Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Radhika Apte: কথা দিয়েও খেলাপ! গভীর ষড়যন্ত্রে ফাঁস হয়ে যায় রাধিকার গোপনাঙ্গের ছবি, এর পর…

Radhika Apte: সাল ২০১৫। আচমকাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে থাকে এক ভিডিয়ো। যে ভিডিয়োর মুখ বলিউডের চেনা মানুষ রাধিকা আপ্তে। একটি ছোট কুড়ি সেকেন্ডের ক্লিপ আর তাতেই ফাঁস হয়ে যায় রাধিকার গোপনাঙ্গের ছবি। তারপর... কী হয়েছিল? কীভাবেই বা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল রাধিকার গোপনাঙ্গের ছবি!

| Edited By: | Updated on: May 23, 2022 | 6:44 PM
সাল ২০১৫। আচমকাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে থাকে এক ভিডিয়ো। যে ভিডিয়োর মুখ বলিউডের চেনা মানুষ রাধিকা আপ্তে। একটি ছোট কুড়ি সেকেন্ডের ক্লিপ আর তাতেই ফাঁস হয়ে যায় রাধিকার গোপনাঙ্গের ছবি। তারপর... কী হয়েছিল? কীভাবেই বা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল রাধিকার গোপনাঙ্গের ছবি!

সাল ২০১৫। আচমকাই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে থাকে এক ভিডিয়ো। যে ভিডিয়োর মুখ বলিউডের চেনা মানুষ রাধিকা আপ্তে। একটি ছোট কুড়ি সেকেন্ডের ক্লিপ আর তাতেই ফাঁস হয়ে যায় রাধিকার গোপনাঙ্গের ছবি। তারপর... কী হয়েছিল? কীভাবেই বা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল রাধিকার গোপনাঙ্গের ছবি!

1 / 7
ওই ছবিটি আসলে একটি ভিডিয়োর। ভিডিয়োটি অনুরাগ কাশ্যপের একটি ছোট ছবির অন্তর্গত। নাম ক্লিন শেভেন। ২০ মিনিটের ওই ছবির একটি দৃশ্যতে দেখানো হয়েছিল রাধিকা তাঁর গোপনাঙ্গ প্রদর্শন করছেন।

ওই ছবিটি আসলে একটি ভিডিয়োর। ভিডিয়োটি অনুরাগ কাশ্যপের একটি ছোট ছবির অন্তর্গত। নাম ক্লিন শেভেন। ২০ মিনিটের ওই ছবির একটি দৃশ্যতে দেখানো হয়েছিল রাধিকা তাঁর গোপনাঙ্গ প্রদর্শন করছেন।

2 / 7
ঠিক ছিল ছবিটি ভারতে মুক্তি পাবে না। আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করা হয়েছিল ওই ছবি। অনুরাগসহ গোটা টিমও সজাগ ছিল কোনও ভাবেই যাতে ওই ভিডিয়ো ক্লিপ এ দেশে মুক্তি না পায়।

ঠিক ছিল ছবিটি ভারতে মুক্তি পাবে না। আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করা হয়েছিল ওই ছবি। অনুরাগসহ গোটা টিমও সজাগ ছিল কোনও ভাবেই যাতে ওই ভিডিয়ো ক্লিপ এ দেশে মুক্তি না পায়।

3 / 7
কিন্তু ছবি শুট হওয়ার পরে আচমকাই মূল ছবির ওই কয়েক সেকেন্ড ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ক্ষোভে-লজ্জায় ফেটে পড়েন অনুরাগ নিজেও। তিনি দাবি করেন, নিউ ইয়র্কে ওই ফুটেজ পাঠাবার পরেই তা কেউ ইচ্ছাকৃত ভাবে ফাঁস করেছে।

কিন্তু ছবি শুট হওয়ার পরে আচমকাই মূল ছবির ওই কয়েক সেকেন্ড ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ক্ষোভে-লজ্জায় ফেটে পড়েন অনুরাগ নিজেও। তিনি দাবি করেন, নিউ ইয়র্কে ওই ফুটেজ পাঠাবার পরেই তা কেউ ইচ্ছাকৃত ভাবে ফাঁস করেছে।

4 / 7
তাঁর সন্দেহের তালিকায় ছিল ওই ছবির ক্রু মেম্বারদের মধ্যে একজন, যিনি আবার ভারতীয়। ঘটনাটি আদালত অবধিও টেনে নিয়ে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। অন্যদিকে রাধিকাকেও পড়তে হয়েছিল মানসিক হেনস্থার মধ্যে।

তাঁর সন্দেহের তালিকায় ছিল ওই ছবির ক্রু মেম্বারদের মধ্যে একজন, যিনি আবার ভারতীয়। ঘটনাটি আদালত অবধিও টেনে নিয়ে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ। অন্যদিকে রাধিকাকেও পড়তে হয়েছিল মানসিক হেনস্থার মধ্যে।

5 / 7
শুনতে হয়েছিল নানান কটু কথাও। রাধিকা যদিও পরবর্তীকালে জানিয়েছিলেন ছবির প্রয়োজনেই ওই দৃশ্যে অভিনয় তাঁর। ছবিতে যা দেখানো হয়েছে তা একেবারেই সত্য ঘটনা অবলম্বনে।

শুনতে হয়েছিল নানান কটু কথাও। রাধিকা যদিও পরবর্তীকালে জানিয়েছিলেন ছবির প্রয়োজনেই ওই দৃশ্যে অভিনয় তাঁর। ছবিতে যা দেখানো হয়েছে তা একেবারেই সত্য ঘটনা অবলম্বনে।

6 / 7
যদিও সাময়িক অস্বস্তিতে পড়লেও এই ঘটনা অচিরেই সামলে ওঠেন রাধিকা। পাশে ছিলেন তাঁর গোটা পরিবারও।

যদিও সাময়িক অস্বস্তিতে পড়লেও এই ঘটনা অচিরেই সামলে ওঠেন রাধিকা। পাশে ছিলেন তাঁর গোটা পরিবারও।

7 / 7
Follow Us: