স্পা, নাইটক্লাব, রেস্তরাঁ… অভিনেত্রী হওয়ার পাশাপাশি শিল্পা একজন সফল ব্যবসায়ীও

স্পা থেকে রেস্তরাঁ, প্রযোজনা সংস্থা... একাধিক সাইড বিজনেস রয়েছে তাঁর। সেগুলো ঠিক কী কী? আসুন দেখে নেওয়া যাক...

| Edited By: | Updated on: Jul 23, 2021 | 12:11 PM
পর্ন কাণ্ডে হঠাৎ করেই রাজ কুন্দ্রার নাম শিরোনামে। বিতর্কে যোগ হয়েছে স্ত্রী শিল্পা শেট্টির নাম। মুম্বই পুলিশ জানিয়েছে যেহেতু রাজের যে সংস্থা পর্ন  তৈরি করত, সেই সংস্থার সঙ্গে শিল্পার প্রত্যক্ষ যোগাযোগ নেই তাই এখনই অভিনেত্রীকে সমন পাঠানো হবে না। ছোটবেলা থেকে দারিদ্যকে ঘৃণা করা রাজ নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। তাঁর আয় আকাশছোঁয়া। অন্যদিকে কম যান না শিল্পাও। স্পা থেকে রেস্তরাঁ, প্রযোজনা সংস্থা... একাধিক সাইড বিজনেস রয়েছে তাঁর। সেগুলো ঠিক কী কী? আসুন দেখে নেওয়া যাক...

পর্ন কাণ্ডে হঠাৎ করেই রাজ কুন্দ্রার নাম শিরোনামে। বিতর্কে যোগ হয়েছে স্ত্রী শিল্পা শেট্টির নাম। মুম্বই পুলিশ জানিয়েছে যেহেতু রাজের যে সংস্থা পর্ন তৈরি করত, সেই সংস্থার সঙ্গে শিল্পার প্রত্যক্ষ যোগাযোগ নেই তাই এখনই অভিনেত্রীকে সমন পাঠানো হবে না। ছোটবেলা থেকে দারিদ্যকে ঘৃণা করা রাজ নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। তাঁর আয় আকাশছোঁয়া। অন্যদিকে কম যান না শিল্পাও। স্পা থেকে রেস্তরাঁ, প্রযোজনা সংস্থা... একাধিক সাইড বিজনেস রয়েছে তাঁর। সেগুলো ঠিক কী কী? আসুন দেখে নেওয়া যাক...

1 / 8
এক ক্লাবের অধিকর্তা শিল্পা। সেই নাইটক্লাবের নাম রয়্যালটি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে অবস্থিত শিল্পার এই নাইট ক্লাব থেকে আয়ের পরিমাণ নেহাত কম নয়।

এক ক্লাবের অধিকর্তা শিল্পা। সেই নাইটক্লাবের নাম রয়্যালটি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে অবস্থিত শিল্পার এই নাইট ক্লাব থেকে আয়ের পরিমাণ নেহাত কম নয়।

2 / 8
ইউরোপের রেনেসাঁ সময়ের শিল্পশৈলীর পাশাপাশি ভারতীয় সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধনে তৈরি করা হয়েছে এই ক্লাবটি। টিনেজার থেকে বয়স্ক-- সবারই পছন্দ শিল্পার এই রয়্যালটি।

ইউরোপের রেনেসাঁ সময়ের শিল্পশৈলীর পাশাপাশি ভারতীয় সংস্কৃতির অভূতপূর্ব মেলবন্ধনে তৈরি করা হয়েছে এই ক্লাবটি। টিনেজার থেকে বয়স্ক-- সবারই পছন্দ শিল্পার এই রয়্যালটি।

3 / 8
এক রেস্তরাঁর মালিক শিল্পা শেট্টি, এ খবর হয়তো অনেকেরই জানা। মুম্বইয়ের ওরলি অঞ্চলে তাঁর এই রেস্তরাঁ। নাম 'বাস্তিয়ান'।

এক রেস্তরাঁর মালিক শিল্পা শেট্টি, এ খবর হয়তো অনেকেরই জানা। মুম্বইয়ের ওরলি অঞ্চলে তাঁর এই রেস্তরাঁ। নাম 'বাস্তিয়ান'।

4 / 8
বলিউডের তারকাদের ভিড় লেগেই থাকে শিল্পার এই রেস্তরাঁয়। অন্দরমহল দেখলে তাক লেগে যাবে আপনার। \

বলিউডের তারকাদের ভিড় লেগেই থাকে শিল্পার এই রেস্তরাঁয়। অন্দরমহল দেখলে তাক লেগে যাবে আপনার। \

5 / 8
এক প্রযোজনা সংস্থারও মালিক শিল্পা শেট্টি। ২০১৪ সালে প্রযোজনা সংস্থা খোলেন তিনি। ওই সংস্থা থেকে মুক্তি পায় ছবি 'ঢিস্কাও'। যদিও সেই ছবি বক্স অফিসে সফল হয়নি।

এক প্রযোজনা সংস্থারও মালিক শিল্পা শেট্টি। ২০১৪ সালে প্রযোজনা সংস্থা খোলেন তিনি। ওই সংস্থা থেকে মুক্তি পায় ছবি 'ঢিস্কাও'। যদিও সেই ছবি বক্স অফিসে সফল হয়নি।

6 / 8
শিল্পার রয়েছে এক স্পা-ও। স্পা পার্লারের নাম লোসিস। সেলেবদের ভিড় দেখতে পাওয়া যায় সেখানে। আয়ও নেহাত কম হয় না।

শিল্পার রয়েছে এক স্পা-ও। স্পা পার্লারের নাম লোসিস। সেলেবদের ভিড় দেখতে পাওয়া যায় সেখানে। আয়ও নেহাত কম হয় না।

7 / 8
রাজ দারিদ্যকে ঘৃণা করতেন। ধনী হওয়ার ইচ্ছে ছিল ছোট থেকেই। কিন্তু কীভাবে? উপায় নিজেই খুঁজে নিয়েছিলেন তিনি। রাজ কলেজে ঢুকেও তা ছেড়ে দেন মাঝপথেই।

রাজ দারিদ্যকে ঘৃণা করতেন। ধনী হওয়ার ইচ্ছে ছিল ছোট থেকেই। কিন্তু কীভাবে? উপায় নিজেই খুঁজে নিয়েছিলেন তিনি। রাজ কলেজে ঢুকেও তা ছেড়ে দেন মাঝপথেই।

8 / 8
Follow Us: