Pujoy Pulse: তেঁতুলের স্বাদে মজছে মন, পুজোর পালস বাড়াচ্ছে ‘পুজোয় পালস’

Pujoy Pulse: কলকাতা, বারাসত, ব্যারাকপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর, মালদহ, রায়গঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে ঘুরবে এই পুজোয় পালস ট্যাবলো। যাবে কন্টাই, হলদিয়া, খড়গপুর, হাওড়া, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বোলপুরেও।

| Updated on: Sep 26, 2024 | 9:32 PM
পুজোয় পালস সিজন ২ শুরু হয়েছে। পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার যৌথ উদ্যোগে পুজোয় পালস ট্যাবলো ঘুরছে জেলায় জেলায়।

পুজোয় পালস সিজন ২ শুরু হয়েছে। পালস ক্যান্ডি ও টিভিনাইন বাংলার যৌথ উদ্যোগে পুজোয় পালস ট্যাবলো ঘুরছে জেলায় জেলায়।

1 / 5
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এলাকায় পুজোর পালস ট্যাবলো পৌঁছতেই উপচে পড়ে মানুষের ভিড়।

কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল এলাকায় পুজোর পালস ট্যাবলো পৌঁছতেই উপচে পড়ে মানুষের ভিড়।

2 / 5
এতদিন পালসের নোনতা স্বাদে মজেছেন পালসপ্রেমিরা। এবার পুজোয় পালস ট্যাবলো থেকে নতুন স্বাদের পালস-এর স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।

এতদিন পালসের নোনতা স্বাদে মজেছেন পালসপ্রেমিরা। এবার পুজোয় পালস ট্যাবলো থেকে নতুন স্বাদের পালস-এর স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।

3 / 5
গোলমোল ক্যান্ডিতে তেঁতুলের স্বাদ, আবার চিউইও। ছোটবেলার তেঁতুল টকের নস্টালজিয়া লুকিয়ে এই স্বাদে।

গোলমোল ক্যান্ডিতে তেঁতুলের স্বাদ, আবার চিউইও। ছোটবেলার তেঁতুল টকের নস্টালজিয়া লুকিয়ে এই স্বাদে।

4 / 5
এই ট্যাবলো থেকে থাকছে নানা রকমের খেলা, কুইজ। এই ট্যাবলো ঘুরছে রাজ্যের ২২টি জায়গায়। কুইজের উত্তর দিতে পারলে থাকছে পুরস্কার জেতার সুযোগ।

এই ট্যাবলো থেকে থাকছে নানা রকমের খেলা, কুইজ। এই ট্যাবলো ঘুরছে রাজ্যের ২২টি জায়গায়। কুইজের উত্তর দিতে পারলে থাকছে পুরস্কার জেতার সুযোগ।

5 / 5
Follow Us: