সদ্য বাবা হয়েছেন অভিনেতা রণবীর কাপুর। রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় সকলের কম বেশি জানা। দীর্ঘ চার বছরের প্রেমের পর চার হাত এক হয় তাঁদের।
নভেম্বর মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। কাপুর পরিবার আলো করে রয়েছেন আলিয়া ভাট। নীতু কাপুরের কথায় আলিয়া আসার পরই পরিবার যেন পূর্ণ হয়েছে। রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সকলেই প্রথম থেকেই ছিলেন বেশ আশাবাদী।
সদ্য করিনা কাপুরকে জানিয়েছিলেন রণবীর, তিনি প্রমাণ করতে চান তিনি একজন ভাল স্বামীও বটে। আর বাবা হিসেবে তিনি কেমন? সন্তান জন্মের পর কীভাবে পাল্টে গিয়েছে তাঁর জীবন?
করিনা কাপুরকে জানিয়েছিলেন রণবীর রাতের পর রাত তিনি ঘুমতে পারেননি। প্রথম সন্তান, তাই উত্তেজনা তো ছিলই। কিন্তু ঘুমের ক্ষেত্রে বিশেষ সচেতনতা বজায় রাখতেন তিনি। বিশেষ করে প্রথম ২ মাস।
রণবীরের কথায়, আলিয়া ও তাঁর মাঝে একটি শিশু শুয়ে আছে। ফলে সামান্য এদিক ওদিক করলেই সজাগ থাকতে হতো। সেই কারণেই টানা দুই মাস চোখে ঘুম ছিল না রণবীর কাপুরের।
রণবীর প্রতিটা মুহূর্তে তাঁর সন্তান, তাঁর পরিবারকে কতটা চোখে হারান, প্রমাণ মিলেছিল 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির প্রচারের সময়। তখন দেখা গিয়েছিল রণবীর কাপুরকে বারে-বারে রাহার ও আলিয়ার প্রসঙ্গ তুলতে।
সদ্য তিনি বিরতিতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। কারণ একটাই, তিনি তাঁর পরিবারকে কিছুটা সময় দিতে চান। মেয়ের সঙ্গে সময় কাটাতে চান। আলিয়াও আগামী কয়েকমাস বিরতিতেই থাকবেন।
যদিও সন্তান জন্মের পর এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি আলিয়াকে। তিনি যেখানেই চলেছেন শুটিংয়ে সেখানেই সন্তানকে সঙ্গে নিয়ে চলেছেন...। তবে এবার জুটি খানিকটা ছুটি চায় বলেই বারে বারে জানায় সোশ্যাল মিডিয়ায়।