Bollywood Gossip: নগ্নতায় কোনও আপত্তি নেই, অন্তর্বাস থেকে চুম্বন, বিতর্ক এড়িয়ে সপাট জবাব রণবীরের

Ranveer Singh: উষ্ণ দৃশ্যে ঝড় তোলা রণবীর কটাক্ষের মুখে, নগ্নতা নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক রণবীর সিং।

| Edited By: | Updated on: Apr 14, 2022 | 8:22 AM
অভিনয়ের জন্য যে কোনও পরিস্থিতিতে যে কোনও চরিত্র সহজভাবে গ্রহণ করে নেওয়াটাই অভিনেতাদের প্রাথমিক শর্ত থাকে। তাঁর সব চরিত্রই হয়ে ওঠে তাঁদের কাছে নতুন চ্যালেঞ্জের।

অভিনয়ের জন্য যে কোনও পরিস্থিতিতে যে কোনও চরিত্র সহজভাবে গ্রহণ করে নেওয়াটাই অভিনেতাদের প্রাথমিক শর্ত থাকে। তাঁর সব চরিত্রই হয়ে ওঠে তাঁদের কাছে নতুন চ্যালেঞ্জের।

1 / 6
কেউ বাছাই করে অভিনয় করতে পছন্দ করেন। কেউ আবার সব ধরনের চরিত্রের জন্যই নিজেকে আমুল বদলে ফেলে উপস্থাপনা করতে মরিয়া হয়ে ওঠেন। এই পর্যায় সব স্টারই নিজের মত করে চরিত্রকে গ্রহণ করার ক্ষমতা রাখে।

কেউ বাছাই করে অভিনয় করতে পছন্দ করেন। কেউ আবার সব ধরনের চরিত্রের জন্যই নিজেকে আমুল বদলে ফেলে উপস্থাপনা করতে মরিয়া হয়ে ওঠেন। এই পর্যায় সব স্টারই নিজের মত করে চরিত্রকে গ্রহণ করার ক্ষমতা রাখে।

2 / 6
সেই তালিকাতে থাকা অন্যতম নাম হল রণবীর সিং। বারে বারে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করে দেখিয়ে দিয়েছেন, যে তিনি কতটা সাবলীল, কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য বা নগ্নতা!

সেই তালিকাতে থাকা অন্যতম নাম হল রণবীর সিং। বারে বারে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করে দেখিয়ে দিয়েছেন, যে তিনি কতটা সাবলীল, কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য বা নগ্নতা!

3 / 6
প্রশ্ন ওঠে বেফিকরে ছবির পর। সেখানেই অন্তর্বাসে দেখা যায় তাঁকে। কখনই আবার গভীর চুম্বনে মত্ত, বিছানায় উষ্ণতা, সব মিলিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

প্রশ্ন ওঠে বেফিকরে ছবির পর। সেখানেই অন্তর্বাসে দেখা যায় তাঁকে। কখনই আবার গভীর চুম্বনে মত্ত, বিছানায় উষ্ণতা, সব মিলিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।

4 / 6
আর সেই সমালোচনা এড়িয়েই একবার রণবীর সিং জানিয়ে ছিলেন, তাঁর নগ্নতাতেও কোনো আপত্তি নেই। তাঁর ছবির চরিত্র ঠিক তাঁর থেকে যতটা পরিশ্রম ও ডেডিকেশন চায়, তিনি ততটাই দিতে প্রস্তুত।

আর সেই সমালোচনা এড়িয়েই একবার রণবীর সিং জানিয়ে ছিলেন, তাঁর নগ্নতাতেও কোনো আপত্তি নেই। তাঁর ছবির চরিত্র ঠিক তাঁর থেকে যতটা পরিশ্রম ও ডেডিকেশন চায়, তিনি ততটাই দিতে প্রস্তুত।

5 / 6
রণবীর নিজের মত করে প্রতিটা চরিত্রকে আপন করে নেন, এবং তা যে কতটা যয্তেনর সঙ্গে উপস্থাপনা করেন, তা ইতিমধ্যেই প্রমাণিত, আর সেই সুবাদেই বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে নগ্নতা নিয়ে তিনি স্পষ্টই জানিয়ে দেন, যে প্রয়োজনে তাতেও কোনও সমস্যাই নেই।

রণবীর নিজের মত করে প্রতিটা চরিত্রকে আপন করে নেন, এবং তা যে কতটা যয্তেনর সঙ্গে উপস্থাপনা করেন, তা ইতিমধ্যেই প্রমাণিত, আর সেই সুবাদেই বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে নগ্নতা নিয়ে তিনি স্পষ্টই জানিয়ে দেন, যে প্রয়োজনে তাতেও কোনও সমস্যাই নেই।

6 / 6
Follow Us: