La Liga: বেঞ্জেমা-ভিনিসিয়াসের গোলে রিয়ালের বিজয়রথ অব্যাহত

লা লিগায় (La Liga) রবিরাতে সান্তিয়াগো বের্নাবৌতে সেভিয়ার (Sevilla) বিরুদ্ধে নেমেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। পিছিয়ে থেকেও সেই ম্যাচে ২-১ গোলে জিতেছেন লুকা মদ্রিচরা। লা লিগায় রিয়ালের দাপট জারি রয়েছে। সেভিয়ার বিরুদ্ধে রিয়ালের হয়ে দুই গোল করেছেন করিম বেঞ্জেমা ও ভিনিসিয়াস জুনিয়র। ১৪ ম্যাচের ১০টিতে জয় ৩টিতে ড্র ও ১টিতে হেরে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

| Edited By: | Updated on: Nov 29, 2021 | 1:11 PM
ম্যাচের বয়স যখন ১২ মিনিট, তখনই রাফা মিরের (Rafa Mir) গোলে এগিয়ে যায় সেভিয়া।

ম্যাচের বয়স যখন ১২ মিনিট, তখনই রাফা মিরের (Rafa Mir) গোলে এগিয়ে যায় সেভিয়া।

1 / 4
 ৩২ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা (Karim Benzema)।

৩২ মিনিটে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান করিম বেঞ্জেমা (Karim Benzema)।

2 / 4
ম্যাচের ৮৭ মিনিটে মিলিতাওয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)।

ম্যাচের ৮৭ মিনিটে মিলিতাওয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)।

3 / 4
লা লিগায় রবিবার সেভিয়া ম্যাচের দুই নায়ক করিম বেঞ্জেমা এবং ভিনিসিয়াস জুনিয়র।

লা লিগায় রবিবার সেভিয়া ম্যাচের দুই নায়ক করিম বেঞ্জেমা এবং ভিনিসিয়াস জুনিয়র।

4 / 4
Follow Us: