরেঞ্জ ক্যাপ। আর তাঁর সতীর্থ, প্রসিধ কৃষ্ণা জিতেছেন এ বারের পার্পল ক্যাপ। ফাইনালের শেষে সাইকে দেখা যায় প্রসিধের হয়ে পার্পল ক্যাপ অ্যাওয়ার্ড হাতে নিতে।
- ১৮তম আইপিএলে প্রসিধ কৃষ্ণা ১৫টি ইনিংসে ২৫টি উইকেট নিয়েছেন। বল করেছেন ৫৯ ওভার। রান খরচ করেছেন ৪৮৮। এক ম্যাচে নিয়েছেন ৪ উইকেট।
- প্রসিধ বেগুনি টুপি জিতেছেন ঠিকই, সেই সঙ্গে বলতে হয় এ বারের পার্পল ক্যাপের অন্যতম দাবিদার ছিলেন চেন্নাই সুপার কিংসের তরুণ বোলার নুর আহমেদ। তিনি ১৪টি ইনিংসে ৪০৮ রানের বিনিময়ে ২৪টি উইকেট নিয়েছিলেন।
- প্রসিধ কৃষ্ণা যে পার্পল ক্যাপ জিতেছেন, তার দৌড়ে ছিলেন আরসিবির তারকা বোলার জশ হ্যাজলউডও। তিনি ১২টি ইনিংসে ২২টি উইকেট নিয়েছেন।
- কিউয়ি তারকা ট্রেন্ট বোল্ট এ বারের আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। তিনি ১৬টি ইনিংসে ২২টি উইকেট নিয়েছেন।
- পঞ্জাব কিংসের তরুণ বোলার অর্শদীপ সিংও ছিলেন এ বারের আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে। তিনি ১৭টি ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন।

হেঁশেলে ভুল করেও রাখবেন না এই ৪ জিনিস, উড়ে যাবে বাড়ির সুখ-শান্তি

পাকা চুলের জ্বালায় অতিষ্ঠ? এই টোটকা কাজে লাগালে মিলবে হাতেনাতে ফল

বর্ষাকালে পোষ্যর শরীর খারাপ হওয়া আটকাতে কী করবেন?

বাড়ির দক্ষিণ দিকে রাখুন এই জিনিসগুলো, লক্ষ্মীর কৃপায় উপচে পড়বে টাকা!

রাতে পাশ ফিরে শুলে কী হয়! জানলে অবাক হবেন

সর্ষে সয় না? বর্ষায় সহজে রেঁধে ফেলুন ইলিশ মালাইকারি, রইল রেপিসি