Raima Sen Vietnam Diary: বিদেশ বিভুঁয়ে রাইমা সেন, ভিয়েতনাম সফরনামায় কী এমন ঘটল অভিনেত্রীর সঙ্গে 

Raima Sen Vietnam Diary: ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করতে ভারত থেকে একটি প্রতিনিধি দল যায় ভিয়েতনামে। তার সদস্য ছিলেন রাইমা সেন। TV9 বাংলার সঙ্গে ভাগ করলেন অভিজ্ঞতা।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 4:24 PM
সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

1 / 7
সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

2 / 7
সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

3 / 7
সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

সেখানে তাঁর দেখা হয়েছে ১৭ বছরের পুরনো বন্ধু ব়্যাক্সের সঙ্গে। যিনি এখন ভিয়েতনামে হোটেল খুলেছেন। তিনি ভারতীয় দলের সদস্যদের নিয়ে সেখানেও যান।

4 / 7
হো চি মিন থেকে রাইমাদের গন্তব্য ছিল নাহা ট্রাং শহর। সেখানে আলসা রিসোর্টে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে তিনি প্রথমবার ভিয়েতনামি নানা স্পা উপভোগ করেন। যার মধ্যে মাড বাথ করেন প্রথমবার।

হো চি মিন থেকে রাইমাদের গন্তব্য ছিল নাহা ট্রাং শহর। সেখানে আলসা রিসোর্টে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে তিনি প্রথমবার ভিয়েতনামি নানা স্পা উপভোগ করেন। যার মধ্যে মাড বাথ করেন প্রথমবার।

5 / 7
মাড বাথের পাশাপাশি স্প্রিং বাথও নেন সেখানে। শেষে সোনা যা একধরেন স্টিম বাথ তাও উপভোগ করেন তিনি। জানালেন অভিনেত্রী।

মাড বাথের পাশাপাশি স্প্রিং বাথও নেন সেখানে। শেষে সোনা যা একধরেন স্টিম বাথ তাও উপভোগ করেন তিনি। জানালেন অভিনেত্রী।

6 / 7
ভিয়েতনামের একজন সরকারি অফিসার টুয়ান তাঁদের সঙ্গে গাইডরূপে ছিলেন। যিনি তাঁদের সমস্ত আতিথ্যেয়তার উপর নজর রাখতেন। ইয়টেও ঘুরেছেন তিনি সেখানে। আলাপ হয় একজন মণিপুরী অভিনেত্রীর সঙ্গেও।

ভিয়েতনামের একজন সরকারি অফিসার টুয়ান তাঁদের সঙ্গে গাইডরূপে ছিলেন। যিনি তাঁদের সমস্ত আতিথ্যেয়তার উপর নজর রাখতেন। ইয়টেও ঘুরেছেন তিনি সেখানে। আলাপ হয় একজন মণিপুরী অভিনেত্রীর সঙ্গেও।

7 / 7
Follow Us: