ভারতের দৃষ্টিহীন শিল্পপতিকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে। দক্ষিণ ভারতীয় সেই শিল্পপতির নাম শ্রীকান্ত বোল্লা।
ছবির নাম 'শ্রী'। ছবিতে শ্রীয়ের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও।
প্রতিকূলতাকে অতিক্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন শ্রীকান্ত। নিজের দমে তৈরি করেছেন বোল্যান্ট ইন্ডাস্ট্রিজ়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ম্যানেজমেন্ট সায়েন্স পড়েছেন শ্রীকান্ত। সেখানে তিনিই ছিলেন প্রথম আন্তর্জাতিক দৃষ্টিহীন ছাত্র। দেশে ফিরে এই ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন শ্রীকান্ত।
ছবিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শরদ খেলকর। ইনস্টাগ্রামে সেই খবর জানিয়েছেন শরদ।
রাজকুমার রাও তো আছেনই। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলায়া ফার্নিচারওয়ালা এবং জ্যোতিকা।
এর আগেও বহু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজির স্থাপন করেছিলেন রাজকুমার। এই ছবিটিও যে দারুণ ভাল হবে, তা নিয়ে আশাবাদী অনেকেই।